ভারতের রাষ্ট্রপতি প্রশ্ন উত্তর – President of India SAQ: ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতি ভারতের আইনবিভাগ, শাসনবিভাগ ও বিচারবিভাগের সকল শাখার আনুষ্ঠানিক প্রধান এবং ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। ভারতের রাষ্ট্রপতির দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ স্থগিত, হ্রাস বা দণ্ডিতকে ক্ষমা করার অধিকার রয়েছে।
1. ভারতের রাষ্ট্রপতি হবার জন্য যোগ্যতা?
উত্তর: সংবিধানের 58 নং ধারা অনুসারে রাষ্ট্রপতি হবার জন্য নিচের যোগ্যতা গুলি প্রয়োজন –
I. ব্যক্তিকে ভারতের নাগরিক হতে হবে।
II. কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হবে।
III. লোকসভার সদস্য হবার যোগ্যতা থাকতে হবে।
IV. কেন্দ্র ও রাজ্য আইনসভার কোন সদস্যপদে থাকতে পারবেন না।
V. তিনি কোনরকম সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান লাভজনক পদে আসীন থাকতে পারবেন না।
VI. রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে প্রার্থীর নামটি 50 জন নির্বাচক কর্তৃক প্রস্তাবিত এবং অন্যান্য 50 জন নির্বাচক কর্তৃক সমর্থিত হতে হবে।
VII. প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় 15000 টাকা RBI তে জমা করতে হয় সুরক্ষা অর্থ হিসেবে।
2. রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গোপন ভোটের মাধ্যমে এক নির্বাচক সংস্থা কর্তৃক পরোক্ষ পদ্ধতিতে নির্বাচিত হন।
3. সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়টি আলোচিত হয়েছে?
উত্তর: সংবিধানের 54 নং ও 55 নং ধারায় ভারতের রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়টি আলোচিত হয়েছে।
4. কোন কোন পরিস্থিতিতে রাষ্ট্রপতির পদ শূন্য হয়?
উত্তর: রাষ্ট্রপতি পদত্যাগ করলে বা মৃত্যু হলে এবং অপসারিত হলে রাষ্ট্রপতির পদ শূন্য হয়।
5. রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ পত্র জমা দেন?
উত্তর: রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেবেন।
6. ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে অপসারিত হন?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি ইমপিচমেন্ট পদ্ধতিতে অপসারিত হন।
7. ইমপিচমেন্ট পদ্ধতি সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে?
উত্তর: সংবিধানের 61 নং ধারায় রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতি অর্থাৎ ইমপিচমেন্ট পদ্ধতি উল্লেখ করা হয়েছে।
8. রাষ্ট্রপতির পদ শূন্য হলে কত দিনের মধ্যে রাজ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়?
উত্তর: রাষ্ট্রপতির পদ শূন্য হলে 6 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়।
9. রাষ্ট্রপতি অনুপস্থিতিতে তাঁর হয়ে কে দায়িত্ব পালন করেন?
উত্তর: রাস্ট্রপতির অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি তাঁর দায়িত্ব পালন করেন।
10. বর্তমানের রাষ্ট্রপতির মাসিক বেতন কত?
উত্তর: বর্তমানের রাষ্ট্রপতির মূল বেতন 5 লক্ষ টাকা ধার্য করা হয়েছে।
11. ভারতের সাংবিধানিক প্রধান কে?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি ভারতের সাংবিধানিক প্রধান।
12. ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়?
উত্তর: রাষ্ট্রপতিকে ভারতের প্রথম নাগরিক বলা হয়।
13. রাষ্ট্রপতি ভারতের কিরূপ শাসক?
উত্তর: রাষ্ট্রপতি ভারতের নিয়মতান্ত্রিক বা নামসর্বস্ব শাসক।
14. রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে?
উত্তর: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান বা তাঁর অনুপস্থিতিতে সুপ্রিমকোর্টের বয়োজ্যেষ্ঠ বিচারপতি শপথ বাক্য পাঠ করান।
15. রাষ্ট্রপতি হওয়ার নূন্যতম বয়স কত?
উত্তর: রাষ্ট্রপতি হওয়ার নূন্যতম বয়স 35 বছর।
16. রাষ্ট্রপতি নির্বাচনে কোন অসংগতি দেখা দিলে চূড়ান্ত মতামত কে দেন?
উত্তর: রাষ্ট্রপতি নির্বাচনে অসঙ্গতি দেখা দিলে সুপ্রিম কোর্টের মতামত চূড়ান্ত বলে বিবেচিত হয়।
17. রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা কে হন?
উত্তর: রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হলেন প্রধানমন্ত্রী।
18. রাষ্ট্রপতি কার পরামর্শ মেনে চলতে বাধ্য থাকেন?
উত্তর: রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের পরামর্শ মেনে চলতে বাধ্য থাকেন।
19. কারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করলেও অপসারণে অংশগ্রহণ করেন না?
উত্তর: বিধানসভার সদস্য রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করলেও রাষ্ট্রপতির ইমপিচমেন্টে অংশগ্রহণ করেন না।
20. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: ডঃ রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি।
21. কোন রাষ্ট্রপতি পরপর দুইবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন?
উত্তর: ডঃ রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি পরপর দুইবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন।
22. ভারতের প্রথম মুসলমান রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: ড: জাকির হোসেন ছিলেন ভারতের প্রথম মুসলমান রাষ্ট্রপতি।
23. কোন রাষ্ট্রপতি তাঁর মেয়াদকালীন সময় মারা যান?
