পোলার ভার্টেক্স উৎপত্তি – একটি আবহিক দুর্যোগ – Polar Vortex

Rate this post

পোলার ভার্টেক্স উৎপত্তি – একটি আবহিক দুর্যোগ – Polar Vortex

পোলার ভার্টেক্স সম্পর্কে প্রথম বর্ননা করা হয় ১৮৫৩ সালে এবং এটি বৈজ্ঞানিক ভাবে রেডিওসন্ড  (Radiosonde) পর্যবেক্ষনের দ্বারা ট্রপোপজের ঊদ্ধে প্রায় ২০কিমির অধিক উচ্চতায় ১৯৫২ সালে আবিষ্কৃত হয়। পোলার ভার্টেক্স – মেরু সাইক্লোন, সুমেরু হ্যারিকেন, মেরু নিম্ন অথবা মেরু টর্নেডো নামেও পরিচিত।   

এটি একটি বৃহৎ আকারের সাইক্লোন যা সুমেরু ও কুমেরু অঞ্চলের মেরুদেশীয় উচ্চচাপ অঞ্চল কে ঘিরে মেরু সীমান্তের নিকট অবস্থান করে।

দক্ষিন গোলার্ধে শীতকালে যখন তাপ ঢাল খুব খাড়া হয় পোলার ভার্টেক্স টি খুব শক্তিশালী হয় এবং গ্রীষ্মের আগমনের সাথে এটি বিলুপ্ত হয়। পোলার ভার্টেক্সর মূলত শীতকালে আগমন ঘটে ও গ্রীষ্মকালে ক্রমশ দূর্বল হয়ে পরে।

Table of Contents

উৎপত্তি (Origin)

পোলার ভার্টেক্সের উৎপত্তি ও পৃথিবীর তাপমাত্রার উপর প্রভাব এখনও অবধি বিজ্ঞানীদের দ্বারা সঠিক ভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। তবে বিজ্ঞানীরা মনে করেন যে পৃথিবীর মেরু অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হলে মেরু আবর্তনের কারণে পোলার ভার্টেক্স সৃষ্টি হয়। মেরুর ঘূর্নন বায়ুকে অধিক উচ্চতা (ঊব্ধ ট্রপোস্ফিয়ার) থেকে স্পাইরাল আকারে নিচে নামতে থাকে। এটি বৃহৎ আকারের সাইক্লোন যা পৃথিবীর দুটি মেরুকে বেষ্টন করে অবস্থান করে। ১০০০ কিমির অধিক এলাকা জুড়ে বিস্তৃত পোলার ভার্টেক্স উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে ও দক্ষিন গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে আবর্তণ করে।

উত্তর গোলার্ধে পোলার ভার্টেক্সের দুটি কেন্দ্র আছে – (১) একটি কানাডা বাফিন দ্বীপের (Baffin Island) নিকট এবং (২) উত্তর-পূর্ব সাইবেরিয়া থেকে বৈকাল হ্রদের উত্তর পর্যন্ত। দক্ষিন গোলার্ধে এটি ১৬০ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশের নিকট রোজ আইস সেলফের ধারে অবস্থান করে। দক্ষিন গোলার্ধে পোলার ভার্টেক্সের মধ্যবর্তী অঞ্চলে বসন্তকালে (আগস্ট ও সেপ্টেম্বর) ওজোন গহ্বরের বিস্তৃতি সর্বাধিক হয়।

দক্ষিন গোলার্ধে পোলার ভার্টেক্স টি অনেকটা সুস্থির ও স্পষ্ট উত্তর গোলার্ধের তুলনায় কারণ উত্তর গোলার্ধে উচ্চ অক্ষাংশে পাহাড় পর্বতের উপস্থিতি রসবি তরঙ্গের সৃষ্টি করে, যা পোলার ভার্টেক্স টি কে ভেঙ্গে দেয় কিন্তু দক্ষিন গোলার্ধে সে রকম কোনো অবস্থার সৃষ্টি না হওয়ায়, তা অনেকটা স্থির থাকে। পোলার ভার্টেক্সের ভাঙন একটি চূড়ান্ত ঘটনা যা sudden stratospheric warming নামে পরিচিত, এখানে ভার্টেক্স টি সম্পূর্ন রূপে ভেঙ্গে যায় এবং অল্প দিনের মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রা ৩০-৫০ ডিগ্রি বেড়ে যায়।

স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রার এই হঠাৎ পরিবর্তণ ট্রপোস্ফিয়ারে নিম্নস্তরেও পরিবর্তনে বাধ্য করে, ফল স্বরূপ পোলার ভার্টেক্সের শক্তি বৃদ্ধি পায় ও মেরু প্রদেশে তীব্র শীতের সৃষ্টি হয়।

আকৃতি (Shape)

সুমেরু ভার্টেক্স উপবৃত্তাকার আকৃতির হয়, যার ২ টি কেন্দ্র থাকে। ১৯৮৫ সালের জানুয়ারি মাসে পোলার ভার্টেক্সের দক্ষিণমুখী চলনের ফলে Arctic outbeak ঘটে। ফলে শীতল মেরু বায়ু উত্তর আমেরিকার মেক্সিকো উপসাগর পর্যন্ত প্রসারিত হয়েছিল । এই Arctic outbeak এর ফলে উত্তর আমেরিকায় ২০১৩ এর ডিসেম্বরে ও ২০১৪ এর জানুয়ারি মাসে তাপমাত্রা অনেক কমে গিয়েছিল। গত দশকে পোলার ভার্টেক্স এর সংখ্যা অনেক তাই বৃদ্ধি পেয়েছে। 

Leave a Comment