সামরিক বাহিনীতে অফিসারদের পদ মর্যাদা – Officer Ranks in Indian Army | Navy | Air Force: আজ সামরিক বাহিনীতে অফিসারদের পদ মর্যাদা PDF টি দিচ্ছি, যেটিতে ভারতের সেনা বাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে নিযুক্ত অফিসারদের পদ ক্রমের তালিকা দেওয়া আছে। পুলিশের চাকরীর পরীক্ষা ও অন্যান্য যাবতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- ইন্ডিয়ান আর্মিতে শীর্ষ পদের নাম কী? ভারতীয় নেভিতে শীর্ষ পদের নাম কী? ইত্যাদি।
সামরিক বাহিনীতে অফিসারদের পদ মর্যাদা
ইন্ডিয়ান আর্মি | ইন্ডিয়ান নেভি | ইন্ডিয়ান এয়ারফোর্স |
---|---|---|
ফিল্ড মার্শাল | অ্যাডমিরাল অফ দ্য ফ্লিট | মার্শাল অফ এয়ারফোর্স |
জেনারেল | অ্যাডমিরাল | এয়ার চিফ মার্শাল |
লেফটেন্যান্ট জেনারেল | ভাইস অ্যাডমিরাল | এয়ার মার্শাল |
মেজর জেনারেল | রিয়ার অ্যাডমিরাল | এয়ার ভাইস মার্শাল |
ব্রিগেডিয়ার | কমোডোর | এয়ার কমোডোর |
কলোনেল | ক্যাপ্টেন | গ্রুপ ক্যাপ্টেন |
লেফটেন্যান্ট কলোনেল | কমান্ডার | উইং কমান্ডার |
মেজর | লেফটেন্যান্ট কমান্ডার | স্কোয়াড্রন লিডার |
ক্যাপ্টেন | লেফটেন্যান্ট | ফ্লাইট লেফটেন্যান্ট |
লেফটেন্যান্ট | সাব লেফটেন্যান্ট | ফ্লাইং অফিসার |