উদ্ভিদের সংবহন তন্ত্র সংক্রান্ত প্রশ্নোত্তর
০১) উদ্ভিদের সংবহনের মাধ্যম কি ?
উত্তর. জল
০২) কোন কলা উদ্ভিদের পাতায় প্রস্তুত খাদ্য পরিবহন করে ?
উত্তর. ফ্লোয়েম কলা
০৩) পাতায় প্রস্তুত খাদ্য ও ফ্লোয়েম কলার সম্পর্ক কি ?
উত্তর. পাতায় প্রস্তুত খাদ্যের ফ্লোয়েম কলার মাধ্যমে উভমুখী পরিবহন ঘটে
০৪) উদ্ভিদ কোন প্রক্রিয়ায় জল খনিজ লবণ শোষণ করে ?
উত্তর. উদ্ভিদ জল শোষণ করে অভিস্রবণ প্রক্রিয়ায় এবং খনিজ লবণ শোষণ করে ব্যাপন প্রক্রিয়ায়
০৫) ফ্লোয়েম কোন উপাদান খাদ্যরসের পরিবহনে অংশ নেয় ?
উত্তর. সিভনল ও সঙ্গীকোষ
০৬) জাইলেমের কোন উপাদান জলো ও খনিজ লবণের ঊর্ধ্বমুখী পরিবহনে অংশ নেয় ?
উত্তর. ট্রাকিড ও ট্রাকিয়া বা জাইলেম বাহিকা
০৭) কোন বিজ্ঞানী বাষ্পমোচনকে উদ্ভিদের প্রয়োজনীয় ক্ষতি বলেন ?
উত্তর. বিজ্ঞানী কার্টিজ
০৮) কোন উদ্ভিদের পত্ররন্ধ্র দিনের বেলায় বন্ধ থাকে কিন্তু রাত্রিবেলায় খোলা থাকে ?
উত্তর. পাথরকুচি ও ঘৃতকুমারী
০৯) পত্ররন্ধের যে অর্ধচন্দ্রাকার কোষ দেখা যায় তাকে কি বলে ?
উত্তর. রক্ষীকোষ বা প্রহরী কোষ
১০) উদ্ভিদে কোন ধরনের বাষ্পমোচন সবচেয়ে বেশি ঘটে ?
উত্তর. পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন
১১) বাষ্পমোচন কখন ঘটে ?
উত্তর. দিনের বেলায় সূর্যলোকে
১২) কোন কোন অঙ্গের মাধ্যমে বাষ্প মোচন ঘটে ?
উত্তর. পাতার পত্ররন্ধ, পাতা ও কান্ডের কিউটিকল এবং গুল্ম ও বৃক্ষ জাতীয় কাণ্ডের লেন্টিসেল দ্বারা ।
১৩) উদ্ভিদের কোন কলার মাধ্যমে জল মূল থেকে পাতায় পৌঁছে ?
উত্তর. জাইলেম কলার মাধ্যমে
১৪) জাইলেমের কোন উপাদানটি সজীব ?
উত্তর. জাইলেম প্যারেনকাইমা
১৫) মেঘলা দিনে বাষ্পমোচন হয় কি ?
উত্তর. হ্যাঁ
১৬) উদ্ভিদের সংবহন কলা দুটির নাম কি ?
উত্তর. জাইলেম ও ফ্লোয়েম
১৭) দুটি বাষ্পমোচন প্রতিরোধক বস্তুর নাম কি ?
উত্তর. কার্বন ডাই অক্সাইড এবং ভেসলিন
১৮) পত্ররন্ধের খোলা বন্ধ হওয়া কোন আয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
উত্তর. পটাশিয়াম আয়ন
১৯) কোন উদ্ভিদের পত্ররন্ধ্র রাতে খোলা থাকে ?
উত্তর. পাথরকুচি
২০) বাষ্পমোচন টান ও সমসংযোগ – অসমসংযোগ মতবাদের প্রবক্তা কারা ?
উত্তর. ডিক্সন ও জলি
২১) ফ্লোয়েমের অন্তর্গত কোন উপাদানটি মূলত খাদ্য গ্রহণ করে ?
উত্তর. সিভনল
২২) উদ্ভিদের রাতে কি ধরনের বাষ্পমোচন ঘটে ?
উত্তর. কৃত্তিকাবরণীয় বা লেন্টিসেলিয় বাষ্পমোচন
২৩) বাষ্পমোচন হার পরিমাপ করার যন্ত্রের নাম কি ?
উত্তর. জ্ঞানোং পেডোমিটার
২৪) ফণীমনসার পাতা কাটায় রূপান্তরিত হয় কেন ?
উত্তর. বাষ্পমোচন রোধের জন্য
২৫) অর্ধভেদ্য পর্দা কাকে বলে ?
উত্তর. যে পর্দার মধ্য দিয়ে দ্রবণের দ্রাবক চলাচল করতে পারে কিন্তু দ্রাব পারেনা, তাকে অর্ধভেদ্য পর্দা বলে
২৬) রসের উৎস্রোত প্রক্রিয়া উদ্ভিদের কোন কলার মাধ্যমে ঘটে ?
উত্তর. জাইলেম কলার মাধ্যমে
২৭) সঙ্গীকোষ কোথায় থাকে ?
উত্তর. ফ্লোয়েম কলার অন্তর্গত সিভনলের সঙ্গে
২৮) নিবেশিত পত্ররন্ধ্র কোন উদ্ভিদে দেখা যায় ?
উত্তর. করবি
২৯) মাটির কোন জল উদ্ভিদ মূলরোম দ্বারা শোষণ করে ?
উত্তর. কৈশিক জল
৩০) কোষ পর্দা কি জাতীয় পর্দা ?
উত্তর. প্রভেদক ভেদ্য পর্দা
৩১) সিভপ্লেট কোথায় থাকে ?
উত্তর. সিভনলের এর সঙ্গে
৩২) ফ্লোয়েম কলার অন্তর্গত মৃত উপাদানটির নাম কি ?
উত্তর. ফ্লোয়েম তন্তু
৩৩) জাইলেম এর অন্তর্গত কোন উপাদান প্রধানত জল সংবহন করে ?
উত্তর. ট্রাকিয়া ও ট্রাকিড
৩৪) অর্ধভেদ্য পর্দাস উদাহরণ দাও ?
উত্তর. পার্চমেন্ট কাগজ ও মাছের পটকা
৩৫) যে কলার মাধ্যমে উদ্ভিদের রসের উৎস্রোত হয় তার নাম কি ?
উত্তর. জাইলেম কলা
৩৬) বাষ্পমোচন উদ্ভিদের কোন অঙ্গের মাধ্যমে ঘটে ?
উত্তর. পাতা
৩৭) কোন ক্ষেত্রে বাষ্পমোচন এর ফলে উদ্ভিদ দেহের ক্ষতি হতে পারে ?
উত্তর. যখন শোষিত জলের তুলনায় বাষ্পমোচন বেশি হয়
৩৮) বাগান পরিষ্কার করার সময় গাছের ডালপালা ছেঁটে দিলে গাছে রসের উৎস্রোত বেড়ে যায় না কমে যায় ?
উত্তর. রসের উৎস্রোত বেড়ে যায়
৩৯) কোন জৈবিক প্রক্রিয়ার ফলে প্রয়োজনের অতিরিক্ত জল উদ্ভিদদেহে থেকে বের হয়ে যায় ?
উত্তর. বাষ্পমোচন
৪০) পাতায় প্রস্তুত খাদ্য কোন কলার মাধ্যমে উদ্ভিদ দেহে সঞ্চারিত হয় ?
উত্তর. ফ্লোয়েম কলা