মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কাকে বলে?

Rate this post

মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কাকে বলে?

মুখ্য জোয়ার কাকে বলে?

পৃথিবী তার মেরুেখাকে বেষ্টন করে অনবরত ঘুরে চলেছে। এই ঘূর্ণনের কারণে পৃথিবীপৃষ্ঠের যে অংশ যে সময় চাঁদের সামনে আসে অর্থাৎ সর্বাপেক্ষা নিকটবর্তী হয়, সেই সময় চাঁদের আকর্ষণে ওই স্থানের জলরাশি অধিক মাত্রায় ফুলে ওঠায় যে জোয়ার সৃষ্টি হয়, তাকে মুখ্য জোয়ার বা চান্দ্র জোয়ার বলে।

গৌণ জোয়ার কাকে বলে?

পৃথিবীর যে অংশে মুখ্য জোয়ার হয়, তার ঠিক বিপরীত স্থানে পৃথিবীর আবর্তন গতি জনিত কেন্দ্রাতিগ বলের প্রভাবে যে জোয়ার সৃষ্টি হয়, তাকে গৌণ জোয়ার বলে। পৃথিবীর মুখ্য জোয়ারের স্থান অপেক্ষা গৌণ জোয়ারের স্থানে মাধ্যাকর্ষণ শক্তির টান কম বলে প্রধানত পৃথিবীর কেন্দ্রাতিগ বলের প্রভাবে গৌণ জোয়ার সংঘটিত হয়। মুখ্য জোয়ারের তুলনায় গৌণ জোয়ারের সময় সমুদ্রের জলরাশি কম ফুলে ওঠে।

Leave a Comment