বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তালিকা

Rate this post

বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তালিকা: গলনাঙ্ক (Melting point) বা হিমাঙ্ক (Freezing point) বলতে কোন নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ গলে তরল পদার্থে রূপান্তরিত হবার প্রক্রিয়াকে বুঝায়। কোন বিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক আদর্শ তাপমাত্রা এবং চাপে একটি নির্দিষ্ট তাপমাত্রা হয়ে থাকে। পদার্থকে তাপ প্রয়োগ করলে এর তাপমাত্রা বাড়তে থাকে। কিন্তু গলনাঙ্কে পৌঁছানোর পর তাপ প্রয়োগ সত্ত্বেও তাপমাত্রা বৃদ্ধি পাবে না। সম্পূর্ণ পদার্থ গলে তরল হয়ে যাওয়ার পর আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ গলন প্রক্রিয়ার সময় তাপমাত্রার কোন বৃদ্ধি ঘটে না।

পদার্থ যখন তরল থেকে কঠিনে পরিণত হয় তখন গলনাঙ্কের তাপমাত্রাকে হিমাঙ্ক বলা হয়। প্রায় সব পদার্থের জন্য গলনাঙ্ক এবং হিমাঙ্ক সমান। ১ বায়ুমন্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক ০ ডিগ্রি সেলসিয়াসের খুব কাছে (৩২ ডিগ্রি ফারেনহাইট, ২৭৩.১৬ কেলভিন)। তবে টাংস্টেনের গলনাঙ্ক সবথেকে বেশি, ৬১৭০ ডিগ্রি সেলসিয়াস (৩৬৮৩ কেলভিন), এজন্য লাইট বাল্বে টাংস্টেন ব্যবহার করা হয়।

বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তালিকা

পদার্থগলনাঙ্কস্ফুটনাঙ্ক
হীরে৩৫৫০℃৪৮২৭℃
সোনা১০৬৫℃২৭১০℃
রুপো৯৬১℃২১৬২℃
তামা১০৮৫℃২৫৬২℃
লোহা১৫৪০℃২৮৯০℃
দস্তা৪২০℃৯০৭℃
পারদ-৩৯℃৩৫৭℃
টিন২৩২℃২৬৯০℃
অ্যালুমিনিয়াম৬৬০℃২৫১৯℃
টাংস্টেন৩৪২২℃৫৫৫৫℃
প্ল্যাটিনাম১৭৭০℃৩৮০০℃
সিলিকন১৪১০℃৩২৬৫℃
ক্যাডমিয়াম৩২১℃৭৬৭℃
ক্যালসিয়াম৮৪২℃১৪৮৪℃
গ্রাফাইট৩৬৭৫℃৪০২৭℃
হাইড্রোজেন-২৫৯℃-২৫৩℃
অক্সিজেন-২১৮℃-১৮৩℃
নাইট্রোজেন-২১০℃-১৯৬℃
হিলিয়াম-২৭০℃-২৬৯℃
আয়োডিন১১৪℃১৮৪℃
ম্যাগনেশিয়াম৬৫০℃১১২০℃
ম্যাঙ্গানিজ১২৪৬℃২০৪০℃
নিকেল১৪৫৩℃২৯১৩℃
ফসফরাস৪৪℃২৮১℃
পটাশিয়াম৬৩℃৭৬৬℃
সোডিয়াম৯৮℃৮৯০℃
সালফার১১৯℃৪৪৫℃
লিথিয়াম১৮১℃১৩৩০℃
ক্লোরিন-১০১℃-৩৪℃
কোবাল্ট১৪৯৫℃২৮৮০℃
ব্রোমিন-৭℃৫৮℃

Leave a Comment