Monthly Current Affairs in Bengali January 2023 – জানুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স

Rate this post

Monthly Current Affairs in Bengali January 2023: It is very important for all WBPSC exams like WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, Food SI, etc, and also for other exams like Rail, Bank, Staff Selection Commission, IB, and LIC exams. gksolve.in provides Monthly Current Affairs in Bengali 2023 (বাংলায় মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023) for all competitive exams.

January 2023 Monthly Current Affairs Bengali: Monthly Current affairs play an important role in getting good results in various Latest West Bengal Government Jobs exams. Current Affairs carries most of the numbers in the GA section. Therefore, Monthly Current Affairs in Bengali 2023 (Daily, Weekly, Monthly Current Affairs PDF in Bengali) Will help a lot in your preparation.

Table of Contents

জানুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

আরও পড়ুন:

Current Affairs 1st January 2023 – 1st জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. সৌদি আরাবিয়ান ক্লাব Al Nassr এ যোগদান করলো পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

2. World Blitz চেস চ্যাম্পিয়নশিপে কোনেরু হাম্পি সিলভার মেডেল জিতলেন।

3. দিল্লীতে অবস্থিত ন্যাশনাল রিসার্চ ডেভেলপমেন্ট কর্পোরেশনে (NRDC) ইকনিউবেশন সেন্টারের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

4. 2023 সালের 1 লা জানুয়ারি থেকে নতুন ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি স্কিম চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

5. হকি হরিয়ানা ওমেন অনুর্দ্ধ-18 টিম খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2022 জিতলো।

6. দেশের নতুন বিদেশ মন্ত্রী হিসেবে Qin Gang কে নিযুক্ত করলো চীন।

7. ভ্যাটিকান সিটির প্রাক্তন পোপ Benedict XVI 95 বছর বয়সে প্রয়াত হলেন।

8. বিউটিফিকেশন ভিত্তিক শহরগুলির সূচী তৈরির জন্য City Finance Rankings এবং City Beauty Competition নামক দুটি ইনিশিয়েটিভ লঞ্চ করলো MoHUA মন্ত্রী হারদ্বীপ সিং পুরী।

9. দেশজুড়ে স্টেশনগুলোর আধুনিকরণের জন্য মিনিস্ট্রি অফ রেলওয়ে সম্প্রতি ‘অমৃত ভারত স্টেশন স্কিম’ লঞ্চ করলো।

10. ম্যাগনাস কার্লসেন এবং Tan Zhongyi 2022 বিশ্ব র‍্যাপিড চ্যাম্পিয়নশিপ খেতাব জিতলো।

Current Affairs In Bengali 2nd January 2023 – 2nd জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. World Introvert Day পালন করা হয় ২রা জানুয়ারি।

2. Indian Overseas Bank-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন অজয় কুমার শ্রীবাস্তব।

3. MOIL Limited-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন অজিত কুমার সাক্সেনা।

4. মহারাষ্ট্র সরকারের উপদেষ্টা কাউন্সিলের হেড পদে নিযুক্ত হলেন এন. চন্দ্রশেখরন।

5. ২০২২ সালে ডিসেম্বর মাসে মোট GST সংগ্রহের পরিমাণ ১.৪৯ লক্ষ কোটি টাকা।

6. উত্তরপ্রদেশ ও ছত্তিশগড়ে TB Elimination Project শুরু করলো ইন্ডিয়ান অয়েল।

7. প্রথম International Beach Festival হোস্ট করছে কেরালা।

৪. অন্ধ্রপ্রদেশে ৬,৫০০ কোটি টাকার বিনিয়োগের সাথে 5G পরিষেবা লঞ্চ করলো jio কোম্পানি।

9. বায়োলজিতে Europe’s Top Talents সম্মান পেলেন ভারতীয় ড. মহিমা স্বামী।

10. ভারতের ৭৮তম দাবা গ্রান্ড মাস্টার হলেন কলকাতার কৌস্তব চ্যাটার্জি।

Daily Current Affairs 3rd January 2023 – 3rd জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন (NCISM) এবং সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস (CCRAS) ‘SMART’ (Scope for Mainstreaming Ayurveda Research in Teaching Professionals) প্রোগ্রাম লঞ্চ করলো।

2. কর্ণাটকে সেন্ট্রাল ডিটেক্টিভ ট্রেনিং ইনস্টিটিউট এর শিলান্যাস করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

3. ক্রোয়েশিয়া সম্প্রতি ইউরো কে গ্রহণ করলো এবং ইউরোপের Borderless জোনে প্রবেশ করলো।

4. শ্রীনগরে ছাত্র-ছাত্রীদের সাথে Jashn-e-Chillai-Kalan উৎসব উদযাপন করলো CRPF.

5. Jason Moo কে ব্যাংক অফ সিঙ্গাপুরের চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত করা হলো।

6. লাদাখের সংস্কৃতি, ভাষা এবং কর্মসংস্থান রক্ষা করতে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই এর নেতৃত্বে 17 জন সদস্যের কমিটি গঠন করলো কেন্দ্রীয় সরকার।

7. 27 জন ব্যক্তিত্ব কে 2023 প্রবাসী ভারতীয় সম্মানে সম্মানিত করতে চলেছে ভারত সরকার।

8. ডিফেন্স টেকনোলজি তৈরির জন্য আইআইটি মাদ্রাস সেন্টার অফ এক্সেলেন্স এবং DRDO জোটবদ্ধ হলো।

9. মণিপুরে সম্প্রতি Imoinu Eratpa উৎসব পালিত হলো।

10. অরুণাচল প্রদেশে 100 মিটার Siyom ব্রিজের উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

Gksolve Current Affairs 4th January 2023 – 4th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. হিমাচল প্রদেশ সরকার সম্প্রতি Chief Minister Sukhashray Sahayata Kosh লঞ্চ করলো।

2. শাড়ি উৎসবের দ্বিতীয় ফেজ ‘VIRAASAT’ নতুন দিল্লীতে শুরু হলো।

3. Larsen & Toubro এর কাছ থেকে আরো 100 টি K9-Vajras কিনতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক।

4. ক্যাপ্টেন শিবা চৌহান প্রথম মহিলা অফিসার হিসেবে বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহ তে পোস্টিং পেলো।

5. রেভিনিউ পুলিশ সিস্টেমের অবলুপ্তি ঘটাতে চলেছে উত্তরাখন্ড সরকার।

6. ত্রিপুরাতে সম্প্রতি ‘Mission-929’ লঞ্চ করলো নির্বাচন কমিশন।

7. কলকাতা তে ড. শ্যামা প্রসাদ মুখার্জী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার এন্ড স্যানিটেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

8. কেরলে ইন্ডিয়ান লাইব্রেরী কংগ্রেসের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারায়ী বিজয়ান।

9. বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন 89 বছর বয়সে প্রয়াত হলেন।

10. প্রাক্তন আইএএস কাকি মাধব রাও নতুন একটি বই লিখলেন যার শিরোনাম ‘Breaking Barriers’.

