সামরিক বাহিনীতে অফিসারদের পদ মর্যাদা – Officer Ranks in Indian Army | Navy | Air Force

Rate this post

সামরিক বাহিনীতে অফিসারদের পদ মর্যাদা – Officer Ranks in Indian Army | Navy | Air Force: আজ সামরিক বাহিনীতে অফিসারদের পদ মর্যাদা PDF টি দিচ্ছি, যেটিতে ভারতের সেনা বাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে নিযুক্ত অফিসারদের পদ ক্রমের তালিকা দেওয়া আছে। পুলিশের চাকরীর পরীক্ষা ও অন্যান্য যাবতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- ইন্ডিয়ান আর্মিতে শীর্ষ পদের নাম কী? ভারতীয় নেভিতে শীর্ষ পদের নাম কী? ইত্যাদি।

সামরিক বাহিনীতে অফিসারদের পদ মর্যাদা

ইন্ডিয়ান আর্মিইন্ডিয়ান নেভিইন্ডিয়ান এয়ারফোর্স
ফিল্ড মার্শালঅ্যাডমিরাল অফ দ্য ফ্লিটমার্শাল অফ এয়ারফোর্স
জেনারেলঅ্যাডমিরালএয়ার চিফ মার্শাল
লেফটেন্যান্ট জেনারেলভাইস অ্যাডমিরালএয়ার মার্শাল
মেজর জেনারেলরিয়ার অ্যাডমিরালএয়ার ভাইস মার্শাল
ব্রিগেডিয়ারকমোডোরএয়ার কমোডোর
কলোনেলক্যাপ্টেনগ্রুপ ক্যাপ্টেন
লেফটেন্যান্ট কলোনেলকমান্ডারউইং কমান্ডার
মেজরলেফটেন্যান্ট কমান্ডারস্কোয়াড্রন লিডার
ক্যাপ্টেনলেফটেন্যান্টফ্লাইট লেফটেন্যান্ট
লেফটেন্যান্টসাব লেফটেন্যান্টফ্লাইং অফিসার

Leave a Comment