ভারতের নদী তীরবর্তী শহর সমূহ প্রশ্ন ও উত্তর: ভূ-প্রাকৃতিক বৈচিত্র্য সম্পন্ন ভারতবর্ষ একটি নদীমাতৃক দেশ। এই নদীমাতৃক দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট বড়ো অসংখ্য নদী। আর এই নদী গুলিকে কেন্দ্র করেই প্রাচীন কাল থেকে বিভিন্ন শহর ও নগর গুলি গড়ে উঠেছে। এখানে ভারতের নদী তীরবর্তী শহর গুলি সম্পর্কে প্রশ্ন উত্তর আকারে আলোচনা করা হলো।
1) মুসি নদীর তীরে কোন শহর অবস্থিত?
উত্তর – হায়দ্রাবাদ শহর
2) লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – শতদ্রু নদীর তীরে
3) কোটা শহর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – চম্বল নদীর তীরে
4) বিজয়ওয়ারা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – কৃষ্ণা নদীর তীরে
5) নাসিক শহর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – গোদাবরী নদীর তীরে
6) ভাগলপুর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – গঙ্গা নদীর তীরে
7) পুনে কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – মুলা ও মুঠা নদীর সংযোস্থলে পুনে শহর টি অবস্থিত।
8) নাগপুর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – নাগ নদীর তীরে
9) শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – মহানন্দা নদীর তীরে
10) ডিব্রুগড় কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – ব্রহ্মপুত্র নদের তীরে
11) হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – গঙ্গা নদীর তীরে
12) দিল্লি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – যমুনা নদীর তীরে
13) বেঙ্গালুরু কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – বিশ্বভাবতী নদীর তীরে
14) কলকাতা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – হুগলি নদীর তীরে
15) অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – সূর্য বা সূর্য়া নদীর তীরে
16) কানপুর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – গঙ্গা নদীর তীরে
17) আমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – সবরমতী নদীর তীরে
18) হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – মুসী নদীর তীরে
19) সুরাট কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – তাপ্তি নদীর তীরে
20) রাউরকেল্লা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – ব্রাহ্মণী নদীর তীরে
21) শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – বিতস্তা নদীর তীরে
22) লখনৌ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – গোমতী নদীর তীরে
23) গঙ্গা ও যমুনা নদীর সংযোগ স্থলে কোন শহর অবস্থিত?
উত্তর – এলাহাবাদ
24) আগ্রা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – যমুনা নদীর তীরে
25) বদ্রিনাথ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – অলকানন্দা নদীর তীরে
26) কুর্নুল কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – তুঙ্গভদ্রা নদীর তীরে
27) জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – সুবর্ণরেখা নদীর তীরে
28) মথুরা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – যমুনা নদীর তীরে
29) তিরুচিরাপল্লি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – কাবেরী নদীর তীরে
30) জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – নর্মদা নদীর তীরে