Current Affairs 2023 In Bengali 5th January – 5th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয় প্রতি বছর ৪ঠা জানুয়ারি।

2. কর্ণাটকে Central Detective Training Institute-এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন অমিত শাহ।

3. চীনের নতুন এবং কনিষ্ঠতম বিদেশ মন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন Qin Gang.

4. Indian Library Congress-এর উদ্বোধন করলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ী বিজয়ন।

5. 2022 সালের ডিসেম্বর ৭.৮২ বিলিয়ন বিলিয়ন ট্রানজেকশন প্রসেস করে রেকর্ড গড়লো UPI.

6. ক্রিকেটে সিলেকশন ক্রাইটেরিয়া হিসাবে Yo Yo Test এবং Dexa আনছে BCCI.

7. ২০২৩ সালের প্রথম ৬ মাস Council of European Union-এ সভাপতিত্ব করবে সুইডেন।

৪. নাগপুরে 108th Indian Science Congress-এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী।

9. BharatPe কোম্পানির CEO পদ থেকে পদত্যাগ করলেন সুহেল সমীর।

10. ২০২২ সালে ভারতের কফি রপ্তানি ৪ লক্ষ টন বৃদ্ধি পেয়েছে।

Today Current Affairs In Bengali 6th January 2023 – 6th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. জয়পুরে “সংবিধান উদ্যান”-এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

2. Revenue Police System বাতিল করার সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড।

3. Chief Minister Sukhashray Sahayata Kosh লঞ্চ করলো হিমাচল প্রদেশ।

4. প্রথম মহিলা অফিসার হিসেবে সিয়াচেনে পোস্টিং পেলেন শিবা চৌহান।

5. অরুণাচলপ্রদেশে Siyom Bridge-এর উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

6. “VIRAASAT” নামে শাড়ি উৎসবের দফা শুরু হলো নিউ দিল্লিতে।

7. সম্প্রতি ৭১ বছর বয়সে মারা গেলেন ভারতীয় প্রাক্তন ফুটবলার শ্যামল ঘোষ।

৪. বিশ্বে দ্বিতীয় দেশ হিসাবে হাইড্রোজেন ট্রেন চালু করলো চীন; প্ৰথম লঞ্চ করেছিল জার্মানি।

9. আসামের সর্বোচ্চ সম্মান “আসাম বৈভব” দ্বারা সম্মানিত হচ্ছেন ড. তপন সাইকিয়া।

10. কলকাতায় National Institute of Water and Sanitation উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী।

Gksolve Daily Current Affairs 7th January 2023 – 7th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. বিশ্ব যুদ্ধ অনাথ শিশু দিবস পালন করা হয় ৬ই জানুয়ারি, এবছরের থিম হলো- “Standing Up for War – Affected Children”.

2. Asian Pacific Postal Union-এ নেতৃত্ব দেবে ভারত।

3. “দিদির সুরক্ষা কবচ” নামে ক্যাম্পেইন লঞ্চ করলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

4. Chief Minister’s Residential Land Rights Scheme লঞ্চ করলো মধ্যপ্রদেশ।

5. Bank of Singapore-এর CEO পদে নিযুক্ত হলেন Jason Moo।

6. JAGA Mission-এর জন্য World Habitat Award 2023 জিতলো উড়িষ্যা।

7. গোয়ার মোপা এয়ার পোর্টের নাম রাখা হবে গোয়ার প্রাক্তন ও প্রয়াত মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের নামে।

8. ১৭তম প্রবাসী ভারতীয় সম্মান পাচ্ছেন গায়ানার রাষ্ট্রপতি মোহামেদ ইরফান।

9. ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বই মেলার থিম কান্ট্রি হলো স্পেন।

10. Best Police Units’ অ্যাওয়ার্ড জিতলো মহারাষ্ট্রের জালনা এবং নাগপুর পুলিশ।

Gksolve Current Affairs 8th January 2023 – 8th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. তিরুবন্তপুরমে Palm leaf Manuscript Museum এর উদ্বোধন করলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ী বিজয়ন।

2. Jahaan Bandhan, Wahaan Trust’ ক্যাম্পেইন লঞ্চ করলো Bandhan Bank.

3. রঞ্জি ট্রফির ইতিহাসে প্রথমবার প্রথম ওভারে হ্যাট ট্রিক করলেন সৌরাষ্ট্রের পেসার জয়দেব উনাদকাট।

4. রাউরকেল্লাতে বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ধন করলেন উড়িষ্যার।

5. প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়ান ক্রিকেটার Belinda Clark – এর ব্রোঞ্জের স্ট্যাচু তৈরি করা হলো সিডনি ক্রিকেট গ্রাউন্ডের বাইরে।

6. ভারতের ৭৯তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন প্রণেশ এম।

7. হিন্দিতে “মানব শরীর রচনা বিজ্ঞান” শিরোনামে মেডিকেল বই লিখলেন ড. এ.কে. দ্বিবেদী।

৪. ভারতের প্রথম পশুদের জন্য IVF Mobile Unit লঞ্চ করা হলো গুজরাটের আমরেলিতে।

9. প্রথম G-20 Meeting অনুষ্ঠিত হবে পুদুচেরিতে।

10. গাড়ি বিক্রিতে বিশ্বে তৃতীয় বৃহত্তম অটো মার্কেট হলো ভারত, প্রথম স্থানে রয়েছে চীন।

Gksolve Current Affairs In Bengali 9th January 2023 – 9th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. প্রতি বছর ৮ই জানুয়ারি Earth Rotation Day পালন করা হয়।

