ভারতীয় সংবিধানের বিভিন্ন অংশ – ধারা ও তাদের বিষয়বস্তু – Parts of Indian Constitution

Rate this post

ভারতীয় সংবিধানের বিভিন্ন অংশ – ধারা ও তাদের বিষয়বস্তু – Parts of Indian Constitution: আজ ভারতের সংবিধানের বিভিন্ন ধারা ও বিষয়বস্তু তালিকা PDF টি আপনাদের সবার জন্য প্রদান করা হলো, যাতে সংবিধানের ধারা সম্পর্কে জানতে পারেন। আপনারা জানেন WBCS, CGL, MTS, WBP সহ সমস্ত চাকরির পরীক্ষাতে সংবিধান থেকে প্রশ্ন আসে। যেমন:- জরুরি অবস্থা কোন ধারায় বর্ণিত আছে? সংবিধানের কোন ধারায় রাষ্ট্রের নির্দেশমূলক নীতি সমূহের উল্লেখ আছে? ইত্যাদি।

ভারতীয় সংবিধানের বিভিন্ন অংশ – ধারা ও তাদের বিষয়বস্তু – Parts of Indian Constitution

অংশ – Partধারা – Articleবিষয়বস্তু
অংশ-১১-৪ভারতীয় ভু-খন্ড, প্রশাসন, নতুন রাজ্যের গঠন
অংশ-২৫-১১নাগরিকতা সম্পর্কিত
অংশ-৩১২-৩৫মৌলিক অধিকার সম্পর্কিত
অংশ-৪৩৬-৫১রাষ্ট্রের নির্দেশমূলক নীতি সমূহ
অংশ-৪(ক)৫১ (ক)মৌলিক কর্তব্য সম্পর্কিত
অংশ-৫৫২-১৫১কেন্দ্রের শাসনব্যবস্থা ও সরকার
অংশ-৬১৫২-২৩৭রাজ্যের শাসনব্যবস্থা ও সরকার
অংশ-৭২৩৮ ধারাএটি বাতিল হয়েছে (সপ্তম সংবিধান সংশোধন)
অংশ-৮২৩৯-২৪১কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন ব্যবস্থা
অংশ-৯২৪২-২৪৩এটি বাতিল হয়েছে (সপ্তম সংবিধান সংশোধন)
অংশ-১০২৪৪-২৪৪ (ক)তফশিলি জাতি ও উপজাতিভুক্ত অঞ্চল
অংশ-১১২৪৫-২৬৩কেন্দ্র-রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক সম্পর্ক
অংশ-১২২৬৪-৩০০অর্থ,সম্পদ, চুক্তি ইত্যাদি
অংশ-১৩৩০১-৩০৭ব্যবসা ও বানিজ্য
অংশ-১৪৩০৮-৩২৩কেন্দ্রীয় ও রাজ্য সরকারি চাকরী
অংশ-১৪ (ক)৩২৩ (ক)-৩২৩ (খ)বিশেষ প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন, বিভিন্ন দ্বন্দ্ব ও অভিযোগের সমাধানকল্পে
অংশ-১৫৩২৪-৩২৯নির্বাচন ও নির্বাচন কমিশন সংক্রান্ত
অংশ-১৬৩৩০-৩৪২তফশিলি জাতি, উপজাতি ও ইঙ্গ-ভারতীয়দের জন্য
বিশেষ ব্যবস্থা গ্রহণ
অংশ-১৭৩৪৩-৩৫১সরকারি ভাষা সমূহ
অংশ-১৮৩৫২-৩৬০জরুরী অবস্থা সংক্রান্ত ব্যবস্থাদি
অংশ-১৯৩৬১-৩৬৭ফৌজদারি মামলা থেকে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের
নিষ্কৃতি সংক্রান্ত ব্যবস্থাদি
অংশ-২০৩৬৮সংবিধান সংশোধন পদ্ধতি
অংশ-২১৩৬৯-৩৯২অস্থায়ী বিশেষ ব্যবস্থা গ্রহণ
অংশ-২২৩৯৩-৩৯৫সংবিধানের সংক্ষিপ্ত শিরোনাম, সূচনা ও বাতিল
সম্পর্কিত

Leave a Comment