মুঘল সাম্রাজ্যের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর – Mughal Empire Question Answer In Bengali: মুঘল সাম্রাজ্য ছিল ভারত উপমহাদেশের একটি ঐতিহাসিক সাম্রাজ্য। উপমহাদেশের অধিকাংশ অঞ্চলজুড়ে মুঘল সাম্রাজ্যের বিস্তৃতি ছিল। মুঘল সাম্রাজ্য পারস্যের ভাষা শিল্প ও সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল। সমসাময়িকরা বাবরের প্রতিষ্ঠিত সাম্রাজ্যকে তিমুরি সাম্রাজ্য বলে উল্লেখ করেছেন যা মুঘলরা নিজেরাও ব্যবহার করত।
আইন ই আকবরিতে হিন্দুস্তান নামটি উল্লেখ রয়েছে। পাশ্চাত্যে মুঘল শব্দটি সম্রাট ও বৃহৎ অর্থে সাম্রাজ্য বোঝাতে ব্যবহৃত হত। আরবি এবং ফারসি থেকে মুঘল শব্দটি এসেছে। তবে বাবরের পূর্বপুরুষরা সাবেক মঙ্গোলদের চেয়ে ফারসি সংস্কৃতি দ্বারা বেশি প্রভাবিত ছিলেন। জ্বলপথে প্রথম যুদ্ধে ইবরাহিম লোদির বিরুদ্ধে বাবরের জয়ের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের সূচনা ঘটে। মুঘল সম্রাটরা ছিলেন মূলত মধ্য এশিয়ার তুর্কি মঙ্গোল বংশোদ্ভূত। এরা চাগতাই খান এবং তৈমুরের মাধ্যমে নিজেদের চেঙ্গিস খানের বংশধর বলে দাবি করতেন।
১৫৫৬ সালে মুঘল সাম্রাজ্যের ধ্রুপদি যুগ শুরু হয়। আকবর এবং তার ছেলে জাহাঙ্গীরের শাসনামলে ভারতে অর্থনৈতিক প্রগতি বহুদূর অগ্রসর হয় । আকবর অনেক হিন্দু রাজপুত রাজ্যের সাথে মিত্রতা করেন। কিছু রাজপুত রাজ্যের উত্তর পশ্চিম ভারতে মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখে কিন্তু আকবর তাদের বশীভূত করেন । মুঘল সম্রাটরা মুসলিম থাকলেও জীবনের শেষের দিকে শুধুমাত্র সম্রাট আকবর এবং তার পুত্র সম্রাট জাহাঙ্গীর নতুন ধর্ম দীন ই-ইলাহির অনুসরণ করতেন।
মুঘল সাম্রাজ্যের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর – Mughal Empire Question Answer In Bengali
১)ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ জহিরুদ্দিন মহম্মদ বাবর।
২)মোঙ্গল শব্দের অর্থ কি?
উঃ নির্ভীক।
৩)কোন যুদ্ধ জয়ের দ্বারা বাবর ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন?
উঃ প্রথম পানিপথের যুদ্ধ।
৪)প্রথম পানিপথের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
উঃ1526 খ্রীঃ, জহিরুদ্দিন মহম্মদ বাবর ও ইব্রাহিম লোদী।
৫) প্রথম পানিপথের যুদ্ধ কোথায় সংঘটিত হয়েছিল?
উঃ বর্তমান ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ গ্রামের নিকট।
৬)পানিপথের প্রথম যুদ্ধে বাবর কোন দুটি নতুন যুদ্ধ কৌশল ব্যবহার করেছিলেন?
উঃতুলঘামা পদ্ধতি ও রুমি কৌশল।
৭) বাবরের পিতার নাম কি ছিল?
উঃ ওমর শেখ মির্জা।
৮) বাবরের মাতার নাম কি ছিল?
উঃ কুতলুঘ নিগার খানম।
৯) বাবর শব্দের অর্থ কি?
উঃ সিংহ।
১০)বাবরের আত্মজীবনীর নাম কি?
উঃ তুজুক-ই-বাবরি বা বাবরনামা।
১১)বাবরের আত্মজীবনী ‘তুজুক-ই-বাবরি’ কোন ভাষায় লেখা?
উঃ তুর্কী।
১২)বাবর প্রথম জীবনে কোন স্থানের অধিপতি ছিলেন?
উঃ ফারগানার।
১৩)বাবর কত বছর বয়সে ফারগানার সিংহাসনে বসে ছিলেন?
উঃ 12 বছর বয়সে।
১৪) ফারগানার বর্তমান নাম কি?
উঃ উজবেকিস্থান।
১৫)কোন মোগল সম্রাট ‘কালান্দার’ নামে পরিচিত ছিলেন?
উঃবাবর।
১৬)পিতার দিক থেকে বাবর কোন মোঙ্গল নেতার উত্তরসূরি ছিলেন?
উঃ তৈমুর লং।
১৭)মাতার দিক থেকে বাবর কোন মোঙ্গল নেতার উত্তরসূরি ছিলেন?
উঃ চেঙ্গিস খাঁ।
১৮)বাবরকে কারা ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন?
