ভারতের বিভিন্ন হ্রদের নাম – প্রকৃতি ও অবস্থান

Rate this post

ভারতের বিভিন্ন হ্রদের নাম – প্রকৃতি ও অবস্থান: ভূ-প্রাকৃতিক বৈচিত্র্য সম্পন্ন দেশ ভারতের বিভিন্ন অংশে ছোট বড়ো বিভিন্ন আকৃতির হ্রদ ও উপ হ্রদের অবস্থান দেখা যায়। এই হ্রদ গুলি প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট। এখানে ভারতের উল্লেখযোগ্য কিছু হ্রদ সম্পর্কে আলোচনা করা হলো। ভারতের বিখ্যাত হ্রদ গুলি হল:

ভারতের বিভিন্ন হ্রদের নাম – প্রকৃতি ও অবস্থান

নংহ্রদপ্রকৃতিঅবস্থান
অষ্টমুদী হ্রদলবনাক্ত জলের হ্রদকেরলের কোলাম জেলা
উলার হ্রদস্বাদুজলের হ্রদজন্মু ও কাশ্মীর
ওসমান সাগর হ্রদকৃত্রিম হ্রদহায়দ্রাবাদ শহর
কল্লেরু হ্রদস্বাদুজলের হ্রদঅন্ধ্রপ্রদেশ
কালিভেলি হ্রদলবনাক্ত জলের হ্রদতামিলনাড়ু
চন্দ্রতাল হ্রদস্বাদুজলের হ্রদহিমাচলপ্রদেশ
চিল্কা হ্রদলবনাক্ত জলের হ্রদওড়িশা
ডাল হ্রদস্বাদুজলের হ্রদশ্রীনগর
তাওয়া জলাশয়কৃত্রিম হ্রদমধ্যপ্রদেশ
১০পংগং হ্রদলবনাক্ত জলের হ্রদজন্মু কাশ্মীরের লাদাখ
১১পুলিকট হ্রদলবনাক্ত জলের হ্রদঅন্ধ্রপ্রদেশ ও তামিল নাড়ুর সীমান্তে
১২পুস্কর হ্রদকৃত্রিম হ্রদরাজস্থান
১৩ভীমতাল হ্রদস্বাদুজলের হ্রদউত্তারাখন্ড
১৪ভেম্বানাদ হ্রদলবনাক্ত জলের হ্রদকেরল
১৫রেনুকা হ্রদস্বাদুজলের হ্রদহিমাচলপ্রদেশ
১৬লোকটাক হ্রদস্বাদুজলের হ্রদমনিপুর
১৭সম্বর হ্রদলবনাক্ত জলের হ্রদজয়পুর
১৮সাতা / সাততাল হ্রদস্বাদুজলের হ্রদউত্তরাখন্ড
১৯সুখনা হ্রদকৃত্রিম হ্রদচন্ডীগড়
২০সুরাজতল হ্রদস্বাদুজলের হ্রদহিমাচল প্রদেশ
২১হিমায়ুত সাগর হ্রদকৃত্রিম হ্রদহায়দ্রাবাদ শহর

হ্রদ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

ভারতের বৃহত্তম লবণাক্ত (স্থলভাগ বেষ্টিত/Inland) হ্রদের নাম কি?সম্বর হ্রদ
অষ্টমুদী হ্রদ কোন রাজ্যে অবস্থিত?কেরালার কোলাম জেলাতে
আফ্রিকায় মরু হ্রদ কি নামে পরিচিত?শটস্
উত্তর প্রদেশ ও বিহারের অশ্বক্ষুরাকৃতি হ্রদকে কী বলে?কোর বা তাল
উত্তর-পূর্ব ভারতের দীর্ঘতম স্বাদু জলের হ্রদ কোনটি?লোকটাক (মনিপুর)
উল্কাপাতের ফলে সৃষ্ট একটি হ্রদের নাম কি?লুনার লেক
কৃত্রিমভাবে তৈরী গোবিন্দসাগর হ্রদ কোথায় অবস্থিত?হিমাচল প্রদেশ
কোন দেশকে হ্রদের দেশ বলা হয়?ফিনল্যান্ড
কোন হ্রদ থেকে নদী নির্গত হয় নি?আরল সাগর
১০কোন হ্রদকে কাশ্মীরের রত্ন বলা হয়?ডাল লেক
১১গোবিন্দ সাগর কি ধরনের হ্রদ?কৃত্রিম হ্রদ
১২গোবিন্দ সাগর, রানাপ্রতাপ সাগর কি ধরনের হ্রদ?কৃত্রিম হ্রদ
১৩নাকো হ্রদ কোথায় অবস্থিত?হিমাচল প্রদেশে
১৪পুলিকট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?তামিলনাডু
১৫বায়ুর কাজের ফলে সৃষ্ট হ্রদকে কি বলে?প্লায়া
১৬ভারত তথা এশিয়ার বৃহত্তম উপহ্রদ (Lagoon) এর নাম কি?চিলিকা
১৭ভারতের উচ্চতম হ্রদের নাম কি?লাদাখের প্যাং গং (পৃথিবীর উচ্চতম লবণাক্ত জলের হ্রদ)
১৮ভারতের কোন হ্রদটি ভাসমান হ্রদ নামে পরিচিত?লোকটাক
১৯ভারতের কোন হ্রদে সর্বোচ্চ জল লবণাক্ততা আছে?সংহার
২০ভারতের বৃহত্তম প্লায়া হ্রদ কোনটি?সম্বর হ্রদ (রাজস্থান)
২১ভারতের বৃহত্তম প্লায়া হ্রদ কোনটি?সম্বর হ্রদ (রাজস্থান)
২২ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি?কাশ্মীরের উলার লেক
২৩ভূগর্ভস্থ জলের দ্বারা সৃষ্ট হ্রদ কে কি বলে?কার্স্ট হ্রদ ( স্কুটারি, পোলজি)
২৪ভূমিধসের ফলে সৃষ্ট একটি হ্রদ এর নাম কি?গোহনা হ্রদ (দেবপ্রয়াগ এর কাছে)
২৫মানস সরোবর হ্রদ কোথায় অবস্থিত?তিব্বত
২৬লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?মণিপুর
২৭সমুদ্র তরঙ্গের দ্বারা সৃষ্ট হ্রদকে কি বলে?উপহ্রদ (চিলিকা, পুলিকট)

Leave a Comment