পৃথিবীর বিভিন্ন দেশের জাতীয় পাখি – National Birds of Different Countries

Rate this post

পৃথিবীর বিভিন্ন দেশের জাতীয় পাখি: ভারতীয় ময়ূর, পাভো ক্রিস্টাটাস, ভারতবর্ষের জাতীয় পাখী- একটা বৈচিত্রময়, রঙিন, রাজহাঁসের মতো বড় পাখি, পাখার মতো ঝুঁটিবিশিষ্ট, চোখের নীচে সাদা দাগ এবং লম্বা ও সরু গলাবিশিষ্ট। এই জাতের মধ্যে পুরুষগুলি নারীদের থেকে বর্ণময় হয়, নীল চকচকে বুকের দিক ও ঘাড়, দর্শনীয় ব্রোঞ্জ-সবুজ লেজ, যাতে প্রায় ২০০টি লম্বা পালক থাকে। মেয়ে পাখিরা বাদামি ধরনের, আকৃতি একটু ছোট হয় এবং লেজ থাকে না। পাখার মতো লেজ ছড়িয়ে এবং পালক ফুলিয়ে পুরুষদের প্রেম-প্রার্থনার নাচ সত্যিই দেখার মতো।

পৃথিবীর বিভিন্ন দেশের জাতীয় পাখি

দেশজাতীয় পাখি
ভারতময়ূর
নেপালহিমালয়ান মোনাল
বাংলাদেশদোয়েল
শ্রীলংকাসিংহলের বনমোরগ
পাকিস্তানতিতির পাখি
সিঙ্গাপুরক্রিমসন সানবার্ড
থাইল্যান্ডসিয়ামিস ফায়ারব্যাক ফেজান্ট
জাপানকিজি
ইরাককিউবা, চুকার
কোরিয়াব্ল্যাক-বিল্ড ম্যাগপাই
অস্ট্রিয়াবার্ন সোয়ালো
ইন্দোনেশিয়াজাভার বাজপাখি
ফ্রান্সককারেল
ডেনমার্কমিউট সোয়ান বা বোবা রাজহাঁস
হাঙ্গেরিগ্রেট বাস্টার্ড
আইসল্যান্ডজিরফ্যালকন
ইংল্যান্ডইউরোপিয়ান রুবিন
নরওয়েডিপার (মাছরাঙ্গা)
বেলজিয়ামছোট বাজপাখি
ফিনল্যান্ডহুপার সোয়ান

Leave a Comment