গণিত পেডাগজি বই PDF | Mathematics Pedagogy Book PDF in Bengali: আজ আপনাদের গণিত পেডাগজি বই PDF টি প্রদান করলাম। যেটিতে বাংলা পেডাগজি বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ কতকগুলি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আমরা আশা রাখছি এই প্রশ্নগুলি আপনাদের প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
গণিত পেডাগজি বই PDF | Mathematics Pedagogy Book PDF in Bengali
০১) একটি অমূলদ সংখ্যার উদাহরণ দাও ?
উত্তর. √3
০২) গণিত হলো যুক্তির অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায় – উক্তিটি কার ?
উত্তর. লক
০৩) অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যায় দশমিক বিন্দুর পর অংকগুলি পুনরাবৃত্তি হলে তাকে কোন ধরনের দশমিক সংখ্যা বলে?
উত্তর. অসীম আবৃত্ত দশমিক সংখ্যা
০৪) গণিতের ভুল ধারণা নিরাময়ের সঠিক উপায় কোনটি ?
উত্তর. ঘনঘন পরীক্ষার প্রয়োগ, পর্যাপ্ত অনুশীলন করানো এবং বাড়িতে অংক করতে দেওয়া
০৫) 0.333….. এই ভগ্নাংশটি কি ধরনের ভগ্নাংশের উদাহরণ ?
উত্তর. আবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশ
০৬) যে ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোন সমান থাকে কি ত্রিভুজ বলে ?
উত্তর. সমবাহু ত্রিভুজ
০৭) অবিন্যস্ত তথ্যসমূহ কিভাবে সাজানো থাকে ?
উত্তর. বিচ্ছিন্নভাবে
০৮) মূল্যায়ন সর্বদা কি ধরনের হওয়া উচিত ?
উত্তর. লক্ষ্য ভিত্তিক
০৯) জ্যামিতিক ধারণা দেওয়ার জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ সরঞ্জাম কি ?
উত্তর. গারবোর্ড
১০) শূন্য কি ধরনের সংখ্যা ?
উত্তর. মূলদ সংখ্যা
১১) মেট্রিক পদ্ধতিতে ভরের একক পরিমাপের আন্তর্জাতিক একক কত ?
উত্তর. কিলোগ্রাম
১২) Mathematics is the gateway and key to all science – উক্তিটি কার ?
উত্তর. রোজার বেকন
১৩) একটি স্থূলকোণের বিপ্রতীপ কোনটি সর্বদা কি ধরনের কোণ হবে ?
উত্তর. সূক্ষ্মকোণ
১৪) আধুনিক ভারতীয় রূপির জন্ম হয়েছে কোন সম্রাটের সময়কালে ?
উত্তর. শেরশাহ
১৫) গণিত শেখার ক্ষেত্রে ITC কি করে ?
উত্তর. শিক্ষার্থীদের ভয় বা ভীতি থেকে মুক্ত করে
১৬) গণিত শিক্ষকের কোন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ?
উত্তর. শিক্ষাদান কার্যে দক্ষ হওয়া
১৭) কোন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে, ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ হবে ?
উত্তর. সমকোণী ত্রিভুজ
১৮) একটি সংজ্ঞাহীন পদের উদাহরণ দাও ?
উত্তর. বিন্দু
১৯) তথ্য রাশিকে তাদের মানের ক্রমানুসারে সজ্জিত করলে সেগুলি কি ধরনের তথ্য পরিণত হয় ?
উত্তর. বিন্যস্ত তথ্য
২০) একজন ভালো গণিতবিদ হতে গেলে তাকে অবশ্যই কোন বিষয়ের উপর সক্ষম হতে হবে ?
উত্তর. প্রয়োগ এবং ধারণাগুলির জুড়ে সংযোজন হতে হবে
২১) গণিতে প্রস্তুতিকালীন মূল্যায়ন কোনটি ?
উত্তর. একক পরীক্ষা
২২) Measurement is the assignment of numerals to to events or objects according to rules – উক্তিটি কার ?
উত্তর. স্টিভেন্স
২৩) সম্পূরক কোণদ্বয়ের পরিমাপের সমষ্টি কত ?
উত্তর. 180⁰
২৪) অসুস্থ হওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে ভয় সঞ্চার হওয়ার ফলে কোন ত্রুটি লক্ষ্য করা যায় ?
উত্তর.Student oriented error
২৫) ১০ ডেসিমিটার = ?
উত্তর. ১ মিটার
২৬) আন্তর্জাতিক একক পদ্ধতি কত সালে চালু হয় ?
উত্তর. ১৯৬০
২৭) সংশোধনী শিক্ষার একটি উদ্দেশ্য দাও ?
উত্তর. পিছিয়ে যাওয়া শিক্ষার্থীকে সাহায্য
২৮) কোন সংস্কৃতিক প্রতিশব্দ থেকে রূপি শব্দটি নেওয়া হয়েছে ?
উত্তর. রূপকম
২৯) যে অভীক্ষার সাহায্যে শিক্ষার্থীদের গণিত বিষয়ক ভুল ধারণা গুলিকে চিহ্নিত করা হয় তাকে কি বলা হয় ?
উত্তর. নির্ণায়ক অভীক্ষা
৩০) প্রস্তুতিকালীন মূল্যায়ন কি ?
উত্তর. শিক্ষণ শিখন চলাকালীন মূল্যায়ন