2. মহিলাদের চাকরি প্রদানে শীর্ষ শহর হল চেন্নাই।

3. স্বাধীনতা সংগ্রামের উপর ‘Revolutionaries’ শিরোনামে বই লিখলেন সঞ্জীব সান্যাল।

4. All India Gem and Jewellery Domestic Council (GJC)-এর চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন সাইয়াম মেহরা।

5. প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির জন্য প্রথম Purple Festival আয়োজন করলো গোয়া।

6. IMD-এর রিপোর্ট অনুযায়ী, ২০২২ ভারতের পঞ্চম উষ্ণতম বছর ছিল।

7. Paytm Payments Bank এর MD এবং CEO পদে নিযুক্ত হলেন সুরিন্দর চাওল।

8. সম্প্রতি সানিয়া মির্জা টেনিস খেলা থেকে অবসর নিলেন।

9. “মুখ্যমন্ত্রীর ডায়রী ১” শিরোনামে বই লিখলেন অসমের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা।

10. Voice of Global South Summit হোস্ট করবে ভারত।

Gk Current Affairs 10th January 2023 – 10th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় ৯ই জানুয়ারি।

2. রাজ্যে “কাস্ট সার্ভে” শুরু করলো বিহার সরকার।

3. কেরালায় ২৯টি Mobile Veterinary Unit উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রুপালা।

4. প্রথমবার Formula E World Championship Race হোস্ট করবে হায়দ্রাবাদ।

5. Global World Cup Partner হিসাবে JSW কোম্পানির সঙ্গে চুক্তি করলো International Hockey Federation।

6. Harvard Law School Center-এর দ্বারা “Award for Global Leadership”-এ সম্মানিত হচ্ছেন সুপ্রিম কোর্টের ৫০তম প্রধান বিচারপতি ডি.ওয়াই. চন্দ্ৰচুড়।

7. মহারাষ্ট্রের প্রথম e-Court হলো ওসমানাবাদ ডিস্ট্রিক্ট কোর্ট।

৪. সম্প্রতি ৮৮ বছর বয়সে মারা গেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী।

9. ১০০ দিনের ‘Global City’ ক্যাম্পেইন লঞ্চ করলো উত্তরপ্রদেশ।

10. Under-15 British Junior Open Squash Tournament টাইটেল জিতলো ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় আনাহাত সিং।

Latest Current Affairs 11th January 2023 – 11th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. 750 জন স্কুল বালিকার তৈরি Space Kidz India স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে ISRO.

2. হেনলি পাসপোর্ট ইনডেক্স 2023 অনুযায়ী ভারত 85 তম স্থান অধিকার করলো, শীর্ষে রয়েছে জাপান।

3. রিপোর্ট অনুযায়ী, 2022 এর সবথেকে দূষিত ভারতীয় শহরের তালিকায় শীর্ষে রয়েছে দিল্লী।

4. প্রতি বছর 11 ই জানুয়ারি National Human Trafficking Awareness দিবস পালিত হয়।

5. গোল্ডেন গ্লোব পুরস্কার 2022 এ ভারতের RRR সিনেমার ‘Naatu Naatu’ গানটি Best Original Song ক্যাটাগরিতে পুরস্কার জিতলো।

6. সেন্টার ফর ম্যাথমেটিক্স এন্ড কম্পিউটিং স্থাপনের জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISC) ব্যাঙ্গালুরু এবং Axis ব্যাংক চুক্তি স্বাক্ষর করলো।

7. Sukhoi ফাইটার জেট চালাতে চলেছে ভারতের প্রথম মহিলা পাইলট অভনী চতুর্বেদী।

8. কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘয়াল অ্যাস্ট্রো ট্যুরিজম এর উদ্বোধন করলেন।

9. দেশীয় পদ্ধতিতে তৈরি পৃথিবী – II মিসাইলের সফল পরীক্ষণ করলো ভারত, এটির রেঞ্জ 250 – 350 কিমি।

10. MPL এর পরিবর্তে ভারতীয় ক্রিকেট টিমের অফিসিয়াল স্পনসর হলো KKCL.

Speedy Current Affairs 12th January 2023 – 12th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. ফ্রান্স অধিনায়ক Hugo Lloris আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করলেন।

2. ভারতীয়-আমেরিকান স্পেস বিশেষজ্ঞ AC Charania কে চিফ টেকনোলজিস্ট পদে নিযুক্ত করলো NASA.

3. কেরলের ‘Year of Enterprises’ প্রজেক্ট কে Best Practice Model এর তকমা দেওয়া হলো।

4. DRDO এর ডিজাইন করা VSHORAD Missile Systems এর মান্যতা দিলো ডিফেন্স একুইজিশন কাউন্সিল (DAC).

6. 2023 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধি 6.9% নির্ধারণ করলো বিশ্ব ব্যাংক।

7. 4276 কোটি অর্থের অ্যান্টি-ট্যাংক, এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের মান্যতা দিলো প্রতিরক্ষা মন্ত্রক।

8. ভ্যাকসিনের কাজের জন্য Adar Poonawalla কে Patangrao Kadam আওয়ার্ড সম্মানে সম্মানিত করা হলো।

9. গ্রীসের প্রাক্তন এবং শেষ রাজা Constantine II 82 বছর বয়সে প্রয়াত হলেন।

10. মহিলাদের জন্য 30% সংরক্ষণ বিলের মান্যতা দিলো উত্তরাখন্ড রাজ্যপাল লিউটেন্যান্ট জেনারেল গুরমিত সিং।

Daily Current Affairs For UPSC 13th January 2023 – 13th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. সাইটস ফিউগিটিভ ম্যাটেরিয়ালস তৈরির জন্য নিউ ডাস্ট কন্ট্রোল টেকনোলজি আবিষ্কার করলো সেন্ট্রাল মাইন প্লানিং এন্ড ডিজাইন ইনস্টিটিউট লিমিটেড (CMPDIL).

2. আগরতলা তে স্কুল অফ লজিস্টিক্স, ওয়াটারওয়েজ এন্ড কমিউনিকেশন এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বনন্দ সোনোয়াল।

3. তেলেঙ্গানার প্রথম মহিলা সেক্রেটারি হিসেবে Santhi Kumari কে নিযুক্ত করা হলো।

4. প্রাক্তন ক্রিকেটার এম এস ধোনী এবং গারুদা অ্যারোস্পেস ‘Droni’ নামক সার্ভেল্যান্স ড্রোন লঞ্চ করলো।

5. $125 মিলিয়ন অর্থের বিনিময়ে Paytm 3.1% মালিকানা বিক্রি করলো Alibaba Group.

