বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তালিকা: গলনাঙ্ক (Melting point) বা হিমাঙ্ক (Freezing point) বলতে কোন নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ গলে তরল পদার্থে রূপান্তরিত হবার প্রক্রিয়াকে বুঝায়। কোন বিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক আদর্শ তাপমাত্রা এবং চাপে একটি নির্দিষ্ট তাপমাত্রা হয়ে থাকে। পদার্থকে তাপ প্রয়োগ করলে এর তাপমাত্রা বাড়তে থাকে। কিন্তু গলনাঙ্কে পৌঁছানোর পর তাপ প্রয়োগ সত্ত্বেও তাপমাত্রা বৃদ্ধি পাবে না। সম্পূর্ণ পদার্থ গলে তরল হয়ে যাওয়ার পর আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ গলন প্রক্রিয়ার সময় তাপমাত্রার কোন বৃদ্ধি ঘটে না।
পদার্থ যখন তরল থেকে কঠিনে পরিণত হয় তখন গলনাঙ্কের তাপমাত্রাকে হিমাঙ্ক বলা হয়। প্রায় সব পদার্থের জন্য গলনাঙ্ক এবং হিমাঙ্ক সমান। ১ বায়ুমন্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক ০ ডিগ্রি সেলসিয়াসের খুব কাছে (৩২ ডিগ্রি ফারেনহাইট, ২৭৩.১৬ কেলভিন)। তবে টাংস্টেনের গলনাঙ্ক সবথেকে বেশি, ৬১৭০ ডিগ্রি সেলসিয়াস (৩৬৮৩ কেলভিন), এজন্য লাইট বাল্বে টাংস্টেন ব্যবহার করা হয়।
বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তালিকা
পদার্থ | গলনাঙ্ক | স্ফুটনাঙ্ক |
---|---|---|
হীরে | ৩৫৫০℃ | ৪৮২৭℃ |
সোনা | ১০৬৫℃ | ২৭১০℃ |
রুপো | ৯৬১℃ | ২১৬২℃ |
তামা | ১০৮৫℃ | ২৫৬২℃ |
লোহা | ১৫৪০℃ | ২৮৯০℃ |
দস্তা | ৪২০℃ | ৯০৭℃ |
পারদ | -৩৯℃ | ৩৫৭℃ |
টিন | ২৩২℃ | ২৬৯০℃ |
অ্যালুমিনিয়াম | ৬৬০℃ | ২৫১৯℃ |
টাংস্টেন | ৩৪২২℃ | ৫৫৫৫℃ |
প্ল্যাটিনাম | ১৭৭০℃ | ৩৮০০℃ |
সিলিকন | ১৪১০℃ | ৩২৬৫℃ |
ক্যাডমিয়াম | ৩২১℃ | ৭৬৭℃ |
ক্যালসিয়াম | ৮৪২℃ | ১৪৮৪℃ |
গ্রাফাইট | ৩৬৭৫℃ | ৪০২৭℃ |
হাইড্রোজেন | -২৫৯℃ | -২৫৩℃ |
অক্সিজেন | -২১৮℃ | -১৮৩℃ |
নাইট্রোজেন | -২১০℃ | -১৯৬℃ |
হিলিয়াম | -২৭০℃ | -২৬৯℃ |
আয়োডিন | ১১৪℃ | ১৮৪℃ |
ম্যাগনেশিয়াম | ৬৫০℃ | ১১২০℃ |
ম্যাঙ্গানিজ | ১২৪৬℃ | ২০৪০℃ |
নিকেল | ১৪৫৩℃ | ২৯১৩℃ |
ফসফরাস | ৪৪℃ | ২৮১℃ |
পটাশিয়াম | ৬৩℃ | ৭৬৬℃ |
সোডিয়াম | ৯৮℃ | ৮৯০℃ |
সালফার | ১১৯℃ | ৪৪৫℃ |
লিথিয়াম | ১৮১℃ | ১৩৩০℃ |
ক্লোরিন | -১০১℃ | -৩৪℃ |
কোবাল্ট | ১৪৯৫℃ | ২৮৮০℃ |
ব্রোমিন | -৭℃ | ৫৮℃ |