বিভিন্ন দেশের পার্লামেন্ট – বিভিন্ন দেশের আইন সভার নাম

Rate this post

বিভিন্ন দেশের পার্লামেন্ট – বিভিন্ন দেশের আইন সভার নাম: সংসদ ((Bharatiya Sansad)) ভারতের সর্বোচ্চ যুক্তরাষ্ট্রীয় ন্যায়বিভাগ। ভারতের রাষ্ট্রপতি, লোকসভা নামক নিম্নকক্ষ ও রাজ্যসভা নামক উচ্চকক্ষ নিয়ে ভারতের সংসদ গঠিত। নতুন দিল্লির সংসদ মার্গের সংসদ ভবনে এটি অবস্থিত। সংস্কৃত সংসদ (অর্থাৎ, সভা বা পরিষদ) থেকে এই নামটি গৃহীত হয়েছে। কোনও প্রস্তাব আইনে পরিণত করতে সংসদের উভয় কক্ষে তা উত্তীর্ণ হয়ে রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হতে হয়। ভবনের কেন্দ্রীয় কক্ষটি সংসদের যৌথ অধিবেশনের জন্য ব্যবহৃত হয়।

বিভিন্ন দেশের পার্লামেন্ট – বিভিন্ন দেশের আইন সভার নাম

ক্রমদেশআইনসভার নাম
অস্ট্রেলিয়ার আইন সভার নামপার্লামেন্ট
আইসল্যান্ডের আইন সভার নামআলথিং
আফগানিস্তানের আইন সভার নামলয়াজিরগা
আয়ারল্যান্ডের আইন সভার নামডেল আয়ারম্যূান বা ওয়ারেখটাস
ইতালির আইন সভার নামসিনেট
ইন্দোনেসিয়ার আইন সভার নামপিপল্স কনসাল্টেটিভ অ্যাসেম্বলি
ইরানের আইন সভার নামমজলিস
ইসরাইলের আইন সভার নামনেসেট
উত্তর কোরিয়ার আইন সভার নামসুপ্রিম পিপল্স অ্যাসেম্বলি
১০কানাডার আইন সভার নামপার্লামেন্ট
১১কেপভার্দের আইন সভার নামপিপল্স ন্যাশনাল অ্যাসেম্বলি
১২গ্রানাডার আইন সভার নামহাউজ অব রিপ্রেজেন্টেটিভ
১৩গ্রিসের আইন সভার নামচেম্বার অব ডেপুটিজ
১৪চীনের আইন সভার নামকংগ্রেস
১৫জাপানের আইন সভার নামডায়েট
১৬জায়ারের আইন সভার নামন্যাশনাল লেজিসলেটিভ কাউন্সিল
১৭জার্মানির আইন সভার নামরাইখস্ট্যাগ
১৮ডেনমার্কের আইন সভার নামফোকেট
১৯তাই্ওয়ানের আইন সভার নামউয়ান
২০তুরস্কের আইন সভার নামগ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি
২১দক্ষিণ আফ্রিকার আইন সভার নামহাউজ অব অ্যাসেম্বলি
২২নরওয়ের আইন সভার নামস্টরটিং
২৩নিইজিল্যান্ডের আইন সভার নামহাউজ অব রিপ্রেজেন্টেটিভ
২৪নেদারল্যান্ডের আইন সভার নামস্ট্যাটেড জেনারেল
২৫নেপালের আইন সভার নামকংগ্রেস বা পঞ্চায়েত
২৬পাকিস্তানের আইন সভার নামজাতীয় পরিষদ বা সিনেট
২৭পোলেন্ডের আইন সভার নামসীম
২৮ফ্রান্সের আইন সভার নামচেম্বার
২৯বাংলাদেশের আইন সভার নামজাতীয় সংসদ
৩০ব্রাজিল এর আইন সভার নামন্যাশনাল কংগ্রেস
৩১ভারতের আইন সভার নামলোকসভা বা রাজ্যসভা
৩২ভুটানের আইন সভার নামসোংডু
৩৩মঙ্গোলিয়ার আইন সভার নামথুরাল
৩৪মায়ানমারের আইন সভার নামপিথু ইটার্ড
৩৫মালদ্বীপের আইন সভার নামমজলিস
৩৬মালয়েশিয়ার আইন সভার নামমজলিস
৩৭মিশরের আইন সভার নামদারুল আওয়াম
৩৮যুক্তরাজ্যের আইন সভার নামপার্লামেন্ট
৩৯যুক্তরাষ্ট্রের আইন সভার নামকংগ্রেস
৪০রাশিয়ার আইন সভার নামসুপ্রিম সোভিয়েত অ্যাসেম্বলি
৪১রুমানিয়ার আইন সভার নামগ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি
৪২লিথুনিয়ার আইন সভার নামসিসাম
৪৩লিবিয়ার আইন সভার নামজেনারেল পিপল্স কংগ্রেস
৪৪সিরিয়ার আইন সভার নামপিপল্স কাউন্সিল
৪৫সুইজারল্যান্ডের আইন সভার নামফেডারেল অ্যাসেম্বলি
৪৬সুইডেনের আইন সভার নামরিক্সড্যাগ
৪৭সেসেলসের আইন সভার নামপিপল্স কাউন্সিল
৪৮স্পেনের আইন সভার নামক্রেটস
৪৯হাইতির আইন সভার নামচেম্বর অব ডেপুটিজ সিনেট
৫০হাঙ্গেরির আইন সভার নামন্যাশনাল অ্যাসেম্বলি

Leave a Comment