পদ্মা সেতু সম্পর্কিত তথ্য ও প্রশ্ন উত্তর – পদ্মা সেতু প্রশ্ন উত্তর: পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়। এই দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মাওয়া প্রান্ত দিয়ে টোল প্রদান করে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে আরোহণ করেন এবং এর মাধ্যমে সেতুটি উন্মুক্ত করা হয়।
পদ্মা সেতুর নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত। দুই স্তর বিশিষ্ট ইস্পাত ও কংক্রিট নির্মিত ট্রাসের এই সেতুর উপরের স্তরে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় তৈরি সেতুটি ৪১টি স্প্যান নিয়ে গঠিত, প্রতিটি স্প্যান লম্বায় ১৫০.১২ মিটার (৪৯২.৫ ফুট) এবং চওড়ায় ২২.৫ মিটার (৭৪ ফুট)। সেতুটির মোট দৈর্ঘ্য ৬.১৫ কিমি (৩.৮২ মাইল)। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু, স্প্যান সংখ্যা ও মোট দৈর্ঘ্য উভয়ের দিক থেকে গঙ্গা নদীর উপর নির্মিত দীর্ঘতম সেতু এবং ১২০ মিটার (৩৯০ ফুট) গভীরতাযুক্ত বিশ্বের গভীরতম পাইলের সেতু। সেতুটি চালু হওয়ার পর বাংলাদেশের জিডিপি ১.২ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
পদ্মা সেতু সম্পর্কিত তথ্য ও প্রশ্ন উত্তর
১ | পদ্মা সেতুর প্রকল্পের নাম | পদ্মা বহুমুখী সেতু প্রকল্প |
২ | পদ্মা সেতুর দৈর্ঘ্য | ৬.১৫ কিলোমিট |
৩ | পদ্মা সেতুর প্রস্থ | ৭২ ফুট |
৪ | পদ্মা সেতু নির্মাণের আনুষ্ঠানিক চুক্তি | ১৭ই জুন, ২০১৪ইং সালে বাংলাদেশ সরকার এবং চিনা চায়না মেজর ব্রিজ কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয় |
৫ | পদ্মা সেতুতে যা যা থাকবে | বিদ্যুৎ, গ্যাস এবং অপটিক্যাল ফাইবার লাইন |
৬ | পদ্মা সেতুর কাজ | মূল সেতু, নদী শাসন, জাজিরা সংযোগকারী সড়ক, টোল প্লাজা |
৭ | পদ্মা সেতুর ধরন | দ্বিতল বিশিষ্ট কংক্রিট এবং স্টিল দ্বারা নির্মিত এই সেতু |
৮ | পদ্মা সেতুর নকশা | এইসিওএমের নেতৃত্বে আন্তর্জাতিক এবং জাতীয় পরামর্শকদের নিয়ে একটি দল গঠন করা হয়। আর তারাই হচ্ছে পদ্মা সেতুর নকশা পরামর্শদাতা |
৯ | পদ্মা সেতুর পাইলিং গভীরতা | ৩৮৩ ফুট |
১০ | পদ্মা সেতুর পিলার কয়টি | ৪২ টি |
১১ | পদ্মা সেতুর প্যানেলের সভাপতির নাম | অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী |
১২ | পদ্মা সেতুর প্রকল্প নদী শাসন | দুই পারে প্রায় ১২ কিলোমিটার |
১৩ | পদ্মা সেতুর প্রকল্প ব্যয় | ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা |
১৪ | পদ্মা সেতুর প্রকল্পের চুক্তিবদ্ধ কম্পানি | চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড |
১৫ | পদ্মা সেতুর প্রকল্পের জনবল | প্রায় ৪ হাজার |
১৬ | পদ্মা সেতুর প্রতিটি পিলারের জন্য পাইলিং | ৬ টি |
১৭ | পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার | ৮১ টি |
১৮ | পদ্মা সেতুর ভায়াডাক্ট: | ৩.১৮ কিলোমিট |
১৯ | পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা | ২৬৪ টি |
২০ | পদ্মা সেতুর রেল লাইনের অবস্থান | পদ্মা সেতুর রেল লাইনের অবস্থান নিচতলায় |
২১ | পদ্মা সেতুর সংযোগ সড়ক | দুই প্রান্তে প্রায় ১৪ কিলোমিটার |
২২ | পদ্মা সেতুর স্প্যান বিশেষজ্ঞ দল সদস্য সংখ্যা | ১১ জন |
২৩ | পদ্মা সেতুর স্প্যান সংখ্যা | ৪১ লেন |
২৪ | পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা | ৬০ ফুট |
পদ্মা সেতু প্রশ্ন ও উত্তর :
Q. পদ্মা সেতুর প্রকল্পের প্রকৃত নাম কী?
Ans: পদ্মা বহুমুখী সেতু প্রকল্প ।
Q. পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় কবে থেকে?
Ans: ৭ ডিসেম্বর ২০১৪ সালে
Q. পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয় কবে?
Ans: ২৩শে জুন ২০২২
Q. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
Ans: ৬.১৫ কি.মি.
Q. পদ্মা সেতুর প্রস্থ কত?
Ans: ১৮.১৮ মিটার
Q. পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?
Ans: চাইনা মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিঃ
Q. পদ্মা সেতুর লিড ডিজাইনার কে ছিলেন?
Ans: ব্রিটিশ নাগরিক রবিন শ্যাম
Q. পদ্মা সেতুতে কাজ করা প্রথম বাঙালী মহিলা প্রকৌশলী কে?
Ans: ইশরাত জাহান ইশি