সেনাবাহিনীর সামরিক অভিযান PDF – Military Operations of India

Rate this post

সেনাবাহিনীর সামরিক অভিযান PDF: আজ ভারতের বিভিন্ন সেনা অপারেশন তালিকা PDF টি শেয়ার করছি, যেটিতে ভারতের সামরিক অভিযান গুলির সাল ও বিবরণ রয়েছে বাংলায়। কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকের অংশ হিসাবে এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষাতে। যেমন:- অপারেশন দেবী শক্তি কবে লঞ্চ করা হয়েছে? অপারেশন গঙ্গা কী জন্য লঞ্চ করা হয়েছে? ইত্যাদি।

সেনাবাহিনীর সামরিক অভিযান PDF – Military Operations of India

০১) অপারেশন রাইনো : আসামে উলফার বিরুদ্ধে সেনা অভিযান

০২) অপারেশন বিজয় : কর্গিলে ভারতীয় সেনাবাহিনীর পাকিস্তানি সেনাবাহিনীকে বিতাড়িত করার অভিযান

০৩) অপারেশন সানসাইন : কলকাতা থেকে হকারদের ফুটপাত মুক্ত করার ঘটনা

০৪) অপারেশন ফ্লাড : দুগ্ধশিল্প উন্নয়নে ভারত সরকারের উদ্যোগ

০৫) অপারেশন মনসুন : ভারতবর্ষের অরণ্য সংরক্ষণের জন্য সেনাবাহিনীর অভিযান

০৬) অপারেশন মৈত্রী : ২০১৫ সালের নেপাল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার ও পুনর্বাসনের জন্য ভারত সরকার এবং ভারতীয় সেনাবাহিনীর অভিযান

০৭) অপারেশন শক্তি :  ১৯৯৮ সালের পোখরান বিস্ফোরণ

০৮) অপারেশন ব্লু স্টার : ১৯৮৪ সালের জুন মাসে স্বর্ণমন্দিরে জঙ্গিমুক্ত করতে ভারতীয় সেনাবাহিনীর অভিযান

০৯) অপারেশন রাহাত :  ২০১৩ সালের উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ সংলগ্ন উত্তর ভারতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধারের জন্য ভারতীয় বিমান বাহিনীর অভিযান

১০) অপারেশন রেড ডাউন : ২০০৩ সালে সাদ্দাম হোসেনকে খুঁজে বের করার জন্য আমেরিকান সেনাবাহিনীর অভিযান

১১) অপারেশন কোকুন : জঙ্গলদস্যু বীরাপ্পন এবং সহযোগিদের ধরার জন্য ২০০৪ সালে তামিলনাড়ু পুলিশের বিশেষ দলের অভিযান

Leave a Comment