বিভিন্ন দেশের কোড নাম্বার PDF – সব দেশের মোবাইল কোড নাম্বার

Rate this post

বিভিন্ন দেশের কোড নাম্বার PDF – সব দেশের মোবাইল কোড নাম্বার : পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে প্রত্যেকটি দেশের একটি আন্তর্জাতিক কোড রয়েছে. আর এই সকল দেশের কান্ট্রি কোড আন্তর্জাতিক ডায়ালিং কোড গুলো আমরা এখানে ধারাবাহিকভাবে তুলে ধরব যেগুলি জানা সকলের খুবই প্রয়োজন. তবে আন্তর্জাতিক কোডগুলো ব্যবসায়িক রাজনীতি বা ঐতিহাসিক কারণেই কান্ট্রি কোড এর প্রয়োজন হয় এবং আন্তর্জাতিক কোডের মাধ্যমে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করার সহজ হয়.

জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ বিশেষ সংস্থা আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আই টি ইউ) কর্তৃক সরবরাহকৃত কান্ট্রি কোড নম্বর গুলো 2,3 ও 4 ডিজিটাল হয়ে যাবে এবং সেগুলো জাতীয় নাম্বার এর পূর্বে বসাতে হয়. ধরুন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি বাংলাদেশের কান্ট্রি কোড অথবা টেলিফোন কোড +৮৮. তবে এই কোডটি গুরুত্ব ও প্রয়োজনীয়তা হচ্ছে এই কোডের মাধ্যমে সহজেই বাংলাদেশের জাতীয় তথ্য নির্ধারণ করা যায়.

তবে এই আন্তর্জাতিক কোডগুলোর আরো অনেক ব্যবহার হয়েছে. যেমন: পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা অর্থ উত্তোলন করতে কান্ট্রি কোড এর প্রয়োজন হয়ে থাকে. তাছাড়া আরও প্রয়োজন হচ্ছে বিদেশ থেকে পণ্য গ্রহণ এবং বিদেশ থেকে পণ্য প্রেরণ করতে গিয়ে কান্ট্রি কোড প্রযোজন হয়. যদি আপনার এই কান্ট্রি কোড গুলো চিনতে পারেন বা সংগ্রহ করতে পারেন তাহলে যে কোন দেশ থেকে আসা কল বুঝতে পারবেন দেশটির পরিচয়.

বিভিন্ন দেশের কোড নাম্বার PDF – সব দেশের মোবাইল কোড নাম্বার

দেশকোড নাম্বার
অস্ট্রেলিয়া+61
অস্ট্রিয়া+43
ভারত+91
আল্বেনিয়া+355
ইন্দোনেশিয়া+62
জর্ডন+962
ইরাক+964
ইরান+98
আফগানিস্তান+93
কানাডা+1
কাতার+974
চীন+86
ব্রাজিল+55
যুক্তরাজ্য+44
হংকং+852
ইজরায়েল+972
নিউজিল্যান্ড+64
নেদারল্যান্ডস+31
ওমান+968
বাংলাদেশ+880
কুয়েত+965
নামিবিয়া+264
নরওয়ে+47
মালয়েশিয়া+60
তাজিকিস্থান+7
তাঞ্জানিয়া+255
মোজাম্বিক+258
উগান্ডা+256
তুরস্ক+90
উজবেকিস্থান+998
ইউক্রেন্+380
উরুগুয়ে+598
ফিজি+679
ফিলিপাইন+63
ফ্রান্স+33
চিলি+56
সুইজারল্যান্ড+41
সুইডেন+46
শ্রীলঙ্কা+94

Leave a Comment