পুলিশ কনস্টেবল মডেল প্রশ্নপত্র – Police Constable Model Question Paper: আপনি কি WB Police Constable পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Gksolve.in আপনার জন্য নিয়ে এসেছে “পুলিশ কনস্টেবল মডেল প্রশ্নপত্র”। যা আগত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক বিষয় থেকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। এটি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Google News এ আমাদের ফলো করুন
পুলিশ কনস্টেবল মডেল প্রশ্নপত্র – Police Constable Model Question Paper
1 প্রোক্যারিওটিক কোষে কি থাকে না ?
উঃ নিউক্লিয় পর্দা।
2 উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান কোনটি ?
উঃ সেলুলোজ।
3 নিউক্লিয়াসের আবরণটি কি প্রকৃতির ?
উঃ দ্বিএকক পর্দা বিশিষ্ট ও ছিদ্রযুক্ত।
4 কোন কোষ অঙ্গানুকে কোষের শক্তিঘর বলে ?
উঃ মাইটোকনড্রিয়া।
5 প্রাণী কোষে অবস্থিত একক পর্দা বিশিষ্ট পর্দা ঘেরা অঙ্গানু কোনটি ?
উঃ লাইসোজাইম।
6 মাইটোকনড্রিয়ার প্রধান কাজ করে কি ?
উঃ শ্বসন।
7 কোন অঙ্গানুকে প্রোটিন ফ্যাক্টরি বলে ?
উঃ বাইবোজোম।
8 ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল থাকে ?
উঃ গ্রানায়।
9 তাপের S.I. একক কী ?
উঃ জুল।
10 আপেক্ষিক আদ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ হাইগ্রোমিটার।
11 উষ্ণতার S.I. একক কী ?
উঃ কেলভিন।
12 C.G.S. পদ্ধতিতে তাপের একক কি ?
উঃ ক্যালোরি।
13 C.G.S. পদ্ধতিতে স্টিমের নীল তাপ কত ?
উঃ 537 ক্যালোরি/গ্রাম।
14 নলকূপের হাতল কোন শ্রেণীর লিভার ?
উঃ প্রথম শ্রেণীর লিভার।
15 বায়ুমণ্ডলের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ ব্যারোমিটার।
16 1 জুল = কত ক্যালোরি ?
উঃ 0.24 ক্যালোরি।
17 কেলভিন স্কেলের ঊর্ধ্বস্থিরাঙ্ক কত ?
উঃ 373K
18 নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার ?
উঃ দ্বিতীয় শ্রেণীর লিভার।
19 C.G.S. পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি ?
উঃ সেন্টিমিটার।
20 1 ক্যালোরি = কত জুল ?
উঃ 4.1855 জুল।
21 লেডিগের কোষ কোন হরমোন ক্ষরণ করে ?
উঃ টেস্টোস্টেরন হরমোন
22 ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের গঠনগত উপাদান কি ?
উঃ পেপটাইডোগ্লাইক্যান।
23 কোন অঙ্গানুতে পর্দা থাকে না ?
উঃ রাইবোজোম।
24 ক্যারিওলিম্ফ কী ?
উঃ নিউক্লিও রস।
25 ক্রিস্টি কোথায় পাওয়া যায় ?
উঃ মাইটোকনড্রিয়ায়।
26 প্রাণীকোষে প্রোটিন সংশ্লেষের স্থান কোনটি ?
উঃ RER ( Rough Endoplasmic Reticulum)
27 সেলসিয়াস স্কেলে পরমশূন্যের মান কত ?
উঃ –273°c
28 লাইসোজোম ফ্যাগোজোমের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলে ?
উঃ গৌণ লাইসোজাইম।
29 কোনটিকে আত্মহননকারী থলি বলে ?
উঃ লাইসোজাইম।
30 C.G.S. পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণ এর মান কত ?
উঃ 981 সেমি/ সেকেন্ড²
আরোও পড়ুন : General Science Set 2
31 কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণের মান বেশি হলে বস্তুর ওজন বেশি না কম হয় ?
উঃ বেশি হয়।
32 মহাকর্ষ বল কি একটি সংরক্ষী বল ?
উঃ হ্যাঁ।
33 বস্তুর ওজন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ স্প্রিং তুলাযন্ত্র ।
34 বস্তুর ভর পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ সাধারণ তুলাযন্ত্র।
35 মানুষের চোখের রীজলভীর ক্ষমতা কত ?
উঃ 100 মাইক্রোমিটার।
36 পৃথিবী থেকে কোন বস্তুর মুক্তিবেগ কত ?
উঃ 11.2 কিমি/ সেকেন্ড।
37 চাঁদ থেকে কোন বস্তুর মুক্তিবেগ কত ?
উঃ 2.4 কিমি/ সেকেন্ড।
38 গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোন মেমব্রেন গঠনে সহায়তা করে ?
উঃ মেসোজোম
39 শূন্যস্থানে আলোর গতিবেগ কত ?
উঃ 3×10¹⁰
40 অক্সিজেন সুপারঅক্সাইডের জারন অবস্থা কত ?
উঃ –1/2
41 হিলিয়াম পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা কত ?
উঃ 2
42 IUPAC – এর পুরো নাম কি ?
উঃ International Union for Pure and Applied Chemistry.
43 একটি তরল ধাতুর নাম কি ?
উঃ পারদ।
44 একটি তরল অধাতুর নাম কি ?
উঃ ব্রোমিন।
45 কোন ধাতুর গলনাঙ্ক সবথেকে বেশি ?
উঃ টাংস্টেন।
46 পর্যায় সারণির প্রথম ধারনা কে দিয়েছিলেন ?
উঃ মেন্ডেলিভ।
47 বায়ুতে কত শতাংশ নাইট্রোজেন থাকে ?
উঃ 75%
48 নাইট্রোলিম কি ?
উঃ ক্যালসিয়াম সাইনামাইড ও কার্বনের ধূসর মিশ্রণ।
49 লাইকার অ্যামোনিয়া কি ?
উঃ অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ।
50 সেন্ট্রোজোমের প্রধান কাজ কি ?
উঃ কোষবিভাজন।
ডাউনলোড পুলিশ কনস্টেবল মডেল প্রশ্নপত্র
File Details:-
File Name:- Police Constable Practice Set
File Format:- PDF
Quality:- High
File Size:- 2 Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
Download: Answer Key Click Here