রিমোট সেন্সিং বা দূর সংবেদন কাকে বলে? | Remote Sensing

Rate this post

রিমোট সেন্সিং বা দূর সংবেদন কাকে বলে?: ইংরেজী ‘Remote’ শব্দের অর্থ হলো ‘দূর’ এবং ‘Sensing’ শব্দের অর্থ হলো সংবেদন। সুতরাং রিমোট সেন্সিং এর অর্থ হলো দূর সংবেদন। বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে বিজ্ঞান সম্মত উপায়ে যে দূর নিয়ন্ত্রিত পদ্ধতিতে কোন স্থান বা উপাদান স্পর্শ না করে ওই স্থান বা উপাদান সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়, তাকে রিমোট সেন্সিং (Remote Sensing) বা দূর সংবেদন বলে।রিমোট সেন্সিং বা দূর সংবেদনের সাহায্যে অনেক দূরে পৃথিবীর কক্ষপথে স্থাপিত কৃত্রিম উপগ্রহ থেকে সেন্সর বা সংবেদকের সাহায্যে কোন বস্তু বা ক্ষেত্র সম্পর্কে রাশি তথ্য সংগ্রহ করা হয় এবং এর জন্য ওই বস্তু বা ক্ষেত্রের সংস্পর্শে আসার প্রয়োজন হয় না। রিমোট সেন্সিং বা দূর সংবেদনে রাশি তথ্য সংগ্রহ ও রাশি তথ্য বিশ্লেষণ-এই দুই ধরণের মৌলিক পদ্ধতির আশ্রয় গ্রহণ করা হয়।

Leave a Comment