ভারতের প্রধান প্রধান লৌহ আকরিক উত্তোলক অঞ্চলগুলির বিবরণ দাও: আকরিক লোহা হলো ভারতের অন্যতম প্রধান খনিজ সম্পদ। এই দেশ বর্তমানে লৌহ আকরিক উত্তোলনে পৃথিবীতে চতুর্থ স্থান অধিকার করেছে। এদেশের উড়িষ্যা, ছত্রিশগড়, ঝাড়খন্ড, কর্ণাটক, গোয়া, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যের বিভিন্ন স্থানে প্রায় ২৫২৫ কোটি টন লৌহ আকরিক সঞ্চিত আছে। এই সমস্ত রাজ্যের যে সমস্ত অঞ্চলে লৌহ আকরিকের খনি অবস্থিত সেগুলি হল-
১)উড়িষ্যা: লৌহ আকরিক উত্তোলনে উড়িষ্যা বর্তমানে ভারতে প্রথম স্থান অধিকার করেছে। এরাজ্যের ময়ূরভঞ্জ জেলার গুরুমহিষাণী, বাদাম পাহাড়, সুলাইপাত; কেওনঝাড় জেলার কিরিবুরু, বাগিয়াবুরু, টোডা, বাঁশপানি; সুন্দরগড় জেলার বোনাই, বাসাদা, মালঙ্গতালি, কোরাপুট জেলার উমরকোট এবং কটক জেলার দ্বৈতারিতে লৌহ আকরিকের খনিগুলি অবস্থিত।
২)ছত্রিশগড়: লৌহ আকরিক উত্তোলনে ছত্রিশগড় বর্তমানে ভারতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এ রাজ্যের বাস্তার জেলার বায়লাডিলা, রাওঘাট এবং দুর্গ জেলার দাল্লিরাজহারা নামক স্থানে বেশিরভাগ লৌহ আকরিকের খনিগুলি অবস্থিত।
৩)ঝাড়খন্ড: লৌহ আকরিক উত্তোলনে ঝাড়খন্ড বর্তমানে ভারতে তৃতীয় স্থান অধিকার করেছে। এ রাজ্যের সিংভূম জেলার চিরিয়া, নোয়ামুন্ডি, বড়োজামদা, গয়া, কিরিবুরু, বুদাবুরু, পানসিরাবুরু, নোটুবুরু, মেঘাতুবুরু প্রভৃতি স্থানে লৌহ আকরিকের খনিগুলি অবস্থিত। এদের মধ্যে চিরিয়া হলো পৃথিবীর একক বৃহত্তম লোহার খনি এবং বড়জামদা হল ভারতের বৃহত্তম লৌহ ক্ষেত্র।
৪)কর্ণাটক: কর্ণাটক লৌহ আকরিক উত্তোলনে ভারতে চতুর্থ স্থান অধিকার করেছে। এরাজ্যের বেলারি জেলার রামনদুর্গ, রাজপুরা, দোলাইমালাই; চিকমাগালুর জেলার বাবাবুদান পাহাড়, কেমানগুন্ডি; চিত্রদুর্গ জেলার কুদ্রেমুখ, হাসাদুর্গ, হোমদুর্গ ইত্যাদি স্থানে লৌহ আকরিকের খনিগুলি অবস্থিত।
৫)গোয়া: লৌহ আকরিক উত্তোলনে গোয়া বর্তমানে পঞ্চম স্থান অধিকার করেছে। উত্তর গোয়ার পিরনা, মাপুসা, সিরিগাঁও, বিচোলেম, কুডনেম এবং দক্ষিণ গোয়ার সানভারদেম, সানটোম, সাংপুয়েম ইত্যাদি হল এরাজ্যের প্রধান প্রধান লৌহ আকরিক উত্তোলক অঞ্চল।
৬)অন্যান্য অঞ্চল: উপরিলিখিত অঞ্চলগুলি ছাড়াও-অন্ধ্রপ্রদেশের নেলোর, কুর্ণুল, কুডাপ্পা, অনন্তপুর; তেলেঙ্গানার চেরডাপুরম; তামিলনাড়ুর সালেম, কাঞ্চা মালাই, তীর্থমালাই, গোদুমালাই, মাদুরাই, তিরুচিরাপল্লী, তিরুনেলভেলি; মহারাষ্ট্রের পিপলগাঁও, রত্নগিরি, চান্দা; রাজস্থানের জয়পুর, উদয়পুর, আলোয়ার, ভিলোঁয়ারা; হরিয়ানার মহেন্দ্রগড় এবং হিমাচল প্রদেশের কাঁকড়া উপত্যকাতেও ভারতের বেশ কয়েকটি লৌহ আকরিকের খনি আছে।