শিলামন্ডল কাকে বলে? শিলামণ্ডল এর উপাদানগুলি কী কী?: ভূত্বক ও গুরুমন্ডলের উপরি অংশ নিয়ে গঠিত মহাদেশীয় স্থলভাগ ও মহাসাগরীয় স্থলভাগের সমষ্টিকে শিলামন্ডল বলে।
বৈশিষ্ট্য:
১)উপাদান: শিলামন্ডল সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি উপাদান দ্বারা গঠিত।
২)গভীরতা: শিলামন্ডলের গভীরতা প্রায় 100 কিমি।
৩)আপেক্ষিক গুরুত্ব: শিলামন্ডলের আপেক্ষিক গুরুত্ব 2.9 গ্রাম/ঘনসেমি।
৪)ভূমিকম্প তরঙ্গের গতিবেগ: শিলামন্ডলের মধ্য দিয়ে ভূমিকম্পের P তরঙ্গ 6.5 কিমি/সেকেন্ড বেগে প্রবাহিত হয়।
উপবিভাগ: শিলামন্ডল দুটি উপ বিভাগে বিভক্ত; যথা-(১)মহাদেশীয় ভূত্বক বা সিয়াল এবং (২) মহাসাগরীয় ভূত্বক বা সিমা।
বিযুক্তি রেখা: মহাদেশীয় ভূত্বক ও মহাসাগরীয় ভূত্বক কনরাড বিযুক্তি রেখা দ্বারা এবং ভূত্বক ও গুরুমন্ডল মোহ বিযুক্তি রেখা দ্বারা পরস্পর বিচ্ছিন্ন।