5th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – PSC Current Affairs 5th July 2023

Rate this post

5th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় PSC Current Affairs 5th July 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 5th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে PSC Current Affairs 5th July 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

5th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – PSC Current Affairs 5th July 2023

1. বিশ্বের প্রথম দেশ হিসেবে প্লাস্টিক ব্যাগ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আনলো নিউজিল্যান্ড।

2. নতুন ন্যাশনাল সাইবারসিকিউরিটি কো-অর্ডিনেটর পদে লিউটেন্যান্ট জেনারেল এম ইউ নায়ার কে নিযুক্ত করা হলো।

3. কলকাতায় 132 তম ডুরান্ড কাপ ট্যুরনামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে।

4. ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (NADA) এবং সাউথ এশিয়া রিজিওনাল অ্যান্টি-ডোপিং অর্গানাইজেশন (SARADO) নতুন দিল্লীতে চুক্তি স্বাক্ষর করলো।

5. চীনের Qu-Dongyu কে ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (FAO) এর প্রধান পদে পুনরায় নিযুক্ত করা হলো।

6. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চিফ ফিনান্সিয়াল অফিসার পদে Kameshwar Rao Kodavanti কে নিযুক্ত করলো।

7. কোল ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হতে চলেছেন পি এম প্রসাদ।

8. ভারতের প্রথম কার্বন মার্কেটের জন্য ড্রাফট ফ্রেমওয়ার্ক প্রকাশ করলো কেন্দ্রীয় সরকার।

9. অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি ‘Jagananna Amma Vodi’ স্কীম লঞ্চ করলেন।

10. ব্রিটিশ শিশু লেখক Michael Rosen awarded কে PEN Pinter প্রাইজ 2023 এ সম্মানিত করা হলো।

আরও পড়ুন:

Leave a Comment