বিভিন্ন দেশের জাতীয় পশু তালিকা PDF – National Animal Of Different Countries

Rate this post

বিভিন্ন দেশের জাতীয় পশু তালিকা PDF – National Animal Of Different Countries: জাতীয় পশু বাঘ: অসাধারণ চেহারার বাঘ, প্যান্থোরা টাইগ্রিস, একটা ডোরাকাটা পশু। এর গায়ে কালো ডোরাকাটা, হলুদ পশমের মোটা আস্তরণ আছে। লাবণ্য, জোর, ক্ষিপ্রতা এবং বিরাট শক্তির সংমিশ্রণ একে জাতীয় পশুর মর্যাদা দিয়েছে। যা জানা যায়, আট রকম প্রজাতির মধ্যে, ভারতীয় প্রজাতি, রয়্যাল বেঙ্গল টাইগার, সারা দেশে এবং প্রতিবেশী নেপাল, ভূটান এবং বাংলাদেশে আছে। দেশে বাঘসংখ্যার ক্রম-হ্রাসপ্রাপ্তি নিয়ন্ত্রণ করার জন্য ১৯৭৩ সালে ‘প্রজেক্ট টাইগার’ শুরু করা হয়েছিল। এখন পর্যন্ত এই প্রজেক্টের অধীনে ২৭টি বাঘ সংরক্ষণ কেন্দ্র স্থাপিত হয়েছে যা ৩৭৭৬১ বর্গ কিলোমিটারে বিস্তৃত।

বিভিন্ন দেশের জাতীয় পশু – National Animal Of Different Countries

দেশজাতীয় পশু
সিঙ্গাপুরসিংহ
সোমালিয়াচিতা
মাদাগাস্কারলেমুর
আমেরিকাআমেরিকান বাইসন
ভুটানটাকিন
আয়ারল্যান্ডলাল হরিণ
ইন্দোনেশিয়াকোমোডো ড্রাগন
ইংল্যান্ডসিংহ
ফিনল্যান্ডবাদামি ভাল্লুক
কাতারকৃষ্ণসার হরিণ
কোস্টারিকাসাদা লেজওয়ালা হরিণ
চায়নাবড় আকৃতির পান্ডা / ড্রাগন
বেলারুশইউরোপিয়ান বাইসন
ভারতরয়েল বেঙ্গল টাইগার
জাপানকই
সার্বিয়ানেকড়ে
কেনিয়াসিংহ
নরওয়েসিংহ
নেপালগরু
নেদারল্যান্ডসিংহ
পাকিস্তানমারখোর
আফগানিস্তানপোলো শিপ
পেরুভেকিউনা
পর্তুগালনেকড়ে
বুলগেরিয়াসিংহ
হন্ডুরাসসাদা লেজওয়ালা হরিণ
অস্ট্রেলিয়াক্যাঙ্গারু
বেলিজটিপর
বাংলাদেশবেঙ্গল টাইগার
বেলজিয়ামবেলজিক সিংহ
মরক্কোসিংহ
মালেশিয়ামালায়ান বাঘ
নিউজিল্যান্ডমুস
দক্ষিণ কোরিয়াসাইবেরিয়ান বাঘ
মাল্টাফ্যারাও হাউন্ড
ইজরাইলহরিণ
ইরানএশিয়ান সিংহ
আজারবাইজানকারাবাখ ঘোড়া
মেক্সিকোজাগুয়ার
পোল্যান্ডইউরোপিয়ান বাইসন
রাশিয়াবাদামি ভাল্লুক
রোমানিয়ালিংক্স
শ্রীলংকাসিংহ
আর্জেন্টিনাপুমা
কানাডাবীবর
স্পেনষাঁড়
হংকংডলফিন

Leave a Comment