RRB WBP KP General knowledge:
০১) রাজস্থানের মরু অঞ্চলে লবণাক্ত হ্রদকে কি বলে ?
উত্তর: ধান্দ
০২) কে ৫৬ তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন ?
উত্তর: নীলমণি ফুকন
০৩) কত সালে ভূমিকম্পে কচ্ছের রন অঞ্চল বসে গিয়ে জলাভূমি সৃষ্টি করেছে ?
উত্তর: ১৮১৯
০৪) কয়লার রূপান্তরিত রূপ কি ?
উত্তর: গ্রাফাইট
০৫) The Boy who wrote a constitution – বইটির লেখক কে ?
উত্তর: রাজেশ তলোয়ার
০৬) National science Day কবে পালন করা হয় ?
উত্তর: 28 ফেব্রুয়ারি
০৭) অয়েল অব ভিট্রিয়ল কি ?
উত্তর: সালফিউরিক অ্যাসিড
০৮) অনিলা দেবী কার ছদ্মনাম ?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
০৯) সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় কত সালে ?
উত্তর: ১৮৫৫ সালে
১০) নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করে ?
উত্তর: ১৭৩৯ সালে
১১)আন্তর্জাতিক তারিখ রেখার মান কত ?
উত্তর: ১৮০⁰
১২) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কি ধরনের বনভূমি দেখা যায় ?
উত্তর: চিরহরিৎ
১৩) প্রতিবছর কত তারিখে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে পালন করা হয় ?
উত্তর: ১৮ ই এপ্রিল
১৪) পৃথিবীতে যেকোনো দুটি বিন্দুর মধ্যে সবথেকে কম দূরত্ব পরিমাপ করা হয় কিসের পরিপ্রেক্ষিতে ?
উত্তর: দ্রাঘিমা রেখা
১৫) সৌর দিবস ও নক্ষত্র দিবসের মধ্যে সম্পর্ক কি ?
উত্তর: সৌর দিবস, নক্ষত্র দিবস এর তুলনায় বেশি দীর্ঘ
১৬) ব্রিটিশদের লবণ আইন ভাঙ্গার জন্য গান্ধিজি ১৯৩০ সালে কোন আন্দোলন শুরু করেছিলেন ?
উত্তর: ডান্ডি অভিযান
১৭) কোন দুটি গ্রহের উপগ্রহ নেই ?
উত্তর: বুধ ও শুক্র
১৮) আইপিএলের ইতিহাসে দ্রুততম বোলার হিসেবে ১৫০ উইকেট নেওয়ার মাইলস্টোন স্থাপন করলেন কে ?
উত্তর: যুজবেন্দ্র চাহাল
১৯) ওহমের সূত্র কি ?
উত্তর: V = IR
২০) পরিবেশকে স্বচ্ছতা প্রদান করতে সাহায্য করে কোনটি ?
উত্তর: শৈবাল ও লাইকেন
২১) হেলমন্দ কোন দেশের দীর্ঘতম নদী ?
উত্তর:আফগানিস্থান
২২) ইংরেজরা দেওয়ানি লাভ করেন কত সালে ?
উত্তর: ১৭৬৫ সালে
২৩) তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: গিয়াস উদ্দিন তুঘলক
২৪) সূর্যকে কোন দিন সবচেয়ে বড় দেখায় ?
উত্তর: ৩রা জুন
২৫) ভিক্টোরিয়া জলপ্রপাতের অবস্থান কোন নদীতে ?
উত্তর: জাম্বেসি
২৬) ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত ?
উত্তর: ৫৬৪ কিমি
২৭) কোন রাজ্যের লিভিং রুট ব্রিজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অস্থায়ী তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ?
উত্তর: মেঘালয়
২৮) ইলতুৎমিসের পরবর্তী সম্রাট কে হন ?
উত্তর: রোকনউদ্দিন ফিরোজ
২৯) গিয়াসউদ্দিন বলবন কি কি উপাধি ধারণ করেন ?
উত্তর: নায়েব ই খুদাই, জিলিল্লাহ
৩০) প্রতিবছর কত তারিখে বিশ্ব যকৃত দিবস হিসেবে পালন করা হয় ?
উত্তর: ১৯ শে এপ্রিল
৩১) কুতুবউদ্দিন আইবক এর প্রথম রাজধানী কোথায় ছিল ?
উত্তর: লাহোর
৩২) ভারতের উচ্চতম জলপ্রপাত এর নাম কি ?