উত্তর: ড: জাকির হোসেন ও ফাকরুদ্দিন আলি আহমেদ তাঁদের মেয়াদকালীন সময় মারা যান।
24. ভারতের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: এম. হিদুয়াতুল্লা ছিলেন ভারতের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
25. কোন বিচারপতি কার্যনির্বাহী রাষ্ট্রপতি হন?
উত্তর: বিচারপতি এম. হিদুয়াতুল্লা কার্যনির্বাহী রাষ্ট্রপতি হন।
26. সর্বপ্রথম কোন উপরাষ্ট্রপতিরাষ্ট্রপতি হন?
উত্তর: ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ পরবর্তীকালে রাষ্ট্রপতি হন।
27. প্রবীণতম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: কে. আর. নারায়ন ছিলেন প্রবীণতম রাষ্ট্রপতি।
28. কনিষ্ঠতম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: এন. সঞ্জিবা রেড্ডি ছিলেন কনিষ্ঠতম রাষ্ট্রপতি।
29. কে সর্বপ্রথম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাষ্ট্রপতি হয়েছিলেন?
উত্তর: এন. সঞ্জিবা রেড্ডি সর্বপ্রথম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাষ্ট্রপতি হয়েছিলেন।
30. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে?
উত্তর: প্রতিভা পাটিল ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি।
31. প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: প্রণব মুখার্জি হলেন প্রথম বাঙালি রাষ্ট্রপতি।
32. বর্তমান ভারতের রাষ্ট্রপতি কে হন?
উত্তর: বর্তমান ভারতের রাষ্ট্রপতি হলেন রামনাথ কোবিন্দ (2017 থেকে)।
33. ভারতের কোন রাষ্ট্রপতি দ্বিতীয় পছন্দের ভোটে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন?
উত্তর: 1969 সালে রাষ্ট্রপতি নির্বাচনে দ্বিতীয় পছন্দের ভোটে ভি ভি গিরি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন।
34. জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান কে?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি হলেন জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান।
35. পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে ভাষণ দিতে পারেন?
উত্তর: রাষ্ট্রপতি পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দিতে পারেন।
36. রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন প্রতিনিধি মনোনয়ন করেন?
উত্তর: রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জনকে মনোনয়ন করতে পারেন।
37. রাষ্ট্রপতি লোকসভায় কতজন প্রতিনিধি মনোনয়ন করতে পারেন?
উত্তর: রাষ্ট্রপতি লোকসভায় 2 জন ইঙ্গ-ভারতীয় প্রতিনিধি মনোনয়ন করতে পারেন।
38. পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন কে অর্ডিন্যান্স জারি করতে পারেন?
উত্তর: রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন অর্ডিন্যান্স জারি করতে পারেন।
39. রাস্ট্রপতির জারি করা অর্ডিন্যান্সের মেয়াদ কতদিন?
উত্তর: রাস্ট্রপতির জারি করা অর্ডিন্যান্সের মেয়াদ 6 সপ্তাহ।
40. অর্ডিন্যান্স কথার অর্থ কি?
উত্তর: অর্ডিন্যান্সের অর্থ হল বিশেষ আদেশ।
41. অর্থ কমিশন কে গঠন করেন?
উত্তর: রাষ্ট্রপতি প্রতি পাঁচ বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন কেন্দ্র ও রাজ্য গুলির মধ্যে রাজস্ব বন্টনের জন্য।
42. রাষ্ট্রপতি কোন কোন বিলে সম্মতি দিতে বাধ্য?
উত্তর: রাষ্ট্রপতি অর্থবিল এবং সংবিধান সংশোধনী বিলে সম্মতি দিতে বাধ্য থাকেন।
43. কোন কোন বিল সংসদে উত্থাপিত হওয়ার পূর্বের রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন?
উত্তর: অর্থবিল ও অঙ্গরাজ্যের নাম/ সীমানা/ আয়তন পরিবর্তন সংক্রান্ত বিলগুলি সংসদে উত্থাপিত হওয়ার পূর্বে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন।
44. রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন।
45. রাষ্ট্রপতি ঘোষিত জরুরি অবস্থা গুলি কি কি?
উত্তর: রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা হল –
1. জাতীয় জরুরি অবস্থা।
2. রাজ্য সমূহের সাংবিধানিক অচলাবস্থা জনিত জরুরি অবস্থা।
3. আর্থিক জরুরি অবস্থা।
46. ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত?
উত্তর: রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ পাঁচ বছর।
47. কিভাবে রাস্ট্রপতির মেয়াদ বৃদ্ধি করা যায়?
উত্তর: পার্লামেন্টের অনুমোদন ও নির্বাচন কমিশনের সুপারিশে রাষ্ট্রপতির মেয়াদ বৃদ্ধি করা যায়।
48. পার্লামেন্টের অনুমোদনে রাষ্ট্রপতির মেয়াদ কতটা বৃদ্ধি করা যায়?
উত্তর: পার্লামেন্টের অনুমোদনে রাষ্ট্রপতির মেয়াদ 1 বছর বৃদ্ধি করা যায়।
49. নির্বাচন কমিশনের সুপারিশের রাষ্ট্রপতির মেয়াদ কতটা বৃদ্ধি করা যায়?
উত্তর: নির্বাচন কমিশনের সুপারিশে রাষ্ট্রপতির মেয়াদ 3 বছর বৃদ্ধি করা যায়।
50. কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান প্রশাসক কে?
উত্তর: রাষ্ট্রপতি হলেন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান প্রশাসক।