6. আইসিসি প্লেয়ার অফ দি মান্থ ফর ডিসেম্বর হলেন Harry Brook (পুরুষ দল) এবং Ashleigh Gardner (মহিলা দল)।

7. কেন্দ্রীয় মন্ত্রী মানসুখ মান্ডভিয়া নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম ‘Braving A Viral Storm: India’s Covid-19 Vaccine Story’, বইটি লিখেছেন আশীষ চান্দরকার এবং সুরাজ সুধীর।

8. বারাণসী তে সাংস্কৃতিক মন্ত্রক Sur Sarita-Symphony of Ganga’ এর আয়োজন করলো।

9. Ministry of Indigenous People এর প্রথম মন্ত্রী হিসেবে Sonia Guajajara নিযুক্ত করলো ব্রাজিল সরকার।

10. বারাণসী তে MV Ganga Vilas ক্রুজ লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Gksolve Daily Current Affairs 14th January 2023 – 14th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. স্টার্টআপ ফার্ম IG Drones ভারতের প্রথম 5G সক্ষম ড্রোন ‘Skyhawk’ তৈরি করলো।

2. রাজস্থানের আলোয়ারে EPFO এর রিজিওনাল অফিসের উদ্বোধন করলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভুপেন্দ্র যাদব।

3. ইউরোপিয়ান ইউনিয়নের প্রথম মেইনল্যান্ড অর্বিট্যাল লঞ্চ কমপ্লেক্স এর উদ্বোধন করলেন সুইডেনের রাজা Carl XVI Gustaf.

4. 23 তম National Sqay Championship এ 11 বছর বয়সী ফালাক মুমতাজ গোল্ড মেডেল জিতলো।

5. স্টার্টআপ মেন্টরশিপের জন্য MAARG পোর্টাল লঞ্চ করতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল।

6. অনলাইন গেমিং এর উপর ভারতের প্রথম সেন্টার অফ এক্সেলেন্স শিলং এ স্থাপিত হতে চলেছে।

7. প্রয়াত অভিনেতা ইরফান খানের জীবনের উপর নতুন একটি বই প্রকাশিত হলো যার শিরোনাম ‘Irfan Khan: A Life in Movies’.

8. ব্রিটিশ ভাষাতত্ত্ববিদ Ronald E Asher 96 বছর বয়সে প্রয়াত হলেন।

9. রাভি কুমার এস কে সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত করলো Cognizant.

10. ট্রাইবাল ড্যান্স ফেস্টিভ্যাল এবং মিলিটারি ট্যাটু নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে।

Gk Current Affairs 2023 15th January – 15th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. Cognizant কোম্পানির নতুন CEO পদে নিযুক্ত হলেন রবি কুমার এস.

2. “Braving A Viral Storm: India’s Covid – 19 Vaccine Story” শিরোনামে বই লিখলেন আশীষ চান্দরকার।

3. Shared School Bus System লঞ্চ করলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।

4. বারাণসী ও ডিব্রুগড়ের মধ্যে “গঙ্গা বিলাস” নামে বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ লঞ্চ করলেন নরেন্দ্র মোদী।

5. ১২ ঘণ্টায় ৪৫০০টি পেনাল্টি গোল করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললো কেরালা।

6. বিশ্ব ব্যাংকের প্রোজেকশন অনুয়ায়ী, ২০২৩ আর্থিক বছরে ভারতের অর্থনৈতিক বিকাশ ঘটবে ৬.৯%।

7. Pay Rup’ নামে এ তম পেমেন্ট অ্যাপ লঞ্চ করলো ভারত।

৪. সম্প্রতি অবসর ঘোষণাকারী Gareth Bale ফুটবল খেলার সঙ্গে যুক্ত।

9. ভারতের মহিলা পাইলট হিসাবে Sukhoi Fighter Jet উড়াবে অভনী চতুর্বেদি।

10. ডিজিটাল পেমেন্ট প্রোমোট করার জন্য ২৬০০ কোটি টাকার ইনসেনটিভ স্কিম লঞ্চ করলো কেন্দ্ৰ।

Speedy Current Affairs 2023 16th January – 16th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. National Startup Day পালন করা হয় ১৬ই জানুয়ারি।

2. ত্রিপুরার আগরতলায় School of Logistics, Waterways, and Communication উদ্বোধন করলেন সর্বানন্দ সনোয়াল।

3. শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল বুক ফেয়ার আয়োজন করলো দিল্লি।

4. অবসরের বয়স সীমা ৬২ থেকে বাড়িয়ে ৬৪ বছর করবে ফ্রান্স।

5. Miss Universe 2022 শিরোপা জিতলেন আমেরিকান মডেল R’Bonney Gabriel.

6. ভারতের প্রথম সংবিধান সাক্ষর হলো কেরালার কোল্লাম জেলা।

7. “বীরবল” শিরোনামে উপন্যাসের জন্য বাংলা বিভাগে সাহিত্য একাডেমি পুরস্কার ২০২২ পেলেন তপন বন্দ্যোপাধ্যায়।

8. ভারতের প্রথম 5G enabled Drone তৈরি করলো IG Drones কোম্পানি।

9. “Soul of Steel” নামে চ্যালেঞ্জ কম্পিটিশন লঞ্চ করা হবে উত্তরাখন্ডে।

10. মহিলাদের সুরক্ষার জন্য Vehicle Location Control Centre এবং মোবাইল অ্যাপ লঞ্চ করলেন মমতা ব্যানার্জি।

Gksolve Daily Current Affairs 17th January 2023 – 17th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. কিউবাকে Pentavalent vaccine দান করার ঘোষণা করলো ভারত।

2. সমুদ্রযান মিশনের আওতায় ৩ জন ব্যক্তিকে সমুদ্রের ৬০০০ মিটার নীচে পাঠাবে ভারত।

3. ভারতের চতুর্থ রাজ্য হিসাবে Old Pension Scheme পুনরায় চালু করলো হিমাচল প্রদেশ।

4. 2023 World Economic Forum Summit অনুষ্ঠিত হবে সুইজারল্যান্ডে।

5. ভারতের প্রথম রাজ্য হিসাবে Blindness Control Policy-র বাস্তবায়ন করছে রাজস্থান।

6. Organisation for Economic Co-operation and Development (OECD)-এর নতুন চিফ ইকোনমিস্ট পদে নিযুক্ত হলেন যুক্তরাজ্যের Clare Lombardelli.

