টোকিও-ইয়াকোহামা শিল্পাঞ্চলের প্রধান প্রধান শিল্পের বিবরণ দাও: টোকিও উপসাগরের তীরে জাপানের টোকিও ও ইয়াকোহামা শহরকে কেন্দ্র করে কোয়ান্টো সমভূমির ওপর যে শিল্পাঞ্চল গড়ে উঠেছে, তাকে টোকিও-ইয়াকোহামা শিল্পাঞ্চল। জাপানের মোট শিল্প উৎপাদনের প্রায় 25% এই শিল্পাঞ্চলে উৎপাদিত হয়। এখানকার প্রধান প্রধান শিল্প কেন্দ্রগুলি হল-টোকিও, ইয়াকোহামা, কাওয়াসাকি, চিবা ইত্যাদি। এই সমস্ত শিল্প কেন্দ্রে যে সমস্ত শিল্প গড়ে উঠেছে সেগুলি হল-
১) লৌহ ইস্পাত শিল্প
২) কার্পাস বয়ন শিল্প
৩) পশম বয়ন শিল্প
৪) কাগজ শিল্প
৫) খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প
৬) জৈব প্রযুক্তি শিল্প
৭) মোটর গাড়ি নির্মাণ শিল্প
৮) বিমানপোত নির্মাণ শিল্প
৯) ইলেক্ট্রনিক্স শিল্প
১০) তথ্যপ্রযুক্তি শিল্প।