বাংলাদেশের বিভিন্ন নদ-নদীর উৎপত্তিস্থল

Rate this post

বাংলাদেশের বিভিন্ন নদ-নদীর উৎপত্তিস্থল: দক্ষিণ এশিয়ায় অন্তর্গত বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। শাখা-প্রশাখাসহ প্রায় ৩১০ টি নদ-নদী বিপুল জলরাশি নিয়ে ২৪,১৪০ কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ২০০৫ সালে বাংলাদেশের নদ-নদী শীর্ষক গ্রন্থে বলেছে নদ-নদীর সংখ্যা ৩১০টি। এরপর ২০১১ সালে নদ-নদীর সংখ্যা হয় ৪০৫ টি।

বাংলাদেশের অধিকাংশ এলাকাই শত শত নদীর মাধ্যমে বয়ে আসা পলি মাটি জমে তৈরি হয়েছে। বাংলাদেশের প্রধান প্রধান নদ-নদীসমূহের তালিকা নিম্নে প্রদান করা হলঃ

নদীমাতৃক বাংলাদেশে অসংখ্য নদনদীর মধ্যে অনেকগুলো আকার এবং গুরুত্বে বিশাল। এসব নদীকে বড় নদী হিসেবে উল্লেখ করা হয়। বৃহৎ নদী হিসেবে কয়েকটিকে উল্লেখ করা যায় এমন নদীসমূহ হচ্ছে: পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলি, শীতলক্ষ্যা, গোমতী ইত্যাদি।

বাংলাদেশের বিভিন্ন নদ-নদীর উৎপত্তিস্থল

নংনদীর নামউৎপত্তিস্থল – উৎস
গঙ্গা / পদ্মা হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে
মেঘনাআসামের লামা মনিপুর পাহাড়ের দক্ষিণ দিকে অবস্থিত লুসাই পাহাড় থেকে
যমুনা/ব্রহ্মপুত্র তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে 
কর্ণফুলীমিজোরামের লুসাই পাহাড় থেকে 
নাফ ও সাঙ্গুমায়ানমার-বাংলাদেশ সীমানার আরাকান পাহাড় থেকে 
তিস্তাসিকিমের পর্বত অঞ্চল 
মাতামুহুরীলামার মাইভার পর্বত 
করোতোয়াসিকিমের পর্বত অঞ্চল 
মহানন্দাহিমালয় পর্বতমালার মহালদিরাম পাহাড়ে 
১০হালদাখাগড়াছড়ির বাটনাতলী পাহাড়ি এলাকা
১১বরাকনাগা -মনিপুরী পাহাড়ের দক্ষিণের লুসাই পাহাড় থেকে
১২ফেনীত্রিপুরার পার্বত্য অঞ্চল
১৩গোমতীত্রিপুরা পাহাড়ের ডুমুর থেকে
১৪মনুত্রিপুরা পাহাড় থেকে
১৫কংশশিলং মালভূমির গারো পাহাড়

Leave a Comment