উঃপাঞ্জাবের সুবাদার দৌলত খাঁ লোদী, ইব্রাহিম লোদী পিতৃব্য আলম খান লোদী ও মেবারের রানা সংগ্রাম সিংহ।
১৯)পানিপথের প্রথম যুদ্ধের আগে বাবর মোট কতবার ভারত আক্রমণ করেছিলেন?
উঃ4 বার।
২০)বাবর কবে সর্বপ্রথম ভারত আক্রমণ করেছিলেন?
উঃ1519 খ্রীঃ।
২১) বাবর কবে কাবুল দখল করেছিলেন?
উঃ 1504 খ্রীঃ।
২২)কুষাণ বংশের পর কোন সম্রাট কাবুল ও কান্দাহারকে প্রথম ভারতীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন?
উঃমোগল সম্রাট বাবর।
২৩) প্রথম পানিপথের যুদ্ধে কে জয়ী হয়েছিলেন?
উঃ জহিরুদ্দিন মহম্মদ বাবর।
২৪)কোন যুদ্ধের দ্বারা ভারতে সুলতানি সাম্রাজ্যের অবসান ঘটে?
উঃ প্রথম পানিপথের যুদ্ধ।
২৫) কোন যুদ্ধে ভারতে প্রথম কামান ব্যবহার হয়েছিল?
উঃ প্রথম পানিপথের যুদ্ধ।
২৬)প্রথম পানিপথের যুদ্ধে বাবরের গোলন্দাজ কে ছিলেন?
উঃউস্তাদ আলি ও মুস্তাফা।
২৭)খানুয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
উঃ1527 খ্রীঃ, মেবারের রানা সংগ্রাম সিংহ এবং মোগল সম্রাট বাবর।
২৮)খানুয়ার যুদ্ধে কে জয়ী হয়েছিলেন?
উঃমোগল সম্রাট বাবর।
২৯)কোন মোগল সম্রাট ‘গাজী’ উপাধি গ্রহণ করেছিলেন?
উঃজহিরুদ্দিন মহম্মদ বাবর।
৩০)কোন যুদ্ধে বাবর ‘গাজী’ উপাধি গ্রহণ করেছিলেন?
উঃ খানুয়ার যুদ্ধ।
৩১)চান্দেরির যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
উঃ1528 খ্রীঃ, জহিরুদ্দিন মহম্মদ বাবর ও মেদিনী রাও।
৩২)মেদিনী রাও কোন স্থানের শাসক ছিলেন?
উঃ মালব।
৩৩) ঘর্ঘরার যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
উঃ 1529 খ্রীঃ, মুঘল সম্রাট বাবর ও আফগান শাসক মাহমুদ লোদী ও বাংলার নবাব নসরৎ শাহের বাহিনীর মধ্যে।
৩৪)কোন সম্রাটের হাত ধরে ভারতে বারুদ ও কামানের ব্যবহার জনপ্রিয় হয়?
উঃ মুঘল সম্রাট বাবর।
৩৫) মোগল সম্রাট বাবরের কবে মৃত্যু হয়?
উঃ 1530 খ্রীঃ 26 শে ডিসেম্বর।
৩৬) মুঘল সম্রাট বাবরের সমাধি কোথায় অবস্থিত?
উঃ আফগানিস্তানের কাবুলে (আরাম বাগ)।
৩৭)কোন মুঘল সম্রাটকে দুবার সমাধিস্থ করা হয়েছিল?
উঃ বাবর (প্রথমে আগ্রা ও পরে কাবুল)।
৩৮)বাবরের সমাধিস্থলের নাম কি?
উঃ বাগ-ই-বাবর/গার্ডেন অফ বাবর।
৩৯) মোগল সম্রাট বাবরের রাজধানী কোথায় ছিল?
উঃ আগ্রা।
৪০)কোন মোগল সম্রাট শাহরুখি মুদ্রা প্রচলন করেছিলেন?
উঃ জহিরুদ্দিন মহম্মদ বাবর।
৪১)কোন মোগল সম্রাট ভারতে গোলাপ ফুলের প্রচলন করেছিলেন?
উঃ মোগল সম্রাট বাবর।
৪২) বাবরের কোথায় মৃত্যু হয়?
উঃ আগ্রা।
৪৩)কোন কোন মোগল সম্রাট আত্মজীবনী রচনা করেছিলেন?
উঃবাবর ও জাহাঙ্গীর।
৪৪)কোন কোন মোগল সম্রাটের সমাধিস্থল ভারতের বাইরে অনুষ্ঠিত?
উঃ বাবর (কাবুল) ও জাহাঙ্গীর (লাহোর)।
৪৫) বাবর কবে জন্মগ্রহণ করেছিলেন?
উঃ 1483 খ্রীঃ।
৪৬)“এশিয়ার দুই অভিশাপ চেঙ্গিস ও তৈমুরের রক্ত বাবর এর ধমনীতে মিশ্রিত হয়েছিল”-উক্তিটি কার?
উঃ স্ট্যানলি লেনপুল।
৪৭) চান্দেরি দুর্গ কোথায় অবস্থিত?
