ভারতের বহুমুখী নদী পরিকল্পনা – Multipurpose River Valley Projects in India

Rate this post

ভারতের বহুমুখী নদী পরিকল্পনা: নদীমাতৃক দেশ ভারতের বিভিন্ন অংশে ছোট বড়ো অসংখ্য নদী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আধুনিক সভ্যতায় এই নদী গুলিকে বিভিন্ন ভাবে কাজে লাগাতে নদী গুলির বাঁধ নির্মাণ করা হচ্ছে। তারপর সেই বাঁধের সঞ্চিত জল কে মানুষের কল্যাণ সাধন, অর্থনৈতিক বিকাশ প্রভৃতি কাজে ব্যবহার করা হয়। এখানে ভারতের বিভিন্ন বহুমুখী নদী পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হলো।

ভারতের বহুমুখী নদী পরিকল্পনা – Multipurpose River Valley Projects in India

1) নাগার্জুন সাগর বহুমুখী নদী পরিকল্পনা

নদী – কৃষ্ণা

অবস্থান – অন্ধ্রপ্রদেশ রাজ্য

2) তুঙ্গভদ্রা বহুমুখী পরিকল্পনা 

নদী – তুঙ্গভদ্রা নদী

অবস্থান – কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ

3) হীরাকুদ বহুমুখী নদী পরিকল্পনা 

নদী – মহানদী

অবস্থান – ওড়িশা রাজ্যে

বিশেষ বৈশিষ্ট্য – হীরাকুদ ভারতের দীর্ঘতম বাঁধ

4) ভাকরা নাঙ্গাল বহুমুখী নদী পরিকল্পনা 

নদী – শতদ্রু নদীর উপর নির্মিত এটি ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা

অবস্থান – হিমাচল প্রদেশ, রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের যৌথ উদ্যোগে

নির্মিত জলাধার – গোবিন্দ সাগর জলাধার 

5) দামোদর ভ্যালি প্রকল্প

নদী – দামোদর

অবস্থান – ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ

বিশেষ বৈশিষ্ট্য – আমেরিকার টেনেসি নদীর উপর নির্মিত বাঁধের অনুকরণে নির্মিত

স্থাপিত – 1948

6) সর্দার সরোবর প্রকল্প 

নদী – নর্মদা নদীর ওপর

অবস্থান – গুজরাট ও মধ্যপ্রদেশ

7) তেহরী নদী পরিকল্পনা

নদী – ভাগীরথী ও ভিল গঙ্গা 

অবস্থান – উত্তরাখণ্ড 

8) চম্বল ভ্যালি পরিকল্পনা

নদী – রাজস্থান ও মধ্যপ্রদেশ রাজ্যের যৌথ উদ্যোগে নির্মিত 

জলাধার – এই প্রকল্পের অধীনে তিনটি জলাধার নির্মাণ করা হয়, যথা – মধ্যপ্রদেশের গান্ধী সাগর জলাধার ও রাজস্থানের জওহর সাগর জলাধার ও রানা প্রতাপ সাগর জলাধার।

স্থাপিত – 1954

9) সালাল পরিকল্পনা 

নদী – জম্বু কাশ্মীর রাজ্যে চন্দ্রভাগা নদীর উপর নির্মিত একটি বহুমুখী নদী পরিকল্পনা 

10) রিহান্ড পরিকল্পনা 

নদী – উত্তরপ্রদেশের সন নদীর উপনদী রিহাণ্ড উপর নির্মিত

জলাধার – গোবিন্দ বল্লভ পান্ট সাগর

11) কাকড়াপাড় প্রকল্প

অবস্থান – গুজরাটের তাপ্তি নদীর ওপর নির্মিত

Leave a Comment