7. সম্প্রতি ভেজাল বন্ধ করতে প্রথমবার বাসমতি চালের মান নির্ধারণ করলো Food Safety and Standards Authority of India (FSSAI).

8. জাল্লিকাট্টু নামক ষাঁড় দৌড় খেলা শুরু হলো তামিলনাড়ুে।

9. ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ রান স্কোরার হলেন বিরাট কোহলি।

10. ওষুধ সরবরাহের জন্য “আরোগ্য মৈত্রী” প্রোজেক্ট লঞ্চ করলেন নরেন্দ্র মোদী।

Latest Current Affairs 2023 18th January – 18th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. সম্প্রতি কর্ণাটকের হুবলি তে “26th National Youth Festival” -এর উদ্বোধন করা হয়েছে।

2. সম্প্রতি থিরু এস. নাদেশান “Pravasi Bharatiya Samman Award 2023” পুরষ্কারে সম্মানিত হলেন।

3. মেঘালয় রাজ্য সম্প্রতি ‘shared school bus system’ এবং কৃষি প্রতিক্রিয়া যানবাহন প্রকল্প চালু করেছে।

4. সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (World Economic Forum) ‘গ্লোবাল রিস্কস রিপোর্ট 2023’ প্রকাশ করেছে।

5. সম্প্রতি “বরুণ 2023” নামক নৌ মহড়া ভারত ও ফ্রান্স এর মধ্য়ে অনুষ্ঠিত হলো।

6. সম্প্রতি সুইজারল্যান্ড ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শুরু হয়েছে।

7. বিশ্বের সবচেয়ে বড় হকি স্টিক তৈরি করেছেন ওড়িশার সুদর্শন পট্টনায়েক।

8. সম্প্রতি প্রকাশিত ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স 2023’ -এর শীর্ষে আছে জাপান।

9. সম্প্রতি A C Charaniya নাসার প্রধান প্রযুক্তিবিদ হিসেবে নিযুক্ত হলেন।

10. 2023 সালে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতা জিতলেন আর’বনি গ্যাব্রিয়েল।

Current Affairs News 19th January 2023 – 19th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. সম্প্রতি FSSAI “খাদ্যের পরিপূরকগুলির উপর সমীক্ষা” প্রকাশ করেছে।

2. কেরালার এরনাকুলাম (Ernakulam) জেলাকে ভারতের প্রথম সংবিধান-সাক্ষর জেলা হিসাবে গণ্য করা হয়েছে।

3. সম্প্রতি ভারতের ওড়িশা রাজ্য ডট ফেস্ট ফেস্টিভ্যাল আয়োজন করেছে।

4. সম্প্রতি মেক্সিকো বিশ্বের সবচেয়ে কঠোর তামাক বিরোধী আইন কার্যকর করেছে।

5. সম্প্রতি ফ্রান্স দেশ সরকারি কর্মীদের অবসরের বয়স সীমাসীমা ৬২ থেকে বাড়িয়ে ৬৪ বছর করেছে।

6. সম্প্রতি Viacom18 কোম্পানি “Women’s IPL Media Rights” -এর দায়িত্ব পেয়েছে।

7. সম্প্রতি আর্মেনিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন নীলাক্ষী সাহা সিনহা।

8. সম্প্রতি প্রকাশিত “Irrfan Khan: A Life in Movies” শিরোনামে বই লিখলেন শুভ্র গুপ্ত।

9. সম্প্রতি ভারতের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) হিসেবে নিযুক্ত হয়েছেন পঙ্কজ কুমার সিং।

10. ভারতের প্রথম স্কুল অফ লজিস্টিকস, ওয়াটারওয়েজ এবং কমিউনিকেশন চালু হয়েছে আগরতলায়।

Important Current Affairs 20th January 2023 – 20th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. ব্র্যান্ড ফাইন্যান্স অনুযায়ী বিশ্বের শ্রেষ্ঠ আইটি ব্র্যান্ড তালিকায় TCS এবং Infosys দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করলো।

2. গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স 2022 অনুযায়ী ভারত চতুর্থ স্থান অধিকার করলো, শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র।

3. ভারতে UPI পেমেন্টের জন্য গুগল Soundpod by Google Pay নামক পাইলট প্রজেক্ট লঞ্চ করলো।

4. সংসদ খেল মহাকুম্ভ 2022-23 এর দ্বিতীয় ফেজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

5. প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ই-গভারন্যান্স মাধ্যমে শিফট করলো জম্মু-কাশ্মীর।

6. ভারতে Girls4Tech STEM এডুকেশনের দ্বিতীয় ফেজের ঘোষণা করল মাস্টারকার্ড।

7. দক্ষিণ আফ্রিকার লিজেন্ড ক্রিকেটার হাসিম আমলা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন।

8. হায়দ্রাবাদে হাইপারস্কেল ডেটা সেন্টার স্থাপন করার জন্য 2000 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ভারতী এয়ারটেল।

9. ভারতের প্রথম ন্যাশনাল অ্যাসেসমেন্ট রেগুলেটর ‘PARAKH’ লঞ্চ করলো NCERT.

10. অজন্তা-ইলোরা ফিল্ম উৎসবে রাজস্থানী ফিল্ম Naanera ‘Golden Kailasha’ আওয়ার্ড জিতলো।

Top 10 Current Affairs 21st January 2023 – 21st জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. ‘Education For Democracy’ এর উপর ভারতের কো-স্পন্সরড রেজুলিউশন গ্রহণ করলো ইউএন জেনারেল এসেম্বলি।

2. বেস্ট সাস্টেনেবল গ্রিনফিল্ড এয়ারপোর্ট আওয়ার্ড জিতলো গোয়া মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।

3. মেরিল্যান্ডের প্রথম ভারতীয়-আমেরিকান লিউটেন্যান্ট গভর্নর হলেন অরুনা মিলার।

4. Brand Guardianship ইনডেক্স অনুযায়ী মুকেশ আম্বানি ভারতে প্রথম এবং বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করলো।

5. US এর কালার সিটি কাউন্সিলের প্রথম LGBTQ মহিলা হলেন ভারতীয়-আমেরিকান এটর্নি Janani Ramachandran.

6. মুম্বাই তে 38,000 কোটি টাকার ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

7. ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন এবছরের জুন মাস থেকে ডিজেল সরবরাহ করতে চলেছে।

8. ভিয়েতনামের রাষ্ট্রপতি Nguyen Xuan Phuc তার পদ থেকে পদত্যাগ করলেন।

9. আন্তর্জাতিক পর্যটন মেলা ‘FITUR 2023’ সম্প্রতি মাদ্রিদে শুরু হলো।

10. মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার জন্য নেপালের Dr Sanduk Ruit বাহারিনের ISA আওয়ার্ড জিতলো।

Recent Current Affairs 22nd January 2023 – 22nd জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. উপজাতি সম্প্রদায় কে বেসিক ডকুমেন্ট প্রদানকারী দেশের প্রথম জেলা হলো কেরলের Wayanad.

