ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা – River Plans in India: যে পরিকল্পনার সাহায্যে নদীতে বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করে একই সাথে বহু উদ্দেশ্য সাধিত হয়, তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে
আজ ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা তালিকা PDF টি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নদী পরিকল্পনা গুলি উল্লেখ করা হলো পড়ার সুবিধার্থে। ভূগোলের অংশ হিসাবে এখান থেকে প্রায়ই প্রশ্ন আসে; যেমন- হিরাকুদ বাঁধ কোন নদীর উপরে গড়ে উঠেছে? শিবসমুদ্রম নদী পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে? ইত্যাদি।
ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা – River Plans in India
নং | পরিকল্পনার নাম | নদী |
---|---|---|
১ | ইদুক্কি পরিকল্পনা | পেরিয়ার |
২ | ইন্দিরা গান্ধী খাল প্রকল্প | শতদ্রু |
৩ | উকাই পরিকল্পনা | তাপি |
৪ | কয়না পরিকল্পনা | কয়না |
৫ | কাকরাপাড়া পরিকল্পনা | তাপি |
৬ | কোশি পরিকল্পনা | কোশি |
৭ | গণ্ডক পরিকল্পনা | গণ্ডক |
৮ | ঘাটপ্রভা পরিকল্পনা | ঘাটপ্রভা |
৯ | চম্বল পরিকল্পনা | চম্বল |
১০ | টাটা জলবিদ্যুৎ প্রকল্প | ভিমা |
১১ | তাওয়া পরিকল্পনা | তাওয়া |
১২ | তিলাইয়া পরিকল্পনা | বরাকর |
১৩ | তুঙ্গভদ্রা পরিকল্পনা | তুঙ্গভদ্রা |
১৪ | তেহরী পরিকল্পনা | ভাগীরথী |
১৫ | থিন পরিকল্পনা | ইরাবতী |
১৬ | দামোদর উপত্যকা পরিকল্পনা | দামোদর |
১৭ | নাগার্জুন সাগর বহুমুখী পরিকল্পনা | কৃষ্ণা |
১৮ | পচ্চমপাদ পরিকল্পনা | গোদাবরী |
১৯ | পাঞ্চেত পরিকল্পনা | দামোদর |
২০ | ফারাক্কা পরিকল্পনা | গঙ্গা |
২১ | বানসাগর পরিকল্পনা | শোন |
২২ | বিপাশা পরিকল্পনা | বিপাশা |
২৩ | ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা | শতদ্রু |
২৪ | মালপ্রভা পরিকল্পনা | মালপ্রভা |
২৫ | মাহি পরিকল্পনা | মাহি |
২৬ | মেত্তুর পরিকল্পনা | কাবেরী |
২৭ | রামগঙ্গা পরিকল্পনা | রামগঙ্গা |
২৮ | রিহান্দ পরিকল্পনা | রিহান্দ |
২৯ | শিবসমুদ্রম পরিকল্পনা | কাবেরী |
৩০ | সর্দার সরোবর পরিকল্পনা | নর্মদা |
৩১ | সালাল পরিকল্পনা | চন্দ্রভাগা |
৩২ | হিরাকুদ বহুমুখী পরিকল্পনা | মহানদী |