ভারতের বিপ্লবী সমিতি ও প্রতিষ্ঠাতা

Rate this post

ভারতের বিপ্লবী সমিতি ও প্রতিষ্ঠাতা: অনুশীলন সমিতি ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুশীলন তত্ত্বের আদর্শে গঠিত বাংলার একটি সশস্ত্র ব্রিটিশ-বিরোধী সংগঠন। মূলতঃ ঢাকা ও কলকাতা শহরকে কেন্দ্র করে এই দলটি বিংশ শতাব্দীর প্রথমভাগে সংগঠিত হয়। ১৯০২ খ্রিষ্টাব্দের ২৪ মার্চ (সোমবার ১০ চৈত্র ১৩০৮) এই সমিতি তৈরি হয়েছিল সতীশচন্দ্র বসু ও প্রমথনাথ মিত্রের ঐকান্তিক প্রচেষ্টায় কলকাতার হেদুয়া অঞ্চলে। তবে কলকাতায় প্রথম অনুশীলন সমিতির আখড়াগুলি ১৯০২ সালেই শুরু হলেও পরবর্তীকালে ঢাকায় তা আরো বিস্তৃত হয়।

অনুশীলন দল ও তার সহযোগী যুগান্তর দল শহরের প্রান্তভাগে ব্যায়ামের আখড়ার আড়ালে থাকা কাজকর্ম চালাত। অনুশীলন দলের উদ্দেশ্য ছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারত থেকে ব্রিটিশ শাসনের উচ্ছেদ। অনুশীলন দল রাজনৈতিক ডাকাতি, বোমা তৈরি, অস্ত্র প্রশিক্ষণ, ব্রিটিশ রাজকর্মচারী ও তাদের বিচারে বিশ্বাসঘাতক তকমা-পাওয়া ভারতীয়দের হত্যার কাজে নিযুক্ত ছিল। বাংলার গ্রামাঞ্চলেও অনুশীলন দলের যথেষ্ট প্রভাব ছিল। সারা বাংলা ও ভারতের অন্যান্য স্থানেও এর শাখা প্রসারিত হয়েছিল।

ভারতের বিপ্লবী সমিতি ও প্রতিষ্ঠাতা

নংবিপ্লবী সমিতিপ্রতিষ্ঠাতা
স্বদেশ বান্ধব সমিতিঅশ্বিনীকুমার দত্ত
অনুশীলন সমিতিসতীশ বসু
যুগান্তর দলবারীন্দ্রকুমার ঘোষ
মিত্রমেলা / অভিনব ভারতবিনায়ক দামোদর সাভারকার
ঢাকার অনুশীলন সমিতিপুলিনবিহারী দাস
সাহারানপুর গুপ্ত সমিতিজে এম চট্টোপাধ্যায়
ইন্ডিয়া হাউসশ্যামজি কৃষ্ণভর্মা
গদর পার্টিলালা হার্ডওয়াল

Leave a Comment