RRC Group-D Science GK – RRB Group D General Science Questions and Answers

Rate this post

RRC Group-D Science GK – RRB Group D General Science Questions and Answers:

০১)  চাঁদ একটি বস্তুর ভর পৃথিবীতে তার ভর এর কত ভাগ হবে ?

উত্তর. ১

০২) একটি বস্তুর গতি কে সভাপতি বলা হয় যখন তার বেগ হয় –

উত্তর. ধ্রুবক

০৩) কোন অ্যাসিডের কার্যকরী মূলক নেই ?

উত্তর. কার্বনিক অ্যাসিড

০৪) একটি মৌলের কিসের একই রাসায়নিক ধর্ম কিন্তু ভিন্ন পারমাণবিক ভর হয় ?

উত্তর. আইসোটোপ

০৫) Al2(SO4)3, এর মধ্যে অক্সিজেনের শতকরা পরিমাণ কত ?

উত্তর. ৫৬.৪৭%

০৬) Annealing দেখা যায় কিসে ?

উত্তর. কাচ

০৭) উদ্ভিদের মধ্যে কোন ধাতুটি পাওয়া যায় ?

উত্তর. ম্যাগনেসিয়াম

০৮) চকলেট কোন উপাদানটি থাকার জন্য এটি শরীরের পক্ষে খারাপ ?

উত্তর. নিকেল

০৯) ট্যাক্সোনমির জনক কে ?

উত্তর. লিয়েনাস

১০) অক্সিনটিক কোষ কোথায় থাকে ?

উত্তর. পাকস্থলীর প্রাচীর

১১) কোন মৌলটি তড়িৎ এর সুপরিবাহী নয় ?

উত্তর. হীরক

১২) পারমাণবিক ব্যাসার্ধ কিসে মাপা হয় ?

উত্তর. ন্যানোমিটার

১৩) রোধাঙ্ক এর মান সবচেয়ে কম কিসে ?

উত্তর. অতিপরিবাহী

১৪) সফট ড্রিঙ্ক এ কি থাকে ?

উত্তর. কার্বনিক অ্যাসিড

১৫) কোন ভিটামিনের কার্যকলাপের জন্য কোবাল্ট প্রয়োজন ?

উত্তর. ভিটামিন B 12

১৬) কোন উপাদান লালারস পরিপাকে সাহায্য করে ?

উত্তর. স্টার্চ

১৭) মানবদেহের দীর্ঘতম হাড়ের নাম কি ?

উত্তর. ফিমার

১৮) দাদ কি ?

উত্তর. ছত্রাক

১৯) লেড পেন্সিল তৈরিতে সাহায্য করে কোন পদার্থ ?

উত্তর. গ্রাফাইট

২০) বন্দুকের গুলিতে আহত ব্যক্তির শরীর থেকে যদি সবগুলি বাহির না করা হয়, কিসের কারণে বিষক্রিয়া হয় ?

উত্তর. আর্সেনিক

২১) কুরি বিন্দুতে বস্তুর কি ধর্ম দেখা যায় ?

উত্তর. ধাতু চৌম্বক ধর্ম হারায়

২২) পারমাণবিক শক্তি উৎপাদনে কোন আইসোটোপ ব্যবহার করা হয় ?

উত্তর. U-235

২৩) নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ ও ধ্রুবক কি হয় ?

উত্তর. মেরু অঞ্চলের কম

২৪) মানচিত্র তৈরির বিজ্ঞান কে কি বলে ?

উত্তর. কার্টোগ্রাফি

২৫) নয়েস মাপা হয় কিসে ?

উত্তর. ডেসিবেল

২৬) ভিনেগারের রাসায়নিক নাম কি ?

উত্তর. অ্যাসিটিক অ্যাসিড

২৭) মানব কোষের কাকে পাওয়ার প্লান্ট বলা হয় ?

উত্তর. মাইটোকনড্রিয়া

২৮) কাদানি গ্যাসে কি থাকে ?

উত্তর. ক্লোরোপিক্রিন

২৯) নিম্ন বিভাগের ac কে উচ্চ বিভবের ac করা যায় কিসের সাহায্যে ?

উত্তর. স্টেপ আপ ট্রান্সফরমার

৩০) কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করলে কি স্থানচ্যুত হয় ?

উত্তর. তামা

৩১) গভীর গণমাধ্যমে আলোকরশ্মি বেকে যাওয়াকে কি বলে ?

উত্তর. প্রতিসরণ

৩২) কোন বস্তুর মধ্যে কিছু অধিকার করার ক্ষমতা কে কি বলে ?

উত্তর. শক্তি

৩৩) তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে এমন একটি বস্তুর উদাহরণ দাও ?

উত্তর. ডায়নামো

৩৪) q পরিমান আধান V বিভব পার্থক্য অতিক্রম করার জন্য কৃতকার্য W হলে –

উত্তর. W = qv

৩৫) ভিটামিন কে নামকরণ করেন ?

উত্তর. ক্যাশিমির ফ্যানক

৩৬) ভিটামিন A এর রাসায়নিক নাম কি ?

উত্তর. রেটিনল

৩৭) সূর্যালোকের উপস্থিতিতে মানুষের ত্বকে কোন ভিটামিন তৈরি হয় ?

উত্তর. ভিটামিন D

৩৮) ভিটামিন D এর রাসায়নিক নাম কি ?

উত্তর. ক্যালসিফেরল

৩৯) অ্যালামগাম কোন দুটি ধাতুর সংমিশ্রণ ?

উত্তর. পারদ এবং ধাতু সংকর

৪০) মানুষের হার্টবিট কোন হরমোন দ্বারা ত্বরান্বিত হয় ?

উত্তর. অ্যাড্রিনালিন

৪১) Father of zoology কাকে বলা হয় ?

উত্তর. অ্যারিস্টটল

৪২) Spermology কোন সংক্রান্ত পড়াশোনা কে বলা হয় ?

উত্তর. বীজ

৪৩) কোন প্রাণীর লোহিত রক্ত কণিকা থাকে না ?

উত্তর. আর্থ ওয়ার্ম

৪৪) মানব দেহকোষে কতজোড়া ক্রোমোজোম থাকে ?

উত্তর. ২৩ জোড়া

৪৫) বাতাস থেকে কাঁচে আলো প্রতিসৃত হলে কোন কোনটি পরিবর্তিত হয় ?

উত্তর. তরঙ্গ দৈর্ঘ্য ও গতি

৪৬) মরীচিকা সৃষ্টি হয় আলোর কোন ধর্মের জন্য ?

উত্তর. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

৪৭) কোন দ্রব্যের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি ?

উত্তর. জল

৪৮) ক্রেন কোন ধরনের লিভার ?

উত্তর. তৃতীয় শ্রেণি

৪৯) কোনো বস্তুর বেগ দ্বিগুণ হলে –

উত্তর. তার ভরবেগ দ্বিগুণ হবে

৫০) পুকুরের জল প্রবল গ্রীষ্মে ঠান্ডা থাকার কারণ কি ?

উত্তর. জলের বাষ্পীভবন

Leave a Comment