ভারতের প্রতিবেশী দেশের তালিকা PDF: ভারতের মোট প্রতিবেশী দেশের সংখ্যা ৯টি। ভারতের উত্তরে চীন, নেপাল ও ভুটান; পশ্চিমে পাকিস্তান; উত্তর-পশ্চিমে আফগানিস্তান; পূর্বে বাংলাদেশ ও মায়ানমার; দক্ষিনে শ্রীলংকা এবং মালদ্বীপ।ভারতের সর্ববৃহৎ প্রতিবেশী রাষ্ট্র চীন এবং সর্বাপেক্ষা ছোটো প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপ মতান্তরে ভুটান।
ভারতের প্রতিবেশী দেশের তালিকা – Neighbouring Countries of India
দেশ | আয়তন (বর্গ কিমি.) | প্রধান ভাষা | প্রধান ধর্ম | রাজধানী | সর্বোচ্চ পর্বত শৃঙ্গ | দীর্ঘতম নদী | ||
---|---|---|---|---|---|---|---|---|
নেপাল | ১৪৭,১৮১ বর্গ কিমি | নেপালি | হিন্দু, বৌদ্ধ, ইসলাম | কাঠমান্ডু | মাউন্ট এভারেস্ট | কালিগণ্ডক | পাট, চিনি, বস্ত্র, বনজ পর্যটন | ধান, কাঠ, চামড়া, পাঠ, চিনি |
ভুটান | ৪৭,০০০ | জংখা, নেপালী | হিন্দু, বৌদ্ধ, ইসলাম | থিম্পু | চোমালরি | মানস | কৃষিজাত, বনজাত, খনিজ | ডাকটিকিট, চাল, ফল, ডলোমাইট |
বাংলাদেশ | ১,৪৪,০০০ | বাংলা | ইসলাম, হিন্দু | ঢাকা | কেওক্রাডাং | পদ্মা মেঘনা | পাট, বস্ত্র, চা, চিনি, চামড়া, সার, কাগজ, মাছ জাতীয় দ্রব্য | পাট, চা, চর্ম জাতীয় দ্রব্য |
শ্রীলংকা | ৬৫,৬১০ | সিংহলি, তামিল | বৌদ্ধ, হিন্দু, ইসলাম | শ্রীজয়াবর্ধেনেপুরম কোট্টে | পেট্রোতালাগালা | মহাবলী গঙ্গা | পাট, বস্ত্র, চা, চিনি, চামড়া, সার, কাগজ, মাছ জাতীয় দ্রব্য | চা, রবার, নারকেল , রত্ন |
পাকিস্তান | ৮৩,৯৪৩ | উর্দু, সিন্ধি, পাঞ্জাবি | ইসলাম | ইসলামাবাদ | তিরিচমীর | সিন্ধু | কৃষিজাত, বনজাত, খনিজ , তেল শোধন | তুলা, ধান, কার্পেট, চামড়া, খেলার সরঞ্জাম |
আফগানিস্থান | ৬,৫২,০৯০ | পুস্তু, দারী | ইসলাম | কাবুল | নোশাক | হেলমন্দ | কৃষিজাত, চর্মজাত, কার্পেট, সিমেন্ট, সাইকেল | ফল, গ্যাস, বাদাম, তুলা, কার্পেট, চামড়া |
মায়ানমার | ৬,৭৬,৫৫২ | বার্মি , মিয়ানমার | বৌদ্ধ | ইয়াঙ্গুন | কাকাবোরাজি | ইড়াওয়াদি | বনজ, খনিজ, মাছ ধরা, কার্পাস, তেল শোধনাগার | ধান, সেগুন, কাঠ, রবার, পাঠ |