2. Jacinda Ardern কে সরিয়ে নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন Chris Hipkins.

3. মালদ্বীপে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারের জন্য অতিরিক্ত $ 40 মিলিয়ন অর্থ সাহায্য প্রদান করলো ভারত।

4. Nick Walker কে Cairn Oil & Gas এর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত করা হলো।

5. কর্ণাটক এবং মহারাষ্ট্রে ডেভেলপমেন্ট প্রোগ্রাম লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

6. ভারত-ইজিপ্টের যৌথ ট্রেনিং অনুশীলনের প্রথম সংস্করণ ‘Exercise Cyclone – I’ রাজস্থানে শুরু হলো।

7. লক্ষণ রাওয়াত ন্যাশনাল স্পোর্টস ক্লাব অফ ইন্ডিয়া স্নুকার ওপেন ক্রাউন 2023 জিতলো।

8. ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে বৃহত্তম হিউম্যান রেড রিবন শৃঙ্খল তৈরি করলো ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন (NACO).

9. R. Kaushik এবং R. Sridhar নতুন একটি বই লিখলেন যার শিরোনাম ‘COACHING BEYOND: My Days with the Indian Cricket Team’.

10. সেন্টার ফর মেরিটাইম ইকোনমি এন্ড কানেকটিভিটি স্থাপনের জন্য ইন্ডিয়ান পোর্টস এসোসিয়েশন (IPA) এবং রিসার্চ এন্ড ইনফরমেশন সিস্টেম (RIS) চুক্তি স্বাক্ষর করলো।

Current Affairs For RRB NTPC 23rd January 2023 – 23rd জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. নেটফ্লিক্স সংস্থার সহকারী চিফ এক্সিকিউটিভ অফিসার (Co-CEO) Reed Hastings নিজের পদ থেকে পদত্যাগ করলেন।

2. শুটিং ওয়ার্ল্ড কাপ 2023 এর অ্যাডমিনিষ্ট্রেটর হিসেবে প্রাক্তন বিচারপতি এ কে সিকরি কে নিযুক্ত করা হলো।

3. আয়ুষ্মান ভারতের সাথে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কীম কে সংযুক্ত করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

4. Global 500 – 2023 রিপোর্ট অনুযায়ী ভারতের Jio বিশ্বে নবম স্থান অধিকার করলো।

5. পঞ্চম কালভেরি ক্লাস সাবমেরিন ‘Vagir’ ভারতীয় নৌবাহিনীতে সংযুক্ত হতে চলেছে।

6. ESAF স্মল ফাইন্যান্স ব্যাংক ইনক্লুসিভ ফাইন্যান্স ইন্ডিয়া আওয়ার্ড 2022 জিতলো।

7. CSR এর পার্ট হিসেবে রোড সেফটি কে প্রমোট করতে চলেছে SBI জেনারেল ইন্সুরেন্স।

8. ন্যাশনাল হেলথ অথরিটির ডিরেক্টর হিসেবে প্রবীণ শর্মা কে নিযুক্ত করা হলো।

9. আমেরিকান লোকসংগীত-রকগানের জনক David Crosby 81 বছর বয়সে প্রয়াত হলেন।

10. বিশ্বের প্রবীণতম জীবিত ব্যক্তির তকমা পেলেন 115 বছর বয়সী স্পেনের Branyas Morera.

Next Exam Current Affairs 24th January 2023 – 24th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. পাঞ্জাবের মুখ্যমন্ত্রী Bhagwant Mann ‘School of Eminence’ নামক প্রজেক্ট লঞ্চ করলেন।

2. প্রতি বছর 23 শে জানুয়ারি নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে পরাক্রম দিবস পালিত হয়।

3. Dr Ashwin Fernandes নতুন একটি বই লিখলেন যার শিরোনাম ‘India’s Knowledge Supremacy: The New Dawn’.

4. ওড়িশাতে ‘আন্তর্জাতিক ক্রাফট সামিট’ এর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

5. ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দক্ষিণ কোরিয়ার An Seyoung ওমেন’স সিঙ্গলস ফাইনাল জিতলেন।

6. লাদাখে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার (ULPIN) লঞ্চ করলেন লিউটেন্যান্ট গভর্নর আর কে মাথুর।

7. হকি ডেভেলপমেন্ট এবং পুরুষ বিশ্বকাপের জন্য আন্তর্জাতিক হকি ফেডারেশন এবং JSP ফাউন্ডেশন জোটবদ্ধ হলো।

8. অন্ধ্রপ্রদেশে ‘AMPHEX 2023’ নামক মেগা অনুশীলনের আয়োজন করলো ভারতীয় নৌবাহিনী।

9. ডিরেক্টরেট অফ জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA) এর পরবর্তী ডিরেক্টর জেনারেল হতে চলেছেন বিক্রম দেব দত্ত।

10. চেন্নাই তে প্রথম STEM ইনোভেশন এন্ড লার্নিং সেন্টারের উদ্বোধন করলো আমেরিকান ইন্ডিয়া ফাউন্ডেশন।

Career Power Current Affairs 25th January 2023 – 25th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. আইসিসি মেন’স এবং ওমেন’স টি-20 টিম অফ দি ইয়ারে ভারতের বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং স্মৃতি মন্দনা স্থান পেলেন।

2. প্রথমবার SARAS মেলা 2023 হোস্ট করতে চলেছে জম্মু-কাশ্মীর সরকার।

3. মিউনিসিপ্যাল বন্ডের উপর ইনফরমেশন ডেটাবেস লঞ্চ করলো SEBI.

4. ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম উৎসবে (DIFF) ভারতের অপরাজিত সিনেমাটি Best Script Writer ক্যাটাগরিতে পুরস্কার জিতলো।

5. খুব শীঘ্রই AI Chatbot লঞ্চ করতে চলেছে টেক জায়ান্ট সংস্থা গুগল।

6. ‘Use of Technology and Elections Integrity’ এর উপর দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স হোস্ট করলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া (ECI).

7. থাইল্যান্ডের শাটলার Kunlavut Vitidsarn ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2023 জিতলো।

8. Shamalbhai B Patel কে Amul এর চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো।

9. ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর হসপিটালস এন্ড হেলথকেয়ার প্রোভাইডারস এবং হেলথকেয়ার সেক্টর স্কিল কাউন্সিল চুক্তি স্বাক্ষর করলো।

10. Jeff Zients কে পরবর্তী US Chief of Staff হিসেবে নিযুক্ত করলো জো বাইডেন।

One Liner Current Affairs 26th January 2023 – 26th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম কে ডিজিটাইজ করতে U-WIN লঞ্চ করলো কেন্দ্রীয় সরকার।

2. প্রতি বছর 25 শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালিত হয়, এবছরের থিম – ‘Nothing Like Voting, I Vote for Sure’.

3. ভারতের RRR সিনেনার গান ‘Naatu Naatu’ এবং দুটি ডকুমেন্টারি ফিল্ম All That Breathes’ ও ‘The Elephant Whisperers’ 95 তম একাডেমি আওয়ার্ড 2023 এর জন্য নমিনেশন পেলো।

4. মহাকাশ যাত্রাকে আরো দ্রুত করতে নিউক্লিয়-শক্তি চালিত রকেট কে 2027 সালের মধ্যে টেস্ট করতে চলেছে NASA.

5. সোশ্যাল মিডিয়াতে most followed আন্তর্জাতিক স্পোর্টস ফেডারেশনের তকমা পেলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC).

6. ক্রেডিট কার্ড অফারিং প্লাটফর্ম SwipeUp লঞ্চ করলো AU স্মল ফাইন্যান্স ব্যাংক।

7. আধুনিক স্থাপত্যবিদ্যার পথপ্রদর্শক বালকৃষ্ণ দোশী 95 বছর বয়সে প্রয়াত হলেন।

8. কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হারদ্বীপ এস পুরী লো-কার্বন ক্রুজের শুভ সূচনা করলেন।

9. চন্ডীগড়ে উত্তর ভারতের বৃহত্তম ভাসমান সোলার প্রজেক্টের উদ্বোধন করলেন রাজ্যপাল বনওয়ারী লাল পুরোহিত।

10. উত্তর-পূর্বে Poorvi Akash নামক অনুশীলনের আয়োজন করতে চলেছে ভারতীয় বায়ুসেনা।

Daily Bengali Current Affairs 27th January 2023 – 27th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. প্রতি বছর 26 শে জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়, এবছরের থিম – ‘Nurturing the next generation: Promoting a culture of knowledge-sharing and professional pride in Customs’, এছাড়া গত 24 শে জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হলো, এবছরের থিম – ‘to invest in people, prioritize education’.

2. পদ্ম বিভূষন 2023 সম্মান পেলেন বালকৃষ্ণ দোশী (মরণোত্তর), জাকির হোসেন, এস এম কৃষ্ণ, দিলীপ মহালানবিশ, শ্রীনিবাস বর্ধন এবং মুলায়ম সিং যাদব (মরণোত্তর)।

3. ভারত-পাকিস্তান বর্ডার জুড়ে ‘Ops Alert’ নামক অনুশীলনের আয়োজন করলো বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF).

4. ড. প্রভা আত্রে কে পন্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ড -এ সম্মানিত করা হলো।

5. সিদ্ধার্থ শর্মা কে টাটা ট্রাস্টের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিযুক্ত করা হলো।

6. 10,000 মহিলা কে ‘Cyber Sanginis’ হিসেবে প্রশিক্ষণ দিতে চলেছে OPPO India এবং কমন সার্ভিস সেন্টার।

7. এয়ার স্টাফের প্রাক্তন ভাইস চিফ এয়ার মার্শাল হারজিত সিং 61 বছর বয়সে প্রয়াত হলেন।

8. আর বিষ্ণু প্রসাদ কে most distinguished scientist অফ দি ইয়ার আওয়ার্ড 2022 এ সম্মানিত করা হলো।

9. ক্যালিফোর্নিয়া থেকে 51 টি স্টারলিঙ্ক স্যাটেলাইট লঞ্চ করলো SpaceX.

10. অধ্যাপক ভারত ভাস্কর কে IIM আহমেদাবাদ এর নতুন ডিরেক্টর পদে নিযুক্ত করা হলো।

Aaj Ka Current Affairs 28th January 2023 – 28th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. ভারতীয় রেলওয়ে ম্যাক্সিমাইজ সিট ইউটিলাইজেশন ‘Ideal Train Profile’ লঞ্চ করলো।

2. বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন কে ‘গ্রীন রেলওয়ে স্টেশন সার্টিফিকেট’ এ সম্মানিত করা হলো।

3. 2023 সালের জন্য ভারতের ইকোনমিক গ্রোথ কমিয়ে 5.8% নির্ধারণ করলো সম্মিলিত জাতীপুঞ্জ।

4. ইন্টারগভারমেন্টাল ওয়ার্কিং গ্রুপের 12 তম সেশনের ভাইস-চেয়ার হিসেবে ভারতকে নির্বাচিত করা হলো।

5. ভারতের লৌহ মানব সাবির আলী 67 বছর বয়সে প্রয়াত হলেন।

6. JP Morgan Chase এর নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসেবে প্রবদেব সিং কে নিযুক্ত করা হলো।

7. দক্ষিণ আফ্রিকা থেকে একশোর অধিক চিতাবাঘ ভারতে আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।

8. বিশ্বের প্রথম Photonic ভিত্তিক কোয়ান্টাম কম্পিউটার কে কমার্শিয়ালাইজ করতে চলেছে কানাডা।

9. ভারতীয় সীমানার কাছে Mabja Zangbo নদীর উপর বাঁধ গড়ে তুলতে চলেছে চীন।

10. বর্ষীয়ান তেলেগু অভিনেত্রী J Jamuna 86 বছর বয়সে প্রয়াত হলেন।

Today Current Affairs In Bengali 29th January 2023 – 29th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. প্রতিবছর 28 শে জানুয়ারি ডেটা প্রটেকশন দিবস বা ডেটা প্রাইভেসি দিবস পালিত হয়, এবছরের থিম – ‘Think Privacy First’.

