দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 24th সেপ্টেম্বর 2024 | Next Exam Current Affairs 24th September 2024

5/5 - (1 vote)

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 24th সেপ্টেম্বর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Next Exam Current Affairs 24th September 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 24th সেপ্টেম্বর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Next Exam Current Affairs 24th September 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 24th সেপ্টেম্বর 2024 | Next Exam Current Affairs 24th September 2024

1. ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্ড এন্টারটেইনমেন্ট সামিট হোস্ট করতে চলেছে ভারত সরকার।

2. ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক সাহা 530 কোটি টাকার জল সরবরাহ প্রজেক্ট ‘Mukhyamantri Nagar Unnayan Prakalp’ লঞ্চ করলেন।

3. ভুটান ফুড এন্ড ড্রাগ অথরিটির সাথে ভারতের ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার (FSSAI) দ্বিপাক্ষিক মিটিং সম্পন্ন হলো।

4. Most Prolific Indian ফিল্ম স্টার অভিনেতা/ড্যান্সার হিসেবে গিনিজ বিশ্ব রেকর্ড গড়লেন অভিনেতা মেগাস্টার চিরঞ্জীবী।

5. ফুড সেফটিতে সহযোগিতা বাড়াতে ভারতের ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার (FSSAI) এবং ব্রাজিলের মিনিস্ট্রি অফ এগ্রিকালচার এন্ড লাইভস্টক চুক্তি স্বাক্ষর করলো।

6. Wilmington -এ অনুষ্ঠিত ষষ্ঠ কোয়াড লিডার্স সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশগ্রহণ করলেন।

7. পরিবেশ মন্ত্রী ভুপিন্দার যাদব মুম্বাইতে Clean the Beach Campaign 2024 লঞ্চ করলেন।

8. 42% ভোট পেয়ে শ্রীলঙ্কার নব-নির্বাচিত রাষ্ট্রপতি হলেন Anura Kumara Dissanayake.

9. গত 22 শে সেপ্টেম্বর World Rhino Day পালন করা হলো।

10. সিঙ্গাপুরে ইনভেস্ট ইন্ডিয়ার নতুন অফিসের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল।

আরও পড়ুন:

Leave a Comment