ভাইরাস ঘটিত রোগের নাম: ভাইরাস নামক এক ধরনের রোগসৃষ্টিকারী জীবাণু (কারও কারও মতে নির্জীব কণিকা) মানবদেহকে আক্রমণ করে দেহে যেসব রোগের সৃষ্টি করে, তাদেরকে ভাইরাসঘটিত রোগ বা ভাইরাসজনিত রোগ বলে। ভাইরাস আক্রমণ করে দেহে প্রবেশ করতে সফল হলে বলা হয়, ভাইরাসের সংক্রমণ (ইনফেকশন) হয়েছে।
সব ভাইরাসই পরজীবী। তারা কেবলমাত্র জীবন্ত কোষের ভেতরে প্রজনন ও বংশবিস্তার করতে পারে। ভাইরাস যে জীবন্ত কোষের ভেতরে বাস করে, তাকে পোষক কোষ বলে। ভাইরাস আকারে ব্যাকটেরিয়া কোষের চেয়ে অনেক ছোট হয়; এদের বেশির ভাগের আকার ০.০১ মাইক্রোমিটার থেকে ০.১ মাইক্রোমিটার ব্যাসার্ধের হয় (১ মাইক্রোমিটার ১ মিটারের ১০ লক্ষ ভাগের এক ভাগ)। খুবই কম সংখ্যক ভাইরাস ব্যাকটেরিয়া কোষকে আক্রমণ করে। মানুষ ছাড়াও অন্যান্য প্রাণী এবং বহু উদ্ভিদেরও ভাইরাসঘটিত রোগ হয়।
ভাইরাস ঘটিত রোগের নাম
নং | রোগের নাম | ভাইরাসের নাম |
---|---|---|
১ | হারপিস | Herpes Simplex Virus |
২ | এইডস | HIV |
৩ | হাম | Measles Virus |
৪ | মাম্পস | Mumps Virus |
৫ | কোভিড-১৯ | Novel Corona Virus |
৬ | ইনফ্লুয়েঞ্জা | Orthomyxo Virus |
৭ | পোলিও | Polio Virus |
৮ | জলাতঙ্ক | Rabies Virus |
৯ | গুটি বসন্ত | Varciella Zoster Virus |