PSC Current Affairs 5th March 2023 – 5th মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

Rate this post

5th মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: It is very important for all WBPSC exams like WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, Food SI, etc, and also for other exams like Rail, Bank, Staff Selection Commission, IB, and LIC exams. gksolve.in provides PSC Current Affairs 5th March 2023 (5th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স) for all competitive exams.

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

PSC Current Affairs 5th March 2023 – 5th মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. প্রতি বছর 4 ই মার্চ জাতীয় সেফটি দিবস পালিত হয়, এবছরের থিম – ‘Our Aim – Zero Harm’, এছাড়া এই দিনটি তে বিশ্ব স্থূলতা দিবসও পালিত হয়, এবছরের থিম – ‘Changing Perspectives: Let’s Talk About Obesity’.

2. মিউচুয়াল রিকগনিশন অফ কোয়ালিকেশন এর জন্য ভারত এবং অস্ট্রেলিয়া ফ্রেমওয়ার্ক মেকানিজম স্বাক্ষর করলো।

3. লাক্সারি হাউসিং এর প্রাইস গ্রোথে ভারতের মুম্বাই গ্লোবালি 37 তম স্থান অধিকার করলো।

4.জাপান এয়ার সেল্ফ ডিফেন্স ফোর্সের (JASDF) সাথে ভারতীয় বায়ুসেনা (IAF) অনুশীলন Shinyuu Maitri তে অংশগ্রহণ করলো।

5. মধ্যপ্রদেশের ভোপালে সপ্তম ইন্টারন্যাশনাল Dharma Dhamma কনফারেন্সের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

6. ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি A.M. Ahmadi 90 বছর বয়সে প্রয়াত হলেন।

7. নতুন দিল্লীতে ‘Catch the Rain 2023’ অভিযানের সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

8. তাইওয়ান কোম্পানি Foxconn বেঙ্গালুরু তে USD 1 বিলিয়ন অর্থ বিনিয়োগ করতে চলেছে।

9. প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য টাটা স্টিল মাইনিং লিমিটেড এবং GAIL লিমিটেড চুক্তি স্বাক্ষর করলো।

10. AFI ন্যাশনাল জাম্পস কম্পিটিশনে 8.42 মিটার লং জাম্প দিয়ে জাতীয় রেকর্ড ভাঙলেন তামিলনাড়ুর Jeswin Aldrin.

আরও পড়ুন:

Leave a Comment