বিভিন্ন রোগ ও রোগের জীবাণুর নাম – রোগ সংক্রামক জীবাণু: জীববিজ্ঞানে ও চিকিৎসাবিজ্ঞানে আদি এবং ব্যাপকতর অর্থে রোগ সংক্রামক জীবাণু বা সংক্ষেপে রোগজীবাণু হচ্ছে এমন যেকোন কিছু যা রোগ উৎপন্ন করতে পারে। এর পশ্চিমা পরিভাষা প্যাথোজেন ১৮৮০ সালে প্রথম ব্যবহার করা হয়েছিল। সাধারণত রোগ সংক্রমণ সংঘটক (এজেন্ট) যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রিয়ন, এমনকি অন্য কিছু অণুজীবকে বোঝাতেও এই শব্দটি ব্যবহার করা হয়।
একটি জীবাণু বিক্রিয়াপথ-সহ (pathway পাথওয়ে) বিভিন্ন যৌগক (substrate) অবলম্বন করে একটি পোষক (Host, হোস্ট) জীবকে (যে রোগাক্রান্ত হবে) আক্রমণ করতে পারে। প্রধান বিক্রিয়াপথসমূহের বিভিন্ন অনিয়মিত সময়সূচি আছে, কিন্তু একটি রোগসংক্রামক জীবাণুকে লালিত করার ক্ষেত্রে মাটি দূষণ দীর্ঘতম বা সবচেয়ে সম্ভাবনাময় অবলম্বন প্রদান করে। মানবদেহে জীবাণু দ্বারা সৃষ্ট ব্যাধিকে জীবাণুঘটিত রোগ বলা হয়।
বিভিন্ন রোগ ও রোগের জীবাণুর নাম
রোগ | জীবাণু |
---|---|
উদরাময় | Giardia intestinalis |
ম্যালেরিয়া | Plasmodium vivax |
কলেরা | Vibrio Cholerae |
টাইফয়েড | Salmonella typhi / typhosa |
আন্ত্রিক জ্বর | Salmonella typhimurium |
বাত জ্বর | Streptococcus spp |
কালাজ্বর | Leishmania donovani |
টিটেনাস | Clostridium tetani |
কুষ্ঠ | Mycobacterium leprae |
প্লেগ | Pasteurella pestis |
নিউমোনিয়া | Diplococcus pneumoniae |
ব্যাসিলারি | Shigella dysentrae |
আমাশয় | Bacillus dysentrae |
ডিপথেরিয়া | Corynebacterium Deptheriae |
অ্যামিবিক আমাশয় | Entamoeba histolytica |
গনোরিয়া | Neisseria gonorrhoe |
খাদ্য বিষাক্তকরন | Clostridium botuliuum |
যক্ষ্মা | Mycobacterium tuberculosis |
ফোঁড়া | Staphylococcus aureus |
হুপিং কফ | Bordetella pertusis |
জন্ডিস | Leptospira cecerohaemorrhagiae |
মেনিঞ্জাইটিস | Neisseria meningitidis |
অ্যানথ্রাক্স | Bacillus anthracis |
সিফিলিস | Treponema pallidum |