2. সেন্ট্রাল রেলওয়ের নতুন জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব নিলেন নরেশ লালওয়ানী।

3. বার্ষিক অরেঞ্জ ফেস্টিভ্যাল 2023 এর তৃতীয় সংস্করণ নাগাল্যান্ডে উদযাপিত হলো।

4. শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনতে নীতি আয়োগের অটল ইনোভেশন মিশন, CBSE এবং Intel India জোটবদ্ধ হলো।

5. ‘Nidhi Aapke Nikat’ নামক বৃহৎ আউটরিচ প্রোগ্রাম লঞ্চ করলো EPFO.

6. PepsiCo ফাউন্ডেশন এবং CARE সংস্থা ‘She Feeds the World’ নামক প্রোগ্রাম লঞ্চ করলো।

7. দিল্লির লাল দূর্গতে 6 দিন ব্যাপী মেগা ইভেন্ট ‘Bharat Parv’ এর আয়োজন করলো পর্যটন মন্ত্রক।

8. Koji Sato কে Toyota এর নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসেবে নিযুক্ত করা হলো।

9. ভারতের প্রসার ভারতী এবং ন্যাশনাল মিডিয়া অথরিটি অফ ইজিপ্ট এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলো।

10. আইসিসি আওয়ার্ড 2022 বিজেতা : স্যার গারফিল্ড সোবার্স ট্রফি – বাবর আজম, পুরুষ টেস্ট ক্রিকেটার অফ দি ইয়ার – বেন স্টোকস, পুরুষ ODI ক্রিকেটার অফ দি ইয়ার – বাবর আজম, পুরুষ টি-20 ক্রিকেটার অফ দি ইয়ার – সূর্যকুমার যাদব।

Current Affairs 2023 Bengali 30th January – 30th জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

ইউরোপীয়ান স্পেস মিশন JUICE 2023 সালের এপ্রিলে লঞ্চ হতে চলেছে।

2. ভারতের প্রথম ইন্ট্রানাসাল কোভিড ভ্যাকসিন iNNCOVACC লঞ্চ করা হলো।

3. এরো ইন্ডিয়া 2023 ব্যাঙ্গালুরু তে অনুষ্ঠিত হতে চলেছে।

4. আইসিসি আওয়ার্ড 2022 বিজেতা : Rachael Heyhoe Flint ট্রফি – Nat Sciver, ওমেন’স ODI ক্রিকেটার অফ দি ইয়ার – Nat Sciver, ওমেন’স টি-20 ক্রিকেটার অফ দি ইয়ার – Tahlia McGrath, ওমেন’স এমার্জিং ক্রিকেটার অফ দি ইয়ার – Renuka Singh, ওমেন’স এসোসিয়েট ক্রিকেটার অফ দি ইয়ার – Esha Oza, ডেভিড শেফার্ড ট্রফি – Richard Illingworth, স্পিরিট অফ ক্রিকেট আওয়ার্ড – Aasif Sheikh.

5. উত্তর-পূর্ব ভারতে ‘PRALAY’ নামক অনুশীলনের আয়োজন করতে চলেছে ভারতীয় বায়ু সেনা।

6. ইউএস এয়ার ফোর্স ব্রিগেডিয়ার জেনারেল পদের জন্য ভারতীয়-আমেরিকান Raja J. Chari কে মনোনীত করা হলো।

7. 2023 এর আগস্টে 15 তম BRICS সামিট হোস্ট করতে চলেছে দক্ষিণ আফ্রিকা।

8. তৃতীয় ইন্টারপোল ইয়ং গ্লোবাল পুলিশ লিডার্স প্রোগ্রাম নতুন দিল্লীতে অনুষ্ঠিত হলো।

9. কর্ণাটকের Dharwad এ ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটির শিলান্যাস করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

10. এশিয়ার দ্বিতীয় এবং দেশের প্রথম কেবিল সাসপেনশন ব্রিজ উত্তরাখণ্ডের ‘Bajrang Setu’ এর গঠন কাজ 2023 এর জুলাই এর মধ্যে সম্পন্ন হতে চলেছে।

Banking Current Affairs 31st January 2023 – 31st জানুয়ারী 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. ইংল্যান্ড কে হারিয়ে প্রথমবার অনুষ্ঠিত হওয়া U-19 মহিলা টি-20 বিশ্বকাপ জিতলো ভারত।

2. অস্ট্রেলিয়ান ওপেন 2022 এ পুরুষ একক বিভাগে খেতাব জিতলো নোভাক জোকোভিচ এবং মহিলা একক বিভাগে খেতাব জিতলো A. Sabalenka.

3. সূর্যকে নিয়ে গবেষণার জন্য ভারতের প্রথম মিশন Aditya – L1 এবছরের জুন-জুলাই মাসে লঞ্চ করতে চলেছে ISRO.

4. উত্তরাখণ্ডে ভারতের প্রথম গ্রীন সোলার প্যানেল ফ্যাক্টরি গড়ে তুলতে চলেছে Luminous.

5. বেলজিয়াম কে হারিয়ে FIH পুরুষ হকি বিশ্বকাপ 2013 জিতলো জার্মানি।

6. চেক প্রজাতন্ত্রের নতুন রাষ্ট্রপতি হলেন NATO মিলিটারি কমিটির প্রাক্তন চেয়ারম্যান Petr Pavel.

7. প্রতিবছর 30 শে জানুয়ারি Martyr’s Day বা শহীদ দিবস পালিত হয়।

8. তেলেঙ্গানায় মেয়েদের জন্য Project Aspiration লঞ্চ করলো Woxsen University.

9. মহিলা ক্রিকেটারদের সম্মান জানাতে Debbie H. Medal আনতে চলেছে নিউজিল্যান্ড।

10. নতুন দিল্লিতে ন্যাশনাল লজিস্টিক্স লজিস্টিক্স এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বনন্দ সোনোয়াল।

Leave a Comment