বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের নাম – Name The Respiratory Organs Of Animals

Rate this post

বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের নাম – Name The Respiratory Organs Of Animals: যে অঙ্গের মাধ্যমে জীবদেহে শ্বসন প্রক্রিয়ার জন্য পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন এবং শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কোশীয় শ্বসন বস্তুর জারণে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড এর আদান প্রদান হয় , তাকে শ্বাস অঙ্গ বলে

বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের তালিকা

নংপ্রাণীশ্বাস অঙ্গ
অ্যামিবাসংকোচিত গহ্বর
আরশোলাট্রাকিয়া
কাঁকড়া বিছেবুক লাং
কাকফুসফুস
কেঁচোদেহত্বক
গিরগিটিফুসফুস
চিংড়িবুক গিল
জিওল মাছফুলকা ও অতিরিক্ত শ্বাসযন্ত্র
জোঁকদেহত্বক
১০ঝিনুকফুলকা ও ম্যান্টল পর্দা
১১টিকটিকিফুসফুস
১২তিমিফুসফুস
১৩পায়রাফুসফুস
১৪প্যারামিসিয়ামসংকোচিত গহ্বর
১৫ফড়িংট্রাকিয়া
১৬বাদুড়ফুসফুস
১৭ব্যাঙফুসফুস, ভিজে ত্বক, মুখবিবর ও গলবিলীয় মিউকাস পর্দা
১৮ব্যাঙাচিবহিঃফুলকা ও অন্তঃফুলকা
১৯মাকড়শাবুক লাং
২০মাছফুলকা
২১মানুষফুসফুস
২২লিমিউলাসবুক গিল
২৩শামুকফুলকা ও ম্যান্টল পর্দা
২৪সমুদ্র শসারেসপিরেটরিট্রিপ শ্বাসবৃক্ষ
২৫সাপফুসফুস
২৬স্পঞ্জদেহতল
২৭হাইড্রাদেহতল

Leave a Comment