প্রাইমারি টেট বাংলা ব্যাকরণ প্রশ্ন ও উত্তর – Primary TET Bengali Grammar Questions and Answers: Primary TET এবং CTET-এ বাংলা ব্যাকরণ থেকে অনেক প্রশ্ন আসে তাই আজ শেয়ার করছি প্রাইমারি টেট বাংলা ব্যাকরণ প্রশ্ন ও উত্তর PDF, যা এই সমস্ত পরীক্ষা গুলিতে আপনাদের ভীষণভাবে সাহায্য করবে। তাছাড়া বাংলা ব্যাকরণে ভালো রকম জ্ঞান না থাকলে অনেকগুলি মার্কস হারাতে হয়।
প্রাইমারি টেট বাংলা ব্যাকরণ প্রশ্ন ও উত্তর – Primary TET Bengali Grammar Questions and Answers
০১) দ্বন্দ্ব সমাসের দুটি পদের মাঝে কোন অব্যয় থাকে ?
উত্তর: সংযোজক অব্যয়
০২) দশভূজা – এই সংখ্যা বাচক বহুব্রীহির ব্যাসবাক্য কি ?
উত্তর: দশ ভুজ যার
০৩) কর্মধারায় সমাসে –
উত্তর:পরপদের অর্থই প্রধান
০৪) বাক্য পরস্পর সন্নিবিষ্ট অভিজ্ঞতা ও যুক্তি দ্বারা সমর্থিত হওয়ার মিলিত অর্থ কি ?
উত্তর: যোগ্যতা
০৫) বাক্যে পরপর পদ সমষ্টি উচ্চারিত হলে শ্রোতার মনে পরবর্তী পদ বিষয়ে যে প্রত্যাশা গড়ে ওঠে, তাকে কি বলে ?
উত্তর:আকাঙ্ক্ষা
০৬) একটি সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে কয়টি ?
উত্তর: একটি
০৭) যারা পরিশ্রম করে তারাই জীবনে উন্নতি করতে পারে, এই বাক্যটি কি ধরনের বাক্য ?
উত্তর: জটিল বাক্য
০৮) দুটি বিশেষ্য পদ যোগে গঠিত দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও।
উত্তর: কর্নার্যুন = কর্ণ অর্জুন
০৯) দ্বন্দ্ব সমাসের প্রাধান্য পায় কোন পদে ?
উত্তর: পূর্বপদ,পরপদ
১০) অম্ল অথচ মধুর = অম্ল মধুর, এটি কোন সমাস ?
উত্তর: সাধারণ কর্মধারায়
১১) বিপরীতার্থক শব্দ যোগে গঠিত দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও।
উত্তর: জলে স্থলে
১২) একটি সরল বাক্যে অসমাপিকা ক্রিয়া কয়টি থাকতে পারে ?
উত্তর: একাধিক
১৩) মধুচন্দ্র এই সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য কি ?
উত্তর: মুখ চন্দ্রের ন্যায়
১৪) নিমিত্ত তৎপুরুষ সমাসের উদাহরণ দাও ।
উত্তর: দেবালয় = দেবের নিমিত্তে আলয়
১৫) তুমি এলে অথচ দেখা করলে না, এটি কোন ধরনের বাক্যের দৃষ্টান্ত ?
উত্তর: যৌগিক বাক্য
১৬) আজকের দিনটা বেশ কাটলো, গঠনগত দিক থেকে এটি কোন বাক্য ?
উত্তর: সরল বাক্য
১৭) গাছপাকা সমাসবদ্ধ পদটি, কোন সমাসের অন্তর্গত ?
উত্তর: অধিকরণ তৎপুরুষ
১৮) হিতাহিত এই দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্য কি ?
উত্তর:হিত ও অহিত
১৯) স্মৃতিসৌধ – স্মৃতি রক্ষার্থে যে সৌধ – কোন সমাস ?
উত্তর: কর্মধারায়
২০) কোন বাক্যে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে ?
উত্তর: সরল বাক্য
২১) দ্বিগু সমাসের পরপদটি কি হয় ?
উত্তর: বিশেষ্য
২২) জলে জন্মায় যা = জলজ, এটি কোন সমাস ?
উত্তর: উপপদ তৎপুরুষ
২৩) সমাহার দ্বিগু সমাসের একটি উদাহরণ দাও।
উত্তর: তিন মাথার সমাহার : তেমাথা
২৪) যে সমাসে উপমেয় ও উপমানের অভেদ কল্পনা করা হয় তাকে কি বলে ?
উত্তর: রূপক কর্মধারায়
২৫) বিস্ময়াপণ্য বাক্যের ব্যাসবাক্য কি ?
উত্তর: বিস্ময় দ্বারা আপন্ন
২৬) তিন ফলের সমষ্টি = ত্রিফল , এটি কোন সমাস ?
উত্তর: দ্বিগু সমাস
২৭) পরপদ টি প্রধান হয় কোন সমাসে ?
উত্তর: তৎপুরুষ
২৮) বটবৃক্ষ পদটি কি সমাস ?
উত্তর: কর্মধারায়
২৯) নয় মিল = অমিল, এটি কোন সমাসের উদাহরণ ?
উত্তর: তৎপুরুষ
৩০) চরণ পল্লবের ন্যায় = চরণ পল্লব, এখানে পল্লব কোন কর্মধারায় ?
উত্তর: উপমান