30th এপ্রিল 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – PSC Current Affairs 2023 30th April @gksolve.in

Rate this post

30th এপ্রিল 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: It is very important for all WBPSC exams like WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, Food SI, etc, and also for other exams like Rail, Bank, Staff Selection Commission, IB, and LIC exams. gksolve.in provides PSC Current Affairs 2023 30th April @gksolve.in (30th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স) for all competitive exams.

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

আরও ডাউনলোড করুন:

30th এপ্রিল 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – PSC Current Affairs 2023 30th April @gksolve.in

1. US এ অনুষ্ঠিত Solar Decathlon Build Challenge এ আইআইটি বোম্বের SHUNYA টিম দ্বিতীয় স্থান অধিকার করলো।

2. সিদ্ধার্থ মোহান্তি কে 2024 সালের জুন মাস পর্যন্ত LIC এর চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো।

3. Emirates বিশ্বের প্রথম রোবোটিক চেক-ইন অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করলো।

4. ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশন রেসলিং ফেডারেশনের অফ ইন্ডিয়ার জন্য দুই সদস্যের একটি অ্যাড-হক কমিটি গঠন করতে চলেছে।

5. কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মুম্বাই তে একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম ‘Reflections’, বইটি লিখেছেন Narayanan Vaghul.

6. প্রতিবছর এপ্রিলের শেষ শনিবার (এবারে 29 শে এপ্রিল) World Veterinary Day পালিত হয়, এছাড়াও এই দিনটি বিশ্ব নৃত্য দিবস হিসেবে পালিত হয়।

7. Neeli Bendapudi সম্প্রতি ইম্মিগ্রান্ট এচিভমেন্ট আওয়ার্ড 2023 জিতলো।

8. CSR কাজের জন্য পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড গ্লোবাল গোল্ড আওয়ার্ড জিতলো।

9. ONDC transactions এর জন্য NPCI Bharat BillPay সম্প্রতি NOCS প্লাটফর্ম লঞ্চ করলো।

10. দাদরা-নগর-হাভেলি-দমন-দিউ তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘NAMO Medical Education and Research Institute’ এর উদ্বোধন করলেন।

আরও পড়ুন:

Leave a Comment