বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের নাম – Name The Respiratory Organs Of Animals: যে অঙ্গের মাধ্যমে জীবদেহে শ্বসন প্রক্রিয়ার জন্য পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন এবং শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কোশীয় শ্বসন বস্তুর জারণে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড এর আদান প্রদান হয় , তাকে শ্বাস অঙ্গ বলে ।
বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের তালিকা
নং | প্রাণী | শ্বাস অঙ্গ |
---|---|---|
১ | অ্যামিবা | সংকোচিত গহ্বর |
২ | আরশোলা | ট্রাকিয়া |
৩ | কাঁকড়া বিছে | বুক লাং |
৪ | কাক | ফুসফুস |
৫ | কেঁচো | দেহত্বক |
৬ | গিরগিটি | ফুসফুস |
৭ | চিংড়ি | বুক গিল |
৮ | জিওল মাছ | ফুলকা ও অতিরিক্ত শ্বাসযন্ত্র |
৯ | জোঁক | দেহত্বক |
১০ | ঝিনুক | ফুলকা ও ম্যান্টল পর্দা |
১১ | টিকটিকি | ফুসফুস |
১২ | তিমি | ফুসফুস |
১৩ | পায়রা | ফুসফুস |
১৪ | প্যারামিসিয়াম | সংকোচিত গহ্বর |
১৫ | ফড়িং | ট্রাকিয়া |
১৬ | বাদুড় | ফুসফুস |
১৭ | ব্যাঙ | ফুসফুস, ভিজে ত্বক, মুখবিবর ও গলবিলীয় মিউকাস পর্দা |
১৮ | ব্যাঙাচি | বহিঃফুলকা ও অন্তঃফুলকা |
১৯ | মাকড়শা | বুক লাং |
২০ | মাছ | ফুলকা |
২১ | মানুষ | ফুসফুস |
২২ | লিমিউলাস | বুক গিল |
২৩ | শামুক | ফুলকা ও ম্যান্টল পর্দা |
২৪ | সমুদ্র শসা | রেসপিরেটরিট্রিপ শ্বাসবৃক্ষ |
২৫ | সাপ | ফুসফুস |
২৬ | স্পঞ্জ | দেহতল |
২৭ | হাইড্রা | দেহতল |