বিভিন্ন দেশের পার্লামেন্ট – বিভিন্ন দেশের আইন সভার নাম: সংসদ ((Bharatiya Sansad)) ভারতের সর্বোচ্চ যুক্তরাষ্ট্রীয় ন্যায়বিভাগ। ভারতের রাষ্ট্রপতি, লোকসভা নামক নিম্নকক্ষ ও রাজ্যসভা নামক উচ্চকক্ষ নিয়ে ভারতের সংসদ গঠিত। নতুন দিল্লির সংসদ মার্গের সংসদ ভবনে এটি অবস্থিত। সংস্কৃত সংসদ (অর্থাৎ, সভা বা পরিষদ) থেকে এই নামটি গৃহীত হয়েছে। কোনও প্রস্তাব আইনে পরিণত করতে সংসদের উভয় কক্ষে তা উত্তীর্ণ হয়ে রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হতে হয়। ভবনের কেন্দ্রীয় কক্ষটি সংসদের যৌথ অধিবেশনের জন্য ব্যবহৃত হয়।
বিভিন্ন দেশের পার্লামেন্ট – বিভিন্ন দেশের আইন সভার নাম
ক্রম | দেশ | আইনসভার নাম |
---|---|---|
১ | অস্ট্রেলিয়ার আইন সভার নাম | পার্লামেন্ট |
২ | আইসল্যান্ডের আইন সভার নাম | আলথিং |
৩ | আফগানিস্তানের আইন সভার নাম | লয়াজিরগা |
৪ | আয়ারল্যান্ডের আইন সভার নাম | ডেল আয়ারম্যূান বা ওয়ারেখটাস |
৫ | ইতালির আইন সভার নাম | সিনেট |
৬ | ইন্দোনেসিয়ার আইন সভার নাম | পিপল্স কনসাল্টেটিভ অ্যাসেম্বলি |
৭ | ইরানের আইন সভার নাম | মজলিস |
৮ | ইসরাইলের আইন সভার নাম | নেসেট |
৯ | উত্তর কোরিয়ার আইন সভার নাম | সুপ্রিম পিপল্স অ্যাসেম্বলি |
১০ | কানাডার আইন সভার নাম | পার্লামেন্ট |
১১ | কেপভার্দের আইন সভার নাম | পিপল্স ন্যাশনাল অ্যাসেম্বলি |
১২ | গ্রানাডার আইন সভার নাম | হাউজ অব রিপ্রেজেন্টেটিভ |
১৩ | গ্রিসের আইন সভার নাম | চেম্বার অব ডেপুটিজ |
১৪ | চীনের আইন সভার নাম | কংগ্রেস |
১৫ | জাপানের আইন সভার নাম | ডায়েট |
১৬ | জায়ারের আইন সভার নাম | ন্যাশনাল লেজিসলেটিভ কাউন্সিল |
১৭ | জার্মানির আইন সভার নাম | রাইখস্ট্যাগ |
১৮ | ডেনমার্কের আইন সভার নাম | ফোকেট |
১৯ | তাই্ওয়ানের আইন সভার নাম | উয়ান |
২০ | তুরস্কের আইন সভার নাম | গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি |
২১ | দক্ষিণ আফ্রিকার আইন সভার নাম | হাউজ অব অ্যাসেম্বলি |
২২ | নরওয়ের আইন সভার নাম | স্টরটিং |
২৩ | নিইজিল্যান্ডের আইন সভার নাম | হাউজ অব রিপ্রেজেন্টেটিভ |
২৪ | নেদারল্যান্ডের আইন সভার নাম | স্ট্যাটেড জেনারেল |
২৫ | নেপালের আইন সভার নাম | কংগ্রেস বা পঞ্চায়েত |
২৬ | পাকিস্তানের আইন সভার নাম | জাতীয় পরিষদ বা সিনেট |
২৭ | পোলেন্ডের আইন সভার নাম | সীম |
২৮ | ফ্রান্সের আইন সভার নাম | চেম্বার |
২৯ | বাংলাদেশের আইন সভার নাম | জাতীয় সংসদ |
৩০ | ব্রাজিল এর আইন সভার নাম | ন্যাশনাল কংগ্রেস |
৩১ | ভারতের আইন সভার নাম | লোকসভা বা রাজ্যসভা |
৩২ | ভুটানের আইন সভার নাম | সোংডু |
৩৩ | মঙ্গোলিয়ার আইন সভার নাম | থুরাল |
৩৪ | মায়ানমারের আইন সভার নাম | পিথু ইটার্ড |
৩৫ | মালদ্বীপের আইন সভার নাম | মজলিস |
৩৬ | মালয়েশিয়ার আইন সভার নাম | মজলিস |
৩৭ | মিশরের আইন সভার নাম | দারুল আওয়াম |
৩৮ | যুক্তরাজ্যের আইন সভার নাম | পার্লামেন্ট |
৩৯ | যুক্তরাষ্ট্রের আইন সভার নাম | কংগ্রেস |
৪০ | রাশিয়ার আইন সভার নাম | সুপ্রিম সোভিয়েত অ্যাসেম্বলি |
৪১ | রুমানিয়ার আইন সভার নাম | গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি |
৪২ | লিথুনিয়ার আইন সভার নাম | সিসাম |
৪৩ | লিবিয়ার আইন সভার নাম | জেনারেল পিপল্স কংগ্রেস |
৪৪ | সিরিয়ার আইন সভার নাম | পিপল্স কাউন্সিল |
৪৫ | সুইজারল্যান্ডের আইন সভার নাম | ফেডারেল অ্যাসেম্বলি |
৪৬ | সুইডেনের আইন সভার নাম | রিক্সড্যাগ |
৪৭ | সেসেলসের আইন সভার নাম | পিপল্স কাউন্সিল |
৪৮ | স্পেনের আইন সভার নাম | ক্রেটস |
৪৯ | হাইতির আইন সভার নাম | চেম্বর অব ডেপুটিজ সিনেট |
৫০ | হাঙ্গেরির আইন সভার নাম | ন্যাশনাল অ্যাসেম্বলি |