এশিয়া মহাদেশের ৪৮টি দেশের নাম: এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় ও সবচেয়ে জনবহুল মহাদেশ, প্রাথমিকভাবে পূর্ব ও উত্তর গোলার্ধে অবস্থিত। এটি ভূপৃষ্ঠের ৮.৭% ও স্থলভাগের ৩০% অংশ জুড়ে অবস্থিত। আনুমানিক ৪৩০ কোটি মানুষ নিয়ে এশিয়াতে বিশ্বের ৬০%-এরও বেশি মানুষ বসবাস করেন। অধিকাংশ বিশ্বের মত, আধুনিক যুগে এশিয়ার বৃদ্ধির হার উচ্চ। উদাহরণস্বরূপ, বিংশ শতাব্দীর সময়, এশিয়ার জনসংখ্যা প্রায় চারগুণ বেড়ে গেছে, বিশ্ব জনসংখ্যার মত।
এশিয়ার সীমানা সাংস্কৃতিকভাবে নির্ধারিত হয়, যেহেতু ইউরোপের সাথে এর কোনো স্পষ্ট ভৌগোলিক বিচ্ছিন্নতা নেই, যা এক অবিচ্ছিন্ন ভূখণ্ডের গঠন যাকে একসঙ্গে ইউরেশিয়া বলা হয়। এশিয়ার সবচেয়ে সাধারণভাবে স্বীকৃত সীমানা হলো সুয়েজ খাল, ইউরাল নদী, এবং ইউরাল পর্বতমালার পূর্বে, এবং ককেশাস পর্বতমালা এবং কাস্পিয়ান ও কৃষ্ণ সাগরের দক্ষিণে। এটা পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং উত্তরে উত্তর মহাসাগর দ্বারা বেষ্টিত। ইউরাল পর্বতমালা, ইউরাল নদী, কাস্পিয়ান সাগর, কৃষ্ণ সাগর এবং ভূমধ্যসাগর দ্বারা এশিয়া ও ইউরোপ মহাদেশ দুটি পরস্পর হতে বিচ্ছিন্ন। এছাড়া লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়া মহাদেশকে আফ্রিকা থেকে বিচ্ছিন্ন করেছে এবং উত্তর-পূর্বে অবস্থিত সংকীর্ণ বেরিং প্রণালী একে উত্তর আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে। উল্লেখ্য, বেরিং প্রণালীর একদিকে অবস্থান করছে এশিয়া মহাদেশের অন্তর্গত রাশিয়ার উলেনা এবং অপর পাশে উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা। এই প্রণালীটির সংকীর্ণতম অংশটি মাত্র ৮২ কি.মি. চওড়া, অর্থাৎ বেরিং প্রণালীর এই অংশ হতে উত্তর আমেরিকা মহাদেশের দূরত্ব মাত্র ৮২ কি.মি.।
এর আকার এবং বৈচিত্র্যের দ্বারা, এশিয়ার ধারণা – একটি নাম ধ্রুপদি সভ্যতায় পাওয়া যায় – আসলে ভৌত ভূগোলের চেয়ে মানবীয় ভূগোলের সাথে আরো বেশি সম্পর্কিত। এশিয়ার অঞ্চল জুড়ে জাতিগোষ্ঠী, সংস্কৃতি, পরিবেশ, অর্থনীতি, ঐতিহাসিক বন্ধন এবং সরকার ব্যবস্থার মাঝে ব্যাপকভাবে পার্থক্য পরিলক্ষিত হয়।
এশিয়া মহাদেশের ৪৮টি দেশের নাম – Names of 48 countries in Asia
নং | দেশের নাম | ইংরেজি নাম |
---|---|---|
১ | চীন | China |
২ | ভারত | India |
৩ | ইন্দোনেশিয়া | Indonesia |
৪ | পাকিস্তান | Pakistan |
৫ | বাংলাদেশ | Bangladesh |
৬ | জাপান | Japan |
৭ | ফিলিপাইন | Philippines |
৮ | ভিয়েতনাম | Vietnam |
৯ | তুরস্ক | Turkey |
১০ | ইরান | Iran |
১১ | থাইল্যান্ড | Thailand |
১২ | মায়ানমার | Myanmar |
১৩ | দক্ষিণ কোরিয়া | Myanmar |
১৪ | ইরাক | Iraq |
১৫ | আফগানিস্তান | Afghanistan |
১৬ | আফগানিস্তান | Saudi Arabia |
১৭ | উজবেকিস্তান | Uzbekistan |
১৮ | মালয়েশিয়া | Malaysia |
১৯ | ইয়েমেন | Yemen |
২০ | নেপাল | Nepal |
২১ | উত্তর কোরিয়া | North Korea |
২২ | শ্রীলংকা | Sri Lanka |
২৩ | কাজাখস্তান | Kazakhstan |
২৪ | সিরিয়া | Syria |
২৫ | কম্বোডিয়া | Cambodia |
২৬ | জর্ডান | Jordan |
২৭ | আজারবাইজান | Azerbaijan |
২৮ | সংযুক্ত আরব আমিরাত | United Arab Emirates |
২৯ | তাজিকিস্তান | Tajikistan |
৩০ | ইজরায়েল | Israel |
৩১ | লাওস | Laos |
৩২ | লেবানন | Lebanon |
৩৩ | কিরগিজস্তান | Kyrgyzstan |
৩৪ | তুর্কমেনিস্তান | Turkmenistan |
৩৫ | সিঙ্গাপুর | Singapore |
৩৬ | ওমান | Oman |
৩৭ | ফিলিস্তিন রাষ্ট্র | State of Palestine |
৩৮ | কুয়েত | Kuwait |
৩৯ | জর্জিয়া | Georgia |
৪০ | মঙ্গোলিয়া | Mongolia |
৪১ | আর্মেনিয়া | Armenia |
৪২ | কাতার | Qatar |
৪৩ | বাহরাইন | Bahrain |
৪৪ | তিমুর-লেস্তে | Bahrain |
৪৫ | সাইপ্রাস | Cyprus |
৪৬ | ভুটান | Bhutan |
৪৭ | মালদ্বীপ | Maldives |
৪৮ | ব্রুনাই | Brunei |