2nd জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – National Current Affairs 2nd July 2023

Rate this post

2nd জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: National Current Affairs 2nd July 2023 প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2nd জুলাই 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 2nd জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Current Affairs 2nd July 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

2nd জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – National Current Affairs 2nd July 2023

1. ভারতীয় ক্রিকেট দলের মুখ্য জার্সি স্পন্সর হলো Dream11.

2. পাঞ্জাবের প্রাক্তন ডেপুটি স্পিকার বীর দেবিন্দর সিং সম্প্রতি প্রয়াত হলেন।

3. প্রতিবছর 1 লা জুলাই National Postal Worker Day পালিত হয়, এছাড়াও এই দিনটি জাতীয় ডাক্তার দিবস হিসেবে পালিত হয়।

4. ভারতীয় বায়ুসেনা প্রথমবার বহুদেশীয় বায়ু অনুশীলন ‘Tarang Shakti’ হোস্ট করতে চলেছে।

5. Gernot Dollner কে চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিযুক্ত করলো Audi AG.

6. ফাইনালে ইরান কে হারিয়ে এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ 2023 খেতাব জিতলো ভারত।

7. অলিম্পিকে গোল্ড মেডেল বিজেতা নীরাজ চোপড়া লুসান ডায়মন্ড লীগ 2023 জিতলেন।

8. দুবাই ওমেন’স কাবাডি ফাইনালে বিজয়ী হলো কলকাতার দল।

9. FIFA-র সদ্য প্রকাশিত পুরুষ ফুটবল সূচীতে, ভারতীয় দল 100 তম স্থানে উঠে এলো।

10. ভারতের low-carbon এনার্জি সেক্টরের জন্য $ 1.5 বিলিয়ন অর্থের মান্যতা দিলো বিশ্ব ব্যাংক।

আরও পড়ুন:

Leave a Comment