আকবরের নবরত্নের নাম তালিকা – Navratnas of Akbar: নবরত্ন অথবা নবরতন পরিভাষাটি ভারতের বিভিন্ন সম্রাটের দরবারের নয়জন অসামান্য জ্ঞানী মনীষীদের ক্ষেত্রে ব্যবহৃত হত। সর্বাধিক পরিচিত নবরত্ন এর মধ্যে রয়েছে কিংবদন্তী সম্রাট বিক্রমাদিত্য, মুঘল সম্রাট আকবর এবং সামন্তের রাজ্যপ্রধান রাজা কৃষ্ণচন্দ্রের বিচার সভার সদস্য।
আজ আকবরের নবরত্নের নাম তালিকাটি শেয়ার করছি, যেটিতে আকবরের রাজসভায় উপস্থিত নয়জন জ্ঞানী তথা নবরত্নের নাম তালিকাকারে দেওয়া হয়েছে। ভারতের ইতিহাসের অংশ হিসাবে এহান থেকে প্রশ্ন আসে। যেমন- আকবরের সেনাপতির নাম কী? তাই আকবরের নবরত্ন কারা তালিকাটি পড়ে নিন।
আকবরের নবরত্নের নাম তালিকা – Navratnas of Akbar
নং | নবরত্ন | পারদর্শিতা |
---|---|---|
১ | আবুল ফজল | সাহিত্য |
২ | আব্দুল রহিম খান | কবি |
৩ | টোডরমল | অর্থনীতি |
৪ | তানসেন | সঙ্গীত |
৫ | ফকির আজিওদ্দিন | উপদেষ্টা |
৬ | ফৈজি | সাহিত্য |
৭ | বীরবল | হাস্যকৌতুক |
৮ | মোল্লা দো-পিঁয়াজা | উপদেষ্টা |
৯ | রাজা মান সিংহ | সেনাপতি |