ভারতের বিভিন্ন নদী বাঁধ সমূহ তালিকা PDF – River Dams in India

Rate this post

ভারতের বিভিন্ন নদী বাঁধ সমূহ তালিকা PDF – River Dams in India: আজ ভারতের বিভিন্ন বাঁধ সমূহের তালিকা PDF টি শেয়ার করছি, যেটিতে ভারতের উল্লেখযোগ্য নদীর উপর গড়ে ওঠা বাঁধের নাম দেওয়া হয়েছে। চাকরীর পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে; যেমন- হীরাকুঁদ বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? কোন রাজ্যে ভাকরা নাঙ্গাল বাঁধ রয়েছে?

ভারতের বিভিন্ন নদী বাঁধ সমূহ তালিকা

নদী বাঁধনদীরাজ্য
তুঙ্গভদ্রা বাঁধতুঙ্গভদ্রাকর্ণাটক
বান সাগর বাঁধশোনমধ্যপ্রদেশ
উকাই বাঁধতাপ্তিগুজরাট
সর্দার সরোবর বাঁধনর্মদাগুজরাট
কয়না বাঁধকয়নামহারাষ্ট্র
রাজঘাট বাঁধবতোয়াউত্তরপ্রদেশ
 রানাপ্রতাপ সাগর বাঁধচম্বলরাজস্থান
ম্যাসেঞ্জার বাঁধময়ূরাক্ষীপশ্চিমবঙ্গ
তেহরি বাঁধভাগীরথীউত্তরাখণ্ড
হীরাকুঁদ বাঁধমহানদীওড়িশা
মেত্তুর বাঁধকাবেরীতামিলনাড়ু
ভবানী সাগর বাঁধভবানীতামিলনাড়ু
ভাকরা নাঙ্গাল বাঁধশতদ্রুপাঞ্জাব
কৃষ্ণরাজ সাগর বাঁধকাবেরীকর্ণাটক
নাগার্জুন সাগর বাঁধকৃষ্ণাঅন্ধ্রপ্রদেশ
ফারাক্কা বাঁধগঙ্গাপশ্চিমবঙ্গ
সালাল বাঁধচেনাবজম্মু ও কাশ্মীর
উরি বাঁধঝিলামজম্মু ও কাশ্মীর
গান্ধী সাগর বাঁধচম্বলমধ্যপ্রদেশ
ইন্দ্রাবতী বাঁধইন্দ্রাবতীওড়িশা
রিহান্দ বাঁধরিহান্দউত্তরপ্রদেশ
মাইথন বাঁধবরাকরঝাড়খণ্ড
ভাইগাই বাঁধভাইগাইতামিলনাড়ু
ধৌলি গঙ্গা বাঁধধৌলি গঙ্গাউত্তরাখণ্ড
দামোদর ভ্যালি কর্পোরেশনদামোদরপশ্চিমবঙ্গ
গিরনা বাঁধগিরনামহারাষ্ট্র
শ্রীশৈলম বাঁধকৃষ্ণাঅন্ধ্রপ্রদেশ
ধারোই বাঁধসবরমতীগুজরাট
উজানী বাঁধভীমামহারাষ্ট্র
মুশলি বাঁধমুলামহারাষ্ট্র
সুপা বাঁধকালীকর্ণাটক

1 thought on “ভারতের বিভিন্ন নদী বাঁধ সমূহ তালিকা PDF – River Dams in India”

  1. আপনাদের কোন টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই ?

    Reply

Leave a Comment