নোবেল পুরস্কার ২০২২ বিজেতাদের তালিকা – Nobel Prize 2022 Winners list in Bengali

Rate this post

নোবেল পুরস্কার ২০২২ বিজেতাদের তালিকা: ১৯০১ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার (সুয়েডীয়: Nobelpriset নোবেল্‌প্রীসেৎ) প্রবর্তিত হয়। ঐ বছর থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্যসাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক তুলনারহিত কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

মোট পাঁচটি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হলো: পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য এবং শান্তি।নোবেল পুরস্কারকে এ সকল ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়।নোবেল পুরস্কারপ্রাপ্তদেরকে ইংরেজিতে নোবেল লরিয়েট বলা হয়।

Nobel Prize 2022 Winners list in Bengali: আজ নোবেল পুরস্কার 2022 বিজয়ীদের তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে ২০২২ সালের সমস্ত নোবেল বিজয়ীর নাম, দেশ ও ক্ষেত্র লিপিবদ্ধ রয়েছে। বিভিন্ন চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স-এর বিষয় হিসাবে নোবেল পুরস্কার থেকে অবশ্যই প্রশ্ন আসবে। যেমন:- –2022 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে?, 2022 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে?২০২২ সাহিত্যে নোবেল বিজয়ী কে? ইত্যাদি।

নোবেল পুরস্কার ২০২২ বিজেতাদের তালিকা

নোবেল পুরস্কার ২০২২ বিজেতাদের তালিকা নিচে দেওয়া রইলো।

মেডিসিন

  • ২০২২ সালে মেডিসিন নোবেল পুরস্কার পেয়েছেন – সোভান্তে পাবো
  • সোভান্তে পাবো সুইডেনের বাসিন্দা।
  • বিলুপ্ত হোমিনিন এবং মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে ।

পদার্থবিজ্ঞান

  • ২০২২ সালে পদার্থবিজ্ঞানে তিনজন যুগ্মভাবে নোবেল পুরস্কার জিতেছেন।
  • এই তিনজন হলেন –
    • ফ্রান্সের অ্যালেন অ্যাসপেক্ট
    • অস্ট্রেলিয়ার অ্যাটন জেলিঙ্গার এবং
    • আমেরিকার জন ক্লজার
  • কোয়ান্টাম ইনফরমেশনের দুনিয়ায় অভাবনীয় সাফল্যের জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হয়েছে।

রসায়ন

  • ২০২২ সালে রসায়নে তিনজনকে যুগ্মভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
  • এই তিনজন হলেন –
    • আমেরিকার ক্যারোলিন আর. বার্তোজি
    • ডেনমার্কের মর্টেন মেল্ডল এবং
    • আমেরিকার কে. ব্যারি সার্পলেস
  • ক্লিক কেমিস্ট্রি এবং বায়োর্থোগোনাল কেমিস্ট্রির উন্নয়নের জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হয়েছে।
  • উল্লেখ্য যে কে. ব্যারি সার্পলেস এর আগে ২০০১ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। দুবার নোবেল পুরস্কার পাওয়া পঞ্চম ব্যক্তি তিনি।

সাহিত্য

  • ৬ই অক্টোবর এবারের সাহিত্যে নোবেল পুরস্কার বিজেতার নাম ঘোষণা করা হয়েছে।
  • ২০২২ সালে সাহিত্যে নোবেল পেয়েছেন অ্যানি এরনও
  • অ্যানি এরনও ফ্রান্সের বাসিন্দা।
  • তিনি ১৭তম মহিলা যিনি সাহিত্যে নোবেল পেয়েছেন।

শান্তি

  • ৭ই অক্টোবর এবারের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
  • ২০২২ সালে শান্তিতে যুগ্ম ভাবে নোবেল পেয়েছেন – বেলারুশের মানবাধিকার কর্মী আলেস বিলিয়াতস্কি, রুশ মানবাধিকার সংস্থা মেমোরিয়াল ও ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিস
  • তারা যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহার নথিভুক্ত করার জন্য একটি অসামান্য চেষ্টা করেছে। তারা একসঙ্গে শান্তি ও গণতন্ত্রের জন্য নাগরিক সমাজের তাৎপর্য প্রদর্শন করে।

অর্থনীতি

  • ২০২২ সালে তিনজন যুগ্মভাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ।
  • এই তিনজন হলেন – আমেরিকার বেন বার্নান, ডগলাস ডায়মন্ড এবং ফিলিপ ডিবভিগ।
  • বৃদ্ধি বা আর্থিক বিপর্যয়ের ক্ষেত্রে ব্যাঙ্কগুলির ভূমিকা কতটা। কোনও দেশের আর্থিক হাল সে দেশের ব্যাঙ্কগুলির পেশাদারি দক্ষতা এবং কার্যকলাপের উপর কী ভাবে বা নির্ভর করে। কী ভাবেই বা তা প্রভাব ফেলতে থাকে স্থান-কালের গণ্ডি অতিক্রম করে? – এই প্রশ্নগুলির উত্তর খোঁজার জন্য তাদের অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে ।

Leave a Comment