বিভিন্ন দেশের জাতীয় ফুল তালিকা PDF – National Flowers of Different Countries

Rate this post

বিভিন্ন দেশের জাতীয় ফুল তালিকা PDF – National Flowers of Different Countries: জাতীয় ফুল (Floral emblem) কোনো একটি নির্দিষ্ট দেশের উদ্ভিদের ফুলের প্রতীক যা ঐ দেশের স্বতন্ত্র ভৌগোলিক আয়তন ও পরিচিতি বহন করে। কোনো কোনো দেশে জাতীয় ফুলকে দেশব্যাপী পরিচিতি রয়েছে, আবার কোনো বিভাগ কিংবা উপ-বিভাগেরও প্রতীকি পরিচিতি বহন করে থাকে। বিভিন্ন মানদন্ডে জাতীয় ফুলের মর্যাদা প্রদান করা হয়ে থাকে।

সরকারি সিদ্ধান্ত কিংবা অনানুষ্ঠানিকভাবে জনগণের মতামতের প্রেক্ষিতে জাতীয় ফুল হিসেবে কোনো একটি জনপ্রিয় ও অতি পরিচিত ফুলকে নির্ধারণ করা হয়। বিশেষ ধরনের ফুলকে জাতীয় ফুলের মর্যাদা প্রদানের ক্ষেত্রে অস্ট্রেলিয়া এবং কানাডা মূখ্য ভূমিকা পালন করেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় ফুলের চেয়ে রাজ্য কর্তৃক নির্ধারিত ফুলই বেশি ব্যবহৃত হয়।

বিভিন্ন দেশের জাতীয় ফুল তালিকা PDF – National Flowers of Different Countries

দেশজাতীয় ফুল
ভারতপদ্ম
বুলেরিয়াগোলাপ
বাংলাদেশসাদা শাপলা
ইরানলাল গোলাপ
ইন্দোনেশিয়াবেলি
জাপানহলুদ চন্দ্রমল্লিকা
ইতালিলিলি
গ্রীসবাসকগোত্রীয় ফুল
মিশরমিশরীয় সাদা শাপলা
ভুটাননীল পপি
কানাডাম্যাপেল লিভ
ব্রাজিলক্যাটেলা অর্কিড
ক্রোয়েশিয়াআইরিশ ক্রোয়েটিকা
বেলজিয়ামলাল পপি
চীনপাম ব্লোসম
কলম্বিয়াক্রিশমাস অর্কিড
সাইপ্রাসগোলাপ
কিউবাদোলনচাঁপা
দেশজাতীয় ফুল
চেক রিপাবলিকগোলাপ
ডেনমার্কমারর্গেরাইট ডেইজি
চিলিচিলিয়া বেলফুল
স্কটল্যান্ডথিসল
বাহামাসহলুদ সিদার
অস্ট্রেলিয়াগোল্ডেন ওয়াটল
অস্ট্রিয়াএডেলউইস
আর্জেন্টিনাসিইবো
বেলারুশফ্লাক্স
বার্মুডানীল চক্ষু ঘাস
ভিয়েতনামপদ্ম
মায়ানমারপদউক
মেক্সিকোদহলিয়া
রাশিয়াক্যামোমাইল
রোমানিয়াগোলাপ
শ্রীলংকানীল লিলি
সুইজারল্যান্ডএডেলউইস
সিঙ্গাপুরভাণ্ডা মিস জোয়াকিম

Leave a Comment