উত্তর: যোগ জলপ্রপাত
৩৩)শৈলোৎক্ষেপ বৃষ্টি হয় পর্বতের কোন ঢালে ?
উত্তর: প্রতিবাত ঢাল
৩৪) লরিয়াস ওয়ার্ল্ড ব্রেকথ্রু অফ দা ইয়ার ২০২২ অ্যাওয়ার্ড পেলেন কে ?
উত্তর: এমা রাদুকানু
৩৫) প্রতি বছর বিশ্ব হিমোফিলিয়া দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর: ১৭ ই এপ্রিল
৩৬) চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের রচয়িতা কে ?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
৩৭) অলিম্পিক 2021 কুস্তিতে কে সিলভার মেডেল পেয়েছেন ?
উত্তর: রবি কুমার দাহিয়া
৩৮) পৃথিবীর সর্বোচ্চ হ্রদের নাম কি ?
উত্তর: টিটিকাকা
৩৯) AIDS এর পুরো নাম কি ?
উত্তর: Acquired immune deficiency syndrome
৪০) ভারতীয় পেসার হিসাবে আইপিএলের ইতিহাসে ১৫০ উইকেট এর রেকর্ড করলেন কে ?
উত্তর: ভুবনেশ্বর কুমার
৪১) তঙ্কা এবং জিতল মুদ্রা চালু করেন কে ?
উত্তর: ইলতুৎমিস
৪২) ভারতের দীর্ঘতম সড়ক পথ কোনটি ?
উত্তর: NH 7
৪৩) ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি ?
উত্তর: ৯ টি (চীন,বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার শ্রীলঙ্কা, মালদ্বীপ,পাকিস্তান ও আফগানিস্তান)
৪৪) আদিত্য বিড়লা ক্যাপিটাল এর পরবর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে কাকে ?
উত্তর: বিশাখা মূল্যে
৪৫) প্রতিবছর কত তারিখে সিভিল সার্ভিস দিবস হিসেবে পালন করা হয় ?
উত্তর: ২১ শে এপ্রিল
৪৬) কত সালে সিভি রামান নোবেল পুরস্কার পান ?
উত্তর: ১৯৩০ সালে
৪৭) ফটোগ্রাফিতে কোনটি ব্যবহার করা হয় ?
উত্তর: হাইড্রোজেন ও থোরিয়াম
৪৮) Milk of magnesia এর সংকেত কি ?
উত্তর: Mg (OH)2
৪৯) হামিশ বেনেট সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছে, তিনি কোন দেশের খেলোয়াড় ?
উত্তর: নিউজিল্যান্ড
৫০) পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতের নাম কি ?
উত্তর: আন্দিজ পর্বত
৫১) আইপিএলের ইতিহাসে দ্রুততম ভারতীয় খেলোয়াড় হিসেবে ১০০ ছক্কা করেছেন কে ?
উত্তর: হার্দিক পান্ডিয়া
৫২) ভারতের সবচেয়ে বড় রাজ্যের নাম কি ?
উত্তর: রাজস্থান
৫৪) সবচেয়ে ছোট রাজ্যের নাম কি ?
উত্তর: গোয়া
৫৫) কত তারিখে পঞ্চায়েতী রাজ দিবস পালন করা হয় ?
উত্তর: ২৪ শে এপ্রিল
৫৬) পৃথিবীর মোট উদ্ভিদ প্রজাতির মধ্যে ভারতে কত শতাংশ আছে ?
উত্তর: ১২.৫৩
৫৭) প্রতিপাদ স্থানের সময়ের ব্যবধান কত ঘন্টা ?
উত্তর: ১২ ঘণ্টা
৫৮) My Story of Experiments with Truth – এটি কার আত্মজীবনীমূলক বই ?
উত্তর: মহাত্মা গান্ধী
৫৯) পর্যায় সারণির প্রথম ও শেষ মৌল কোনটি ?
উত্তর: হাইড্রোজেন ও থোরিয়াম
৬০) এলাহাবাদ চুক্তি কবে ও কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর: ১৭৬৫ সালে, দ্বিতীয় শাহ আলম এবং ক্লাইভ এর মধ্যে
৬১) বিশ্বের দক্ষিণতম শহর এর নাম কি ?
উত্তর: পুন্টা এরেনাস
৬২) ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী চিফ অফ আর্মি স্টাফ হতে চলেছেন কে ?
উত্তর: মনোজ পান্ডে
৬৩) Wild Ass Sanctuary কোথায় অবস্থিত ?
উত্তর: কচ্ছ, গুজরাট
৬৪) ভারতের উচ্চতম বাঁধের নাম কি ?
উত্তর: ভাকরা নাঙ্গাল
৬৫) বাংলার প্রথম নবাব কে ছিলেন ?
উত্তর: মুর্শিদকুলি খান
৬৬) কোন সভ্যতার অধিবাসীদের প্রথম নিকাশি ব্যবস্থা প্রচলন করেন ?
উত্তর: সিন্ধু সভ্যতা
৬৭) দক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি ?
উত্তর: রেগুর
৬৮) T-20 ক্রিকেটে ভারতের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০০০ চার মারার রেকর্ড করেছেন কে ?
উত্তর: শিখর ধাওয়ান
৬৯) ১৮) দুধের ঘনত্ব মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তর: ল্যাকটোমিটার
৭০) নিজল দানা কোথায় দেখতে পাওয়া যায় ?
উত্তর: সাইটন
৭১) প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা ?
উত্তর: আশাপূর্ণা দেবী
৭২) আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে রিটায়ার্ড আউট হলেন কে ?
উত্তর: রবিচন্দ্রন অশ্বিন
৭৩) পাক্কে টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: অরুনাচল প্রদেশ
৭৪) রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত ?
উত্তর: তাঞ্জোর
৭৫) সংবিধানের অষ্টম তফশীলে কোন বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে ?
উত্তর: ২২ টি আঞ্চলিক ভাষার তালিকা
৭৬) প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ছটি বিশ্বকাপ খেলার রেকর্ড করলেন কে ?
উত্তর: মিতালি রাজ
৭৭) ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি ?
উত্তর: ইন্দিরা পয়েন্ট
৭৮) আরণ্যক উপন্যাসটির রচয়িতা কে ?
উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৭৯) FIH পুরুষ জুনিয়ার হকি বিশ্বকাপ ২০২১ জয়ী হয়েছে কোন দেশ ?
উত্তর: আর্জেন্টিনা
৮০) ভারতের প্রথম লোকপাল কে ছিলেন ?
উত্তর: পিনাকী চন্দ্র ঘোষ
৮১) গ্রিসের রাজধানীর নাম কি ?
উত্তর: এথেন্স
৮২) কোন গ্যাসকে ফিউচার ফুয়েল বলা হয় ?
উত্তর: হাইড্রোজেন
৮৩) অরণ্যের অধিকার কে লিখেছিলেন ?
উত্তর: মহাশ্বেতা দেবী
৮৪) প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: আত্মারাম পান্ডুরঙ্গ
৮৫) M কক্ষে সর্বোচ্চ কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে ?
উত্তর: ১৮
৮৬) ভারতের উত্তরতম বিন্দুর নাম কি ?
উত্তর: ইন্দিরা কল
৮৭) আমরাবতি ব্রাঘ্র সংরক্ষণ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: মহারাষ্ট্র
৮৮) অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স ২০২২ জয়ী হয়েছেন কোন ব্যক্তি ?
উত্তর: চার্লস ল্যাক্লের
৮৯) কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তর: উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
৯০) DRDO কবে স্থাপন করা হয় ?
উত্তর:১৯৫৮ সালে
৯১) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে ?
উত্তর: ১২৪ নং ধারা
৯২) পানিপথের তৃতীয় যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয় ?
উত্তর: ১৭৬১ সালে, মারাঠা ও আহমেদ শাহ আবদলীর মধ্যে
৯৩) ভারতের প্রথম মহিলা পাইলট এর নাম কি ?
উত্তর: সরলা ঠাকরাল
৯৪) কত সালে প্রথম সংবিধান সংশোধন করা হয় ?
উত্তর: ১৯৫১ সালে
৯৫) ভিয়েতনামের মুদ্রার নাম কি ?
উত্তর: ডং
৯৬) তরঙ্গ দৈর্ঘ্যের মাত্রা কি ?
উত্তর: M⁰L1T⁰
৯৭) ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে ?
উত্তর: ১৯৪৬ সালে
৯৮) স্থির তরল বা গ্যাসীয় পদার্থের ভাসমানের সূত্র কি আবিষ্কার করেন ?
উত্তর: আর্কিমিডিস
৯৯) ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: বেঙ্গালুরু
১০০) ECG এর পুরো নাম কি ?
উত্তর: Electrocardiograp