বিভিন্ন রাজার মন্ত্রী তালিকা – Raja o Mantri GK: আজ বিভিন্ন রাজার মন্ত্রীদের নামের তালিকা PDF টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেটিতে ঐতিহাসিক রাজা ও তার মন্ত্রীর নাম দেওয়া আছে। চাকরীর পরীক্ষায় ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিভিন্ন রাজার মন্ত্রী থেকে প্রশ্ন আসতে পারে। যেমন:- বীরসেন কার মন্ত্রী ছিলেন? আলেকজান্ডারের মন্ত্রী কে ছিলেন? ইত্যাদি।
বিভিন্ন রাজার মন্ত্রী তালিকা – Raja o Mantri GK
নং | রাজা | মন্ত্রী |
---|---|---|
১ | আলেকজান্ডার | সেলুকাস |
২ | ঔরঙ্গজেব | শায়েস্তা খাঁ |
৩ | চন্দ্রগুপ্ত মৌর্য | চানক্য |
৪ | দেবপাল | দর্ভপানি |
৫ | দ্বিতীয় চন্দ্রগুপ্ত | বীরসেন |
৬ | নাগদশক | শিশুনাগ |
৭ | পেশোয়া মাধবরাও | নানা ফরনবীশ |
৮ | বুক্কা | মাধব বিদারন্য |
৯ | বৃহদ্রথ | পুষ্যমিত্র শুঙ্গ |
১০ | মহম্মদ আদিল শাহ | হিমু |
১১ | মুহম্মদ শাহ | মেহমুদ গাওয়ান |
১২ | হরিহর | সায়নাচার্য |