বাংলাদেশে কে কাকে শপথ বাক্য পাঠ করান: আজ কে কাকে শপথ বাক্য পাঠ করান PDF টি আপনাদের দিচ্ছি, যেটিতে ভারতের বিভিন্ন পদাধিকারী ব্যক্তিদের যিনি শপথ পাঠ করান, সেই তথ্য আছে।
Oath Of Office In Bangladesh: রাষ্ট্রবিজ্ঞান ও ভারতের সংবিধানের অংশ হিসাবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে; যেমন- রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান?, হাইকোর্টের বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান?, রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান?, মুখ্যমন্ত্রী কে কে শপথ বাক্য পাঠ করান?, স্পিকারকে শপথ বাক্য পাঠ করান কে?, প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান?, ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? ইত্যাদি।
বাংলাদেশে কে কাকে শপথ বাক্য পাঠ করান – Oath Of Office In Bangladesh
নং | পদাধিকারী | যিনি শপথ পড়ান |
---|---|---|
১ | রাষ্ট্রপতি | সংসদের স্পিকার |
২ | স্পিকার | রাষ্ট্রপতি |
৩ | ডেপুটি স্পিকার | রাষ্ট্রপতি |
৪ | প্রধানমন্ত্রী | রাষ্ট্রপতি |
৫ | মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী | রাষ্ট্রপতি |
৬ | সংসদ সদস্যদের | স্পিকার |
৭ | প্রধান বিচারপতি | রাষ্ট্রপতি |
৮ | অন্যান্য বিচারপতি | প্রধান বিচারপতি |
৯ | ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান | জেলা প্রশাসক |
১০ | ইউনিয়ন মেম্বার | উপজেলা নির্বাহী কর্মকর্তা |
১১ | জেলা পরিষদের সদস্যরা | পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী |
১২ | নির্বাচন কমিশনার | প্রধান বিচারপতি |
১৩ | পৌরসভার মেয়র-কাউন্সিলর | বিভাগীয় কমিশনার |
১৪ | মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক | প্রধান বিচারপত |
১৫ | সিটি কর্পোরেশনের কাউন্সিলর | স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী |
১৬ | সিটি কর্পোরেশনের মেয়র | প্রধানমন্ত্রী |