পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম তালিকা – Nick Name of Cities in West Bengal

Rate this post

পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম তালিকা: আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম তালিকা PDF টি আপনাদের দিচ্ছি, যেটিতে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য শহর ও তার উপনাম গুলি দেওয়া হয়েছে বাংলায়। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই উপনাম থেকে প্রশ্ন আসতে প্রায়ই লক্ষ্য করা যায়। যেমন:- বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? সুন্দরবনের প্রবেশ দ্বার কাকে বলা হয়? ইত্যাদি।

পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম তালিকা – Nick Name of Cities in West Bengal

নংশহরউপনাম
আসানসোলকালো হীরের স্থান
কলকাতাআনন্দের শহর
কলকাতাপ্রাসাদ নগরী
কলকাতাভারতের সাংস্কৃতিক রাজধানী
কলকাতাপূর্ব ভারতের প্রবেশদ্বার
কলকাতামিছিল নগরী
কলকাতাফুটবলের মক্কা
কার্সিয়াংসাদা অর্কিডের দেশ
কালিম্পংঅর্কিডের শহর
১০ঝাড়গ্রামঅরণ্যের সুন্দরী
১১তারকেশ্বরবাবার ধাম
১২দার্জিলিংপাহাড়ের রাণী
১৩দুর্গাপুরভারতের রূঢ়
১৪নবদ্বীপবাংলার অক্সফোর্ড
১৫পুরুলিয়ামানভূম সিটি
১৬বর্ধমানপশ্চিমবঙ্গের ধানের গোলা
১৭মালদহআমের শহর
১৮মুর্শিদাবাদনবাবের শহর
১৯রাণীগঞ্জকয়লার শহর
২০শিলিগুড়িডুয়ার্সের প্রবেশদ্বার
২১শিলিগুড়িউত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার
২২শ্রীরামপুরফেড্রিক নগর
২৩হাওড়াভারতের গ্লাসগো
২৪হাওড়াভারতের শেফিল্ড

Leave a Comment