কাকে চীনের ম্যাঞ্চেস্টার বলা হয়? | Manchester of China

Rate this post

কাকে চীনের ম্যাঞ্চেস্টার বলা হয়? | Manchester of China: ইয়াংসিকিয়াং নদীর মোহনায় অবস্থিত সাংহাই হলো চীনের সর্বশ্রেষ্ঠ কার্পাস বয়ন শিল্প কেন্দ্র। শিল্প স্থাপনের বিভিন্ন অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক অবস্থাকে কাজে লাগিয়ে ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার শহরের মতো চীনের সাংহাই শহরেও অসংখ্য কার্পাস বয়ন শিল্প বা কাপড়ের কল গড়ে উঠেছে। সাংহাই শহরে চীনের সর্বাধিক সংখ্যক কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে বলে একে চীনের ম্যানচেস্টার বলা হয়।

Leave a Comment