ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা – River Plans in India

Rate this post

ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা – River Plans in India: যে পরিকল্পনার সাহায্যে নদীতে বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করে একই সাথে বহু উদ্দেশ্য সাধিত হয়, তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে

আজ ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা তালিকা PDF টি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নদী পরিকল্পনা গুলি উল্লেখ করা হলো পড়ার সুবিধার্থে। ভূগোলের অংশ হিসাবে এখান থেকে প্রায়ই প্রশ্ন আসে; যেমন- হিরাকুদ বাঁধ কোন নদীর উপরে গড়ে উঠেছে? শিবসমুদ্রম নদী পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে? ইত্যাদি।

ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা – River Plans in India

নংপরিকল্পনার নামনদী
ইদুক্কি পরিকল্পনাপেরিয়ার
ইন্দিরা গান্ধী খাল প্রকল্পশতদ্রু
উকাই পরিকল্পনাতাপি
কয়না পরিকল্পনাকয়না
কাকরাপাড়া পরিকল্পনাতাপি
কোশি পরিকল্পনাকোশি
গণ্ডক পরিকল্পনাগণ্ডক
ঘাটপ্রভা পরিকল্পনাঘাটপ্রভা
চম্বল পরিকল্পনাচম্বল
১০টাটা জলবিদ্যুৎ প্রকল্পভিমা
১১তাওয়া পরিকল্পনাতাওয়া
১২তিলাইয়া পরিকল্পনাবরাকর
১৩তুঙ্গভদ্রা পরিকল্পনাতুঙ্গভদ্রা
১৪তেহরী পরিকল্পনাভাগীরথী
১৫থিন পরিকল্পনাইরাবতী
১৬দামোদর উপত্যকা পরিকল্পনাদামোদর
১৭নাগার্জুন সাগর বহুমুখী পরিকল্পনাকৃষ্ণা
১৮পচ্চমপাদ পরিকল্পনাগোদাবরী
১৯পাঞ্চেত পরিকল্পনাদামোদর
২০ফারাক্কা পরিকল্পনাগঙ্গা
২১বানসাগর পরিকল্পনাশোন
২২বিপাশা পরিকল্পনাবিপাশা
২৩ভাকরা-নাঙ্গাল পরিকল্পনাশতদ্রু
২৪মালপ্রভা পরিকল্পনামালপ্রভা
২৫মাহি পরিকল্পনামাহি
২৬মেত্তুর পরিকল্পনাকাবেরী
২৭রামগঙ্গা পরিকল্পনারামগঙ্গা
২৮রিহান্দ পরিকল্পনারিহান্দ
২৯শিবসমুদ্রম পরিকল্পনাকাবেরী
৩০সর্দার সরোবর পরিকল্পনানর্মদা
৩১সালাল পরিকল্পনাচন্দ্রভাগা
৩২হিরাকুদ বহুমুখী পরিকল্পনামহানদী

Leave a Comment