উঃ গোয়ালিয়র।
৪৮)‘খাত-ই-বাবরি’ নামক তুর্কী হরফ কে প্রচলন করেন?
উঃ জহিরুদ্দিন মহম্মদ বাবর।
৪৯)কে বাবরের আত্মজীবনী ‘তুজুক-ই-বাবরি’ বা ‘বাবরনামা’ গ্রন্থটিকে রুশোর ‘কনফেসনস্’ এবং গিবন ও নিউটনের স্মৃতিকথার সঙ্গে তুলনা করেছেন?
উঃ ঐতিহাসিক বেভারিজ।
৫০)বাবরের আত্মজীবনী ‘তুজুক-ই-বাবরি’ গ্রন্থটি কে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন?
উঃ আব্দুল রহিম খান-ই-খানা।
৫১)কোন মুঘল সম্রাট মসনবি রচনা করেছিলেন?
উঃ জহিরুদ্দিন মহম্মদ বাবর।
৫২)ভারতে বাগিচা তৈরির পার্সিয়ান পদ্ধতি ‘চাহার বাগ’ কে প্রচলন করেছিলেন?
উঃজহিরুদ্দিন মহম্মদ বাবর।
৫৩)মুঘল সম্রাট বাবর কোন সুফি সন্তের অনুরাগী ছিলেন?
উঃ নক্সবন্দিয়া সুফি খাজা উবাইদুল্লাহ আহার।
৫৪)মুঘল সম্রাট বাবর কোন কোন স্থানে মসজিদ নির্মাণ করেছিলেন?
উঃ পানিপথ ও সম্ভাট (রোহিলাখন্ড)।
৫৫)বাবরি মসজিদ কে নির্মাণ করেছিলেন?
উঃ বাবরের নির্দেশে মীর বাকি।
৫৬) মোগল সম্রাট বাবরের আত্মজীবনীর নাম কি?
উঃ‘তুজুক-ই-বাবরি’ বা ‘বাবরনামা’ ।
৫৭)বাবরের আত্মজীবনী ‘তুজুক-ই-বাবরি’ কোন ভাষায় লেখা?
উঃতুর্কী।
৫৮)ভারতে মুঘল সম্রাট বাবরের রাজধানী কোথায় ছিল?
উঃআগ্রা।
৫৯) বাবর কবে পাঞ্জাব দখল করেছিলেন?
উঃ1525 খ্রীঃ।
৬০)কোন যুদ্ধে জয়লাভ করে বাবর “হিন্দুস্থানের সম্রাট” উপাধি গ্রহণ করেছিলেন?
উঃ প্রথম পানিপথের যুদ্ধ।
৬১)বাবরের মৃত্যুর পর কে মোঘল সিংহাসনে আসীন হন?
উঃ হুমায়ুন।
৬১) হুমায়ুন কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ 1508 খ্রীঃ, কাবুল।
৬২) হুমায়ুনের মায়ের নাম কি?
উঃ মাহিম বেগম।
৬৩) হুমায়ুনের বাবার নাম কি ছিল?
উঃ জহিরুদ্দিন মহম্মদ বাবর।
৬৪) হুমায়ুন শব্দের অর্থ কি?
উঃ সৌভাগ্যবান।
৬৫) হুমায়ুন কবে প্রথম মোগল সিংহাসনে বসেন?
উঃ 1530 খ্রীঃ।
৬৬)দৌরুয়া বা দাদরার যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
উঃ 1532 খ্রীঃ, মোগল সম্রাট হুমায়ুন ও আফগান নেতা মাহমুদ লোদী।
৬৭)দৌরুয়া বা দাদরার যুদ্ধে কে জয়লাভ করেছিলেন?
উঃ হুমায়ুন।
৬৮)চৌসার যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
উঃ1539 খ্রীঃ, হুমায়ুন ও শেরশাহ।
৬৯)চৌসার যুদ্ধে কে জয়লাভ করেছিলেন?
উঃ শেরশাহ।
৭০)কনৌজের যুদ্ধ বা বিল্বগ্রামের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
উঃ1540 খ্রীঃ, হুমায়ুন ও শেরশাহ।
৭১)কনৌজের যুদ্ধ বা বিল্বগ্রামের যুদ্ধে কে জয় লাভ করেন?
উঃ শেরশাহ।
৭২)কোন যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন ভারতবর্ষ থেকে পলায়ন করেন?
উঃ1540 খ্রিস্টাব্দের কনৌজের যুদ্ধ বা বিল্বগ্রামের যুদ্ধে।
৭৩)কোন মোগল সম্রাট আফগান বাহিনীর কাছে পরপর দুইবার পরাজিত হয়েছিলেন?
উঃ হুমায়ুন।
৭৪)হুমায়ুন কোন আফগান নেতার কাছে পরপর দুইবার পরাজিত হয়েছিলেন?
উঃ শেরশাহ।
৭৫)হুমায়ুন কোন কোন যুদ্ধে শেরশাহের কাছে পরাজিত হন?
উঃ চৌসার যুদ্ধ এবং কনৌজের যুদ্ধ।