দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th জুলাই 2024 | One Liner Current Affairs 26th July 2024

5/5 - (1 vote)

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th জুলাই 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় One Liner Current Affairs 26th July 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th জুলাই 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে One Liner Current Affairs 26th July 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th জুলাই 2024 | One Liner Current Affairs 26th July 2024

1. আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ঘোষণা অনুযায়ী 2030 শীতকালীন অলিম্পিকের আসর বসতে চলেছে ফ্রান্সে।

2. প্যারিসের Grevin Museum প্রথম বলিউড অভিনেতা হিসেবে শাহরুখ খানকে গোল্ড কয়েনে সম্মানিত করলো।

3. তেলেঙ্গানা সরকার সম্প্রতি যক্ষ্মা-মুক্ত মডেল ‘Project Swasthya Nagaram’ লঞ্চ করলো।

4. পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস আটকাতে অ্যান্টি-পেপার লিক বিল পাশ করালো বিহার।

5. মুম্বাই ক্রিকেট এসোসিয়েশনের কনিষ্ঠতম প্রেসিডেন্ট হিসেবে আজিঙ্ক নায়েক কে নির্বাচিত করা হলো।

6. কিউরেটর এবং লেখক Rahaab Allana কে French Arts and Letters Insignia -এ সম্মানিত করলো ফ্রেঞ্চ সরকার।

7. FAO রিপোর্ট অনুযায়ী 2010 থেকে 2020 তে ভারতে 266,000 হেক্টর অরণ্য বৃদ্ধি পেয়েছে, এই তালিকায় শীর্ষে রয়েছে চীন।

8. US সিক্রেট সার্ভিসের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে Ronald L. Rowe Jr. কে নিযুক্ত করা হলো।

9. United Nations Relief and Works Agency for Palestinian Refugees (UNRWA) কে সন্ত্রাসবাদী সংস্থা হিসেবে ঘোষণার জন্য ইজরায়েলের পার্লামেন্টে বিল পাশ হলো।

10. এস্টোনিয়ার নব নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন Kristen Michal.

আরও পড়ুন:

Leave a Comment