বিভিন্ন মুঘল সম্রাটদের নাম ও শাসনকালের তালিকা – মুঘল সাম্রাজ্যের বংশ তালিকা

Rate this post

বিভিন্ন মুঘল সম্রাটদের নাম ও শাসনকালের তালিকা – মুঘল সাম্রাজ্যের বংশ তালিকা: মুঘল সম্রাটরা, ১৬ শতকের শুরু থেকে ১৯ শতকের মাঝামাঝি পর্যন্ত ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের সম্প্ররসারণ করেন। তাদের সাম্রাজ্য মূলত আধুনিক ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ নিয়ে গঠিত ছিল। মুঘলরা মধ্য এশিয়ার তৈমুর বংশের উত্তর পুরুষ। এই সাম্রাজ্য ১৮ শতকে দুর্বল হয়ে পড়ে। ব্রিটিশ শাসকর কর্তৃক ১৮৫৭ সালে সর্বশেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ কে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে মুঘল সাম্রাজ্যের অবসান ঘটে। মুঘলরা একই সাথে তৈমুর লং এবং চেঙ্গিস খানের বংশধর ছিলেন। মুঘলদের ভিতরে বেশ কিছু সংখ্যক রাজপুত এবং পারস্যদেশীয় সদস্য ছিল। কারণ অনেক মুঘল সম্রাট পারস্যদেশীয় রাজকন্যা অথবা রাজপুত রাজকন্যাদের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। শুধুমাত্র মুঘল সম্রাট বাবর এবং হুমায়ুন ছিলেন প্রকৃত মধ্য এশীয়। আকবর ছিলেন অর্ধেক ইরানি কারণ তার মা ছিলেন পারস্য বংশোদ্ভূত। জাহাঙ্গীর ছিলেন একজন অর্ধ রাজপুত এবং আংশিক পারস্যদেশীয়। সম্রাট জাহাঙ্গীর ছিলেন এক তৃতীয়াংশ রাজপুত। তারা ভারতীয় উপমহাদেশের একটি বিরাট অংশ জুড়ে তাদের সাম্রাজ্যর বিস্মৃত ছিল। তাদের সাম্রাজ্যের পরিধি বাংলা থেকে কাবুল এবং পশ্চিমের সিন উত্তরের কাশ্মীর এবং দক্ষিণে কাবেরী পর্যন্ত বিস্তৃত ছিল। সেই সময় এই বিশাল এলাকার জনসংখ্যা ছিল ১১০ থেকে ১৫০ মিলিয়ন। এই জনসংখ্যা তখনকার পৃথিবীর এক চতুর্থাংশ। মুঘল সম্রাট সাম্রাজ্যের বিস্তৃতি ছিল ৪ মিলিয়ন বর্গকিলোমিটার অথবা ১.২ মিলিয়ন বর্গ মাইল।

বিভিন্ন মুঘল সম্রাটদের নাম ও শাসনকালের তালিকা – মুঘল সাম্রাজ্যের বংশ তালিকা

NOনামশাসনকাল
বাবর১ এপ্রিল ১৫২৬ – ২৬ ডিসেম্বর ১৫৩০ (৪ বছর ৮ মাস ২৫ দিন)
হুমায়ুন২৬ ডিসেম্বর ১৫৩০ – ১৭ মে ১৫৪০ (৯ বছর ৪ মাস ২১ দিন)। ২২ ফেব্রুয়ারি ১৫৫৫ – ২৭ জানুয়ারি ১৫৫৬
আকবর২৭ জানুয়ারি ১৫৫৬ – ২৭ অক্টোবর ১৬০৫ (৪৯ বছর ৯ মাস ০ দিন)
জাহাঙ্গীর১৫ অক্টোবর ১৬০৫ – ৮ অক্টোবর ১৬২৫ (২১ বছর ১১ মাস ২৩ দিন)
শাহজাহাননভেম্বর ১৬২৭ – ২ আগস্ট ১৬৫৮ (৩০ বছর ৮ মাস ২৫ দিন)
ঔরঙ্গজেব৩১ জুলাই ১৬৫৮ – ৩ মার্চ ১৭০৭ (৪৮ বছর ৭ মাস ০ দিন)
বাহাদুর শাহ১৯ জুন ১৭০৮ – ২৭ ফেব্রুয়ারি ১৭১২ (৩ বছর, ২৫৩ দিন)
জাহান্দার শাহ৭ ফেব্রুয়ারি ১৭১২ – ১১ ফেব্রুয়ারি ১৭১৩ (৩৫০ দিন)
ফাররুকশিয়ার১১ জানুয়ারি ১৭১৩ – ২৮ ফেব্রুয়ারি ১৭১৯ (৬ বছর, ৪৮দিন)
১০রাফি-উদ-দারজাত২৮ ফেব্রুয়ারি – ৬ জুন ১৭১৯ (৯৮ দিন)
১১দ্বিতীয় শাহজাহান৬ জুন ১৭১৯ – ১৯ সেপ্টেম্বর ১৭১৯ (১০৫ দিন)
১২মহম্মদ শাহ২৭ সেপ্টেম্বর ১৭১৯ – ২৬ এপ্রিল ১৭৪৮ (২৮ বছর, ২১২ দিন)
১৩আহমদ শাহ বাহাদুর২৬ এপ্রিল ১৭৪৮ – ২ জুন ১৭৫৪
১৪দ্বিতীয় আলমগীর২ জুন ১৭৫৪ – ২৯ নভেম্বর ১৭৫৯ (৫ বছর, ১৮০ দিন)
১৫তৃতীয় শাহজাহান১০ ডিসেম্বর ১৭৫৯ – ১০ অক্টোবর ১৭৬০
১৬দ্বিতীয় শাহ আলম১০ অক্টোবর ১৭৬০ – ১৯ নভেম্বর ১৮০৬ (৪৬ বছর, ৩৩০ দিন)
১৭মহম্মদ শাহ বাহাদুর৩১ জুলাই ১৭৮৮ – ২ অক্টোবর ১৭৮৮ (৬৩ দিন)
১৮দ্বিতীয় আকবর শাহ১৯ নভেম্বর ১৮০৬ – ২৮ সেপ্টেম্বর ১৮৩৭ (৩০ বছর, ৩২১ দিন)
১৯দ্বিতীয় বাহাদুর শাহ২৮ সেপ্টেম্বর ১৮৩৭ – ২৩ সেপ্টেম্বর ১৮৫৭ (১৯ বছর, ৩৬০ দিন